নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আল-খালিক

১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৫



(এক)

আল-খালিক

আল-খালিক পরম সৃষ্টিকর্তা যাঁর
সৃষ্টির কোথায় শেষ, কোথায় সীমানা,
তা’নয় সৃষ্টির কারো কোনভাবে জানা
বিশাল সৃষ্টিতে তাঁর বৈচিত্র অনেক।
চন্দ্র সূর্য গ্রহ তারা তাঁর উপহার
সমতল পৃথিবীটা প্রাণীর ঠিকানা
যেথা আছে সুকোমল মাটির বিছানা
খালিকের সৃষ্টি সব অনন্য প্রত্যেক।

প্রকৃতির স্নিগ্ধরূপ দীপ্ত নিরুপমা
বিস্তৃত সাগর জুড়ে ঢেউ টলমল
অনন্ত জগতে তাঁর নেই কোন সীমা
সর্বত্র ছড়ানো তাঁর অপার মঙ্গল।
সৃষ্টির বিস্তারে তাঁর কোন নেই ক্লান্তি
মুগ্ধতায় দেখে সব আত্মায় প্রশান্তি।

(দুই)

আল খালিক

কেউ যায় কারো পেটে কি ঘটনা ঘটে
বাঘেতে হরিণ মারে কি নিষ্ঠুর বটে
এ দেখে অনেক লোক বিপথেতে যায়।
অথচ একাজ খানি বন রক্ষণের
কাজেতে ভীষণ লাগে ভাব যদি বটে
নতুবা যে বন যেত দস্যুদের পেটে।
জটিল হিসেব দেখ সৃষ্টির খাতায়।

খালিক করেন কাজ সৃষ্টি প্রয়োজনে
তাতেই নিষ্ঠুর কিছু কান্ড ঘটে থাকে
আমরা যেমন মারি কতক জীবনে।
প্রাণি ছাড়া বেঁচে থাকা সবজি ও শাকে
ক’জন এমন পারে এ নহে সম্ভব
খালিকের কাজ তাই কর অনুভব।

খালিকু

নিজে নিজে যে হবে সে হবেই অসীম
সীমা দাতা না থাকায় এ প্রকৃতি এটা
অসীমেরা এক হয়ে একটাই হবে
সীমা দিতে না পারায় অধীক হবেনা।
সেই এক নিজে নিজে যেথা হতে হলো
সেথা তিনি একান্তই নিজেই ছিলেন
সেই তিনি এজন্যই চির বিদ্যমান
তিনি ছাড়া এ ক্ষমতা আর কারো নেই।

নিজে যারা হয় তারা তাঁর সাথে মিশে
তাঁকেই সমৃদ্ধ করে চলছে নিরন্ত
অসীমত্ব সূত্রে তারা থাকছে অভিন্ন।
সাকুল্যে নিজে হওয়া একজন বলে
আর সব তাঁর সৃষ্টি প্রকৃতি নিয়মে
স্বীকৃত এ সৃষ্টিকর্তা প্রকৃতি বিজ্ঞানে।

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৯

মাহমুদুর রহমান বলেছেন: সৃষ্টির বিস্তারে তাঁর কোন নেই ক্লান্তি
মুগ্ধতায় দেখে সব আত্মায় প্রশান্তি।

অসাধারন।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩০

সনেট কবি বলেছেন: পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ জনাব।

২| ১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৯

এ.এস বাশার বলেছেন: প্রিয় কবি শুভেচছা নেবেন.....
আল্লাহর নাম নিয়ে অসাধারন সৃষ্টি......
লাজবাব..........

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩১

সনেট কবি বলেছেন: কিন্তু পরিতৃপ্ত হতে পারছিনা বলে আরো লিখছি। এরপর এডিটিং করে বই বের করার ইচ্ছা আছে। দোয়া করবেন।

৩| ১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

শাহারিয়ার ইমন বলেছেন: অসাধারন হয়েছে

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৫

সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব।

৪| ১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

নতুন বলেছেন: আপনার সনেটের বিষয়ে আলোচনা করা দরকার। এপ্লিকেসন করা সহজ... আপনার কাছে কিছু বিষয় জানা দরকার।
আমাকে ইমেইল করুন.. [email protected]

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৭

সনেট কবি বলেছেন: মহোদয় আপনাকে একটা ইমেইল করেছি। সময় করে দেখে নিবেন। আর আপনি ইমেইল করলে আমাকে ব্লগে জানাবেন। কারণ আমি ই-মেইল সাধারণত চেক করিনা।

৫| ১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ সনেটকবি- পরম সৃষ্টিকর্তা-কে একটু টেকনাফের দশ লাখ রোহিংগা মুসলিম শরণার্থীদের কথা মনে করিয়ে দিবেন। ইয়েমেনী মুসলিমদের কথাও একটু স্মরণ করিয়ে দিবেন। সাথে ফিলিস্তিনি-দের কথা-ও। গত চৌদ্দশ বছর ধরে জিব্রাইল ফেরেশতা বেকার বসে আছে। উনাকে দিয়ে সৌদী গ্রান্ড মুফতি আবদুল-আজিজ ইবনে আবদুল্লাহ্ আল আস-শেখ-এর কাছে,ইরানী আয়াতুল্লাহ্ সাইয়্যেদ আলী হোসাইনী খামেনী-র কাছে উপদেশমূলক কিছু massage পাঠাতে পারেন।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৮

সনেট কবি বলেছেন: পরম সৃষ্টিকর্তা বলেছেন তিনি মানুষকে পৃথিবীতে তাঁর খলিফা করেছেন। কাজেই তাঁকে এখানে কিছু করতে বললেই তিনি বলবেন আমার খলিফাকে বল। তিনি দায়িত্ব নিবেন মৃত্যুর পর থেকে। তিনি মানুষের কথামত চলবেন না বরং মানুষকে তাঁর কথামত চলতে হবে। তিনি মানুষের চাকর নন যে মানুষ আদেশ করবে আর তিনি সে অনুযয়িী কাজ করবেন। বরং উল্টা মানুষকে তাঁর আদেশ মেনে চলতে হবে।

৬| ১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

রাজীব নুর বলেছেন: চমৎকার।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৫

সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব।

৭| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৬

চাঁদগাজী বলেছেন:


আমি আপনার এই গ্রুপের সনেটগুলোও পড়ছি

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৩

সনেট কবি বলেছেন: সে জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৮| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৩

নতুন বলেছেন: ইমেইল চেক করুন... আমার সাথে যোগাযোগের সবচেয়ে ভালো মাধ্যম ইমেইল। :)

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৩

সনেট কবি বলেছেন: আপনার পাঠানো ইমেইল পড়লাম। আপনার কথামত কাজ করতে কিছু সময় লাগবে। কাজ হয়েগেলে আমি আপনাকে জানাব।

৯| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৩

নতুন বলেছেন: যেহেতু এটা গ্রিনিজ কতৃপক্ষের কাছে যাবে... তারা যদি প্রমান দেখতে চায় তবে সেটা পক্ত ভাবেই দিতে হবে।

আপনি ভালো করে জাচাই করে প্রমান সহ কয়েকটা সনেটের কপি স্ক্যান করে রাখুন... টাইপ করে সেহেতু আছে তাই সেটাতে নোট যোগ করুন যাতে বোঝা যায় সে এটা সনেট । এবং আপনার ঐ কবিতাটি সনেটের কি কি ক্রাইটেরিয়া পুরো করেছে সেটা পাশে নোট আকারে লিখতে পারেন।

আবেদনের জন্য ওরা ১২ সপ্তাহ সময় নেয়। কিন্তু আমি যেই পিডিএফ পাঠিয়েছি তাতে দেখুন কি কি যেন সত` দিয়েছে তারা। তাদের কে কিছু কিছু জিনিসের সত্বাধীকার দিতে হবে। তাই খেয়াল করে দেখুন যাতে আপনার কোন সমস্যা পড়তে না হয়।

আবেদনের একটা কপিও পাঠিয়েছি। আর আমি ইমেইলে আপনাকে ঐখানের আইডি আর পাসওয়াড দিয়ে দেবো তাহলে আপনিও নিজেই দেখতে পারবেন।

১১ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:১৪

সনেট কবি বলেছেন: স্ক্যান কি হাতে লেখা কবিতার করতে হবে? কতগুলো করব? আর সবগুলো কবিতা তাদের নিকট কিভাবে উপস্থাপন করতে হবে? সনেটের নিয়ম বলতে ১৪ বর্গ যাতে আছে ৮+৬। অন্তমিল থাকা না থাকা কবিদের নিজেদের ব্যাপার। আপনার ফাইলগুলো কিছুটা দেখেছি। আরো দেখব।
আমি ভাবছি কয়েকটি পোষ্টে যদি সনেটগুলো জড়োকরা যায় তাহলে কেমন হয়? তাহলে তারা নেট থেকেই সনেটের সংখ্যাগত প্রমাণ পাবে।

১০| ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১১

নতুন বলেছেন: তারা এখনই প্রমান চাইবেনা। এপ্লিকেসনে শুধুই লিখতে হবে যে কোন বিষয়ে আবেদন করতে চান এবং কেন করতে চান।

সেটা আমি আরো বিস্তারিত এপ্লিকেসনে লিখবো।

আপনার নাম, কতগুলি সনেট এখন পযন্ত লিখা আছে... ( যদি তারা দেখতে চায় , কতগুলি দেখাতে পারবেন)
কত সাল থেকে কত সালে ভেতরে এই গুলি লেখা হয়েছে।
অন্য কোন কবি বেশি সনেট লিখেছিলো যদি সেই সম্পকে জানেন সেটাও দেওয়া দরকার।

টাইপ করা কপি স্ক্যান করা থাকলে প্রমান চাইলে দিতে হবে। এই জন্যই বলা যে প্রস্তুত থাকা আরকি। যদিও এপ্লিকেসনে ১২ সপ্তাহ সময় নেবে তারা।

আপনি পোস্টের লিংক গুলি আমাকে একটা ইমেইলে দিন... সেটাও দেবার চেস্টা করবো...তারা চাইলে ব্লগে দেখে নিতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.