নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আল-আজিজ

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১০:৫৯



(এক)

মহা পরাক্রমশালী আল-আজিজের
অনন্ত পরাক্রমের নেই অনুভব
অবকাশে চুপচাপ সময়ে নিরব,
যদিও সত্ত্বায় তিনি সর্ব শক্তিমান।
পরীক্ষায় ভুল বুঝা স্তব্ধ সময়ের
লোকদের মনে কত চিন্তার উদ্ভব!
অযথা প্রভুর হয়ে প্রতিপক্ষ সব
নিজেরাই নিজেদের করে অসম্মান।

পরাক্রম যে সময়ে হবে প্রকাশিত,
অস্বীকারকারীদের তখন যে হাল
হবে চির ক্ষতিকর বিপদ নিশ্চিত
তখন দেখবে তারা পুড়েছে কপাল।
কাজেই এখন ভাব তাঁকে না মানায়
কোথায় যাচ্ছে মানুষ কোন ঠিকানায়!

(দুই)

আল-আজিজ

আল আজিজ হলেন পরাক্রমে চির
অসীম ক্ষমতাশালী। যত যা’ই আছে
তুচ্ছ সব সৃষ্টিকুল জানি তাঁর কাছে
জ্ঞানিগন সকলেই তাঁর অনুগত।
ঝরায় বান্দায় তাঁর ভয়ে অশ্রু নির
যে তারে রাখছে সুখে নিত্য ভাতে মাছে
তাঁর জন্য ধরে ফল কত গাছে গাছে
তাঁরে না মানায় শাস্তি সবে অবগত।

এখন না হলে কিছু তখন তা হবে
পরকালে দেখা তাঁরে যাবে ক্ষমতায়
তখন যে অনুগত সেই সুখে রবে।
হাসরে আল আজিজে দেখে হায় হায়
করবে গুণাহগার পাপীদের দল
পাবেনা সেথায় তারা মুক্তির সম্বল।


আযীযু

আযীযু ক্ষমতা দর্পে পরাক্রমশালী
তাঁর দর্পে সকলের দর্প চুর্ণ হয়ে
অপরাধী হয়ে তারা নতজানু হয়
তাঁর মান্যতায় তারা বাধ্য হয় সবে।
কিন্তু সে পরাক্রমের অবকাশ কালে
কিছুলোক অপকর্ম করে নিত্য দিন
মনে মনে ভাবে বুঝি কিছুই হবেনা
অবকাশ পরে তারা বুঝবে ঘটনা।

পরাক্রম কাকে বলে তা’কত প্রকার
দেখবে মানবকুল হাসরে মিজানে
তখন থাকবে তারা নিতান্ত অক্ষম।
তাই বলি মানুষেরা অবকাশ বুঝে
সাবধান হও নিজ কাজের বেলায়
আখেরে তাহলে হবে অপার মঙ্গল।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১১:০৬

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: অসাধারণ। আপনার সনেট নিয়ে নিয়মিত পোস্ট সনেট কবিতার প্রতি আমার আগ্রহ অনেক বাড়িয়ে তুলছে। সনেট লেখার নিয়ম সম্পর্কে একটি পোস্ট দিবেন আশা করি। এখন অনুরোধ রইলো।

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১১:১৬

সনেট কবি বলেছেন: প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ। ব্লগার সোনাবীজ অথবা ধুলোবালিছাঁই এর ব্লগে আপনি এসংক্রান্ত পোষ্ট পাবেন।

২| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১১:০৮

স্রাঞ্জি সে বলেছেন:

ভাল বলেছেন। খারাপ কাজের প্রতিদান নরকেই পতিত হবে।

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১১:১৪

সনেট কবি বলেছেন: মানুষের এখন আল্লাহর প্রতি আগ্রহ নেই। কিন্তু যখন তাদের আগ্রহ তৈরী হবে তখন সে আগ্রহ কোন কাজে লাগবেনা। কারণ আল্লাহর আগ্রহ অদৃশ্যে বিশ্বাস, দৃশ্যমানে বিশ্বাস নয়।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৩:২৮

মলাসইলমুইনা বলেছেন: সুন্দর !

০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৮:৫৭

সনেট কবি বলেছেন: মানুষ আল্লাহর একটা পরীক্ষায় আছে তারা সেটা না ভেবে উল্টা আল্লাহ ও নবির (সাঃ) দোষ তালাসে নেমেছে। মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১১:০৯

রাজীব নুর বলেছেন: মুগ্ধতা।

০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১১:১৪

সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.