নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

সনেট (সনেট কবির ৮০০ তম সনেট)

১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫





সনোটা থেকে সনেট নির্দিষ্ট মাত্রার
পদাবলি নিয়ে গড়া বর্গাকার রূপে
কবিমনে সঙ্গোপনে আসে চুপে চুপে
এরপর নিরিবিলি গীতি নক্সা আঁকে।
প্রেম প্রীতি অনুযোগে পক্ষের বিস্তার
অতঃপর অন্যসব বিষয়ের স্তুপে
নিজেরে বিলায় সব শব্দের প্রকোপে
আত্মায় বিলিন করে স্মৃতি পাকে পাকে।

কাব্য মহাকাব্য লিখে কবি কতজন
গনে গনে গাঁথে মালা অক্ষর গনায়
এদিক ওদিক কত ঘুরায় নয়ন।
সম সম অক্ষরের পদ ব্যঞ্জনায়
কবিতা কন্যায় ছুটে ছন্দে অবিরল
গনায় অধীক কম হেথায় অচল।


সনেট গণনা

1. Sonnet 25
2. Sonnet 13
3. Sonnet 11
4. Sonnet 10
5. Sonnet 12
6. Sonnet 10
7. Sonnet 20
8. Sonnet 16
9. Sonnet 20
10. Sonner 22
11. Sonnet 23
12. Sonnet 14
13. Sonnet 93
14.Sonnet 22

এপর্যন্তঃ ৩১১ সনেট

15. Sonnet 23
16. Sonnet 20
17. Sonnet 20
18. Sonnet 22
19. Sonnet 16
20. Sonnet 10
21. Sonnet 52
22. Sonnet 39
23. Sonnet 1
24. Sonnet 1
25. Sonnet 1
26. Sonnet 1
27. Sonnet 2
28. Sonnet 1
29. Sonnet 1

এপর্যন্তঃ ৫২১ সনেট

30. Sonnet 102
31.Sonnet 1
32. Sonnet 1
33. Sonnet 1
34.Sonnet 2
35. Sonnet 1
36. Sonnet 1
37. Sonnet 1
38. Sonnet 1
39. Sonnet 1
40. Sonnet 2
41. Sonnet 1
42. Sonnet 1
43. Sonnet 1

এপর্যন্তঃ ৬৩৩ সনেট

44. Sonnet 1
45. Sonnet 9
46. Sonnet 1
47. Sonnet 1

এপর্যন্তঃ ৬৪৮ সনেট

মন্তব্য ৭৭ টি রেটিং +১২/-০

মন্তব্য (৭৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ফরিদ ভাইয়ের ৮০০ তম সনেট উপলক্ষ্যে
একটা ছোট খাটো ফিস্ট হলে কেমন হয়?

ধন্যবাদ সনেট কবি যুগ যুগ জিয়ো !!

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০১

সনেট কবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ নূরু ভাই।

২| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

ভীতু সিংহ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি খুব শীঘ্রই ১০০০ তম সনেট দেখতে পাবো।

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০২

সনেট কবি বলেছেন: দোয়া করবেন।

৩| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

কাওসার চৌধুরী বলেছেন:



এতো রীতিমতো বিশ্ব রেকর্ড!!! অভিনন্দন প্রিয় কবিকে; শুভ হোক আগমনী দিনগুলো; ++++

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৫

সনেট কবি বলেছেন: মাননীয় বিশ্বরেকর্ড আগেই হয়েছে ২৫০ অতিক্রম করার পর। আর ২৫০ ছিল ৭০০ বছর আগের রেকর্ড।

৪| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: 800 তম সনেটের জন্য অভিনন্দন।

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৬

সনেট কবি বলেছেন: আপনার জন্য অনেক ধন্যবাদ।

৫| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন সনেট কবি।

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৭

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

৬| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন।

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৩

সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব।

৭| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:


@নুরু সাহেব,

সনেট কবিকে নিয়ে পোষ্ট দেবেন না, প্লীজ

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৫

সনেট কবি বলেছেন: কিন্তু তাঁর সাথে আপনার সম্পর্ক মধুর নয়।

৮| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

করুণাধারা বলেছেন: ৮০০ তম সনেটের জন্য অভিনন্দন।

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৬

সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৯| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

বলেছেন: জয়তু অভিনন্দন প্রিয় সনেট কবিকে
শুভ হোক আগমনী দিনগুলো

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৭

সনেট কবি বলেছেন: আল্লাহ আমাদের সবার মঙ্গল করুন।

১০| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

ভ্রমরের ডানা বলেছেন:



সনেট কবিকে অভিনন্দন! অভিনব কাব্য মাইলস্টোন! শুভেচ্ছা!!

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২১

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি। এ মাইলস্টোন ছুঁতে পেরে আমারো অনেক ভাল লাগছে।

১১| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চাঁদগাজী বলেছেন: @নুরু সাহেব, সনেট কবিকে নিয়ে পোষ্ট দেবেন না, প্লীজ

যতই উস্কানী দেন না কেন আপনাকে নিয়ে আর সময়ের অপব্যবহার করছি না !!

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৪

সনেট কবি বলেছেন: ঝগড়া ঝাটি না করাই ভাল।

১২| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মিষ্টি খান, মিষ্টি...:)

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৮

সনেট কবি বলেছেন: মিষ্টিগুলো বেশ লোভনিয়।

১৩| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

বিজন রয় বলেছেন: অভিনন্দন।

আরো ৮০০ চাই।

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩০

সনেট কবি বলেছেন: বেঁচে থাকলে সংখ্যা হয়ত বাড়তে পারে।

১৪| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

সাদা মনের মানুষ বলেছেন: আমার সব থেকে ব্যর্থাতা হলো সনেট আমি ভালো বুঝিনা, তবে আপনার ৮০০ তম পোষ্টে কমপক্ষে এক কাপ কফি তো খাওয়াতেই পারি :)

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩১

সনেট কবি বলেছেন: আপনার জন্য সনেটের বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন।

১৫| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৩

রাজীব নুর বলেছেন: ও মাই গড !!!!!!!!!!

৮০০ শ' !!!!!!!!!!!!!!!

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৩

সনেট কবি বলেছেন: বাস্তবে এ সংখ্যা অনেক বেশী, কারণ আমার সব মনেট পোষ্ট দেওয়া হয়নি। ৮০০ এ ব্লগে রয়েছে।

১৬| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১১

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৭

সনেট কবি বলেছেন: আরে না এটাতো বেলি ফুল!

১৭| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৬

রাকু হাসান বলেছেন: বাহ ,দারুণ মাইলফলক । :|| বাহ ,দারুণ মাইলফলক । :||


ফুলেল শুভেচ্ছা সনেট কবি

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৮

সনেট কবি বলেছেন: দারুন উপহার।

১৮| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১:২৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: অভিনন্দন কবি। এটাও ভালো লেগেছে।

১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২০

সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

১৯| ১৪ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:১৪

খাঁন কামাল বলেছেন: অভিনন্দণ আপনাকে।

১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২০

সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

২০| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:৩৪

জাহিদ অনিক বলেছেন:
ওরে বাবা ! অনেক সনেট !
বই বের করুন

১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২২

সনেট কবি বলেছেন: দোয়া করবেন প্রিয় কবি।

২১| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:০৮

ভুয়া মফিজ বলেছেন: কবিতা আমি পড়ি না, কারন এর অন্তর্নিহিত অর্থ বোঝার জন্য কষ্ট করতে হয়। আমি অলস টাইপের মানুষ, কষ্ট করতে ভালো লাগে না। মাঝে-মধ্যে ছড়া পড়ি। ছন্দ থাকায় পড়তে মজা লাগে, ভাষাও সহজ। তবে এটুকু বুঝি যে, ৮০০ সনেট লিখা একটা বিশাল ব্যাপার। এমন একটা বিশাল কাজের জন্য একটা বিশাল আকারের শুভেচ্ছা আপনার প্রাপ্য। অাপনার জন্য ঝাল-মিষ্টি-ফুলেল শুভেচ্ছা।




আশাকরি শীঘ্রই আপনাকে ১০০০ সনেটের শুভেচ্ছা জানাতে পারবো।

১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২৩

সনেট কবি বলেছেন: দারুন উপহার। আপনাকে অনেক ধন্যবাদ।

২২| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন: অভিনন্দন।

গিনেস বুকে আপনার নাম দেখতে চাই।

১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২৪

সনেট কবি বলেছেন: দোয়া করবেন প্রিয় কবি।

২৩| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল কবিভাই,

৮০০ তম সনেটে জানাই অভিনন্দন। আমি আশাবাদী আপনার নাম গিনেসরেকর্ড দেখতে পাবো। পাশাপাশি আপনার জীবনী ও কাব্য বিশ্ববিদ্যালয়ের পাঠ্য হবে এবং রিসার্চ পেপার হবে।

অনেক অনেক শুভেচ্ছা প্রিয়কবিভাইকে ।

১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২৫

সনেট কবি বলেছেন: আপনার জন্যও অফুরন্ত শুভেচ্ছা।

২৪| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আটশো সনেট। ওরে বাপরে....।

অভিনন্দন।

১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব।

২৫| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অভিনন্দন নিন।
আপনি গ্রিনেজ কতৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন।

১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

সনেট কবি বলেছেন: এবিষয়ে জনাব নতুন কাজ করছেন বলে জানালেন।

২৬| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ৮০০ নাম্বারে আপনাকে স্বাগতম। :)

১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

সনেট কবি বলেছেন: ধন্যবাদ মাননীয় মামা

২৭| ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অভিনন্দন!
অভিনন্দন!!
অভিনন্দন!!!
সনেট কবিকে।

....................................................................................................................................................................

১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২০

সনেট কবি বলেছেন: সুন্দর অভিনন্দন।

২৮| ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৯

নতুন বলেছেন: একটা পোস্ট লিখুন... এই ৮০০ সনেটের লিংক সহ... সেটা গিনিজ কতৃপক্ষকে দেওয়া যাবে... এবং অন্য যে কেউই দেখতে পারবে।

মনে হয় আবেদনের পরে বা আগে পত্রিকায়ও ঐ সনেটের লিংকের ব্লগটা পাঠাতে পারেন, যদি তারা সেটা পত্রিকায় দেয় সেটাও গিনিজ কতৃপক্ষের কাছে প্রমান হিসেবে দেওয়া যাবে।

১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২২

সনেট কবি বলেছেন: আমি ভাবছি ১০০ করে সনেট পোষ্ট দিয়ে সে গুলোকে আবার লিংক হিসে একটায় একত্র করব।

২৯| ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১৩

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আশাকরি আমাদের দেশের আরেকজন নক্ষত্রের নাম গিনিস বুক অব ওয়াল্ড রেকর্ড -এ আপনার নাম দ্রুত দেখতে চাই:

১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২২

সনেট কবি বলেছেন: এ বিষয়ে জনাব নতুন কাজ করছেন।

৩০| ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৩

গরল বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা রইল, ৮০০ টা সনেট লেখা যা তা ব্যাপার না। মাইকেল মধুসুদনও এতগুলো লিখেছে কিনা আমার জানা নেই।

১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

সনেট কবি বলেছেন: তিনি শতাধিক লিখেছেন বলে শুনেছি। আর বিশ্ব রেকর্ড ছিল ২৫০ সনেট।

৩১| ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:১৯

শাহারিয়ার ইমন বলেছেন: ৮০০ টা সনেট লিখে ফেললেন । অভিনদন । এবার এই উপলক্ষে আমাদের কিছু খাওয়া দাওয়া করান B-)

১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

সনেট কবি বলেছেন: প্রস্তাব মন্দ নয়। ঢাকায় সেটেল্ড হলে একপাক চেষ্টা করা যাবে।

৩২| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন: লেখক বলেছেন: ঝগড়া ঝাটি না করাই ভাল।

শুরুটা করলো কে?
যতই বলুন কয়লার ময়লা যায়না ধুইলে

১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

সনেট কবি বলেছেন: সে যাই বলুন আপনারা দু’জন কিন্তু সবার প্রিয়।

৩৩| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৬

এ.এস বাশার বলেছেন: অভিনন্দন প্রিয় কবিকে.......

১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব।

৩৪| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩০

কাজী ফররুখ আহমেদ বলেছেন: কবি ভাই, আপনার ব্লগে এটি আমার প্রথম কমেন্ট “আমার আড়তে ৮০০ বস্তা খাসা পোলাউয়ের চাল উঠাতে পারলে আমি যতোটুকু খুশি হই তার বহিঃপ্রকাশ ভাষায় প্রকাশ করা সম্ভব না - আমি আশা করবো আপনার খুশিও তেমনি হোক, আপনার খুশি হোক আলো ঝলমলে সোনালী রোদ্রে দ্বীপ্ত ধানের শীষের মতো - আপনার জন্য রইলো শুভ কামনা ।


১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

সনেট কবি বলেছেন: চালগুলো বেশ সুন্দর।

৩৫| ১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

তারেক ফাহিম বলেছেন: অভিনন্দন প্রিয় কবি।

অভিনন্দন প্রিয় কবি।



মিষ্টি অনেক খেলেন গুরু এবার একটু শুকনা মরিচ ;)

১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

সনেট কবি বলেছেন: দারুণ দেখাচ্ছে-অনেক ধন্যবাদ জনাব।

৩৬| ১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১১

ঠাকুরমাহমুদ বলেছেন: কবি ভাই, ৮০০ কবিতার ৮০০ শুভেচ্ছা গ্রহণ করুন । আপনার জন্য রইলো অনেক অনেক দোয়া আর ভালোবাসা, কবি ভাই অপেক্ষায় থাকবো যেদিন আপনি ১০০১ কবিতা লিখবেন।

১০০১ আরব্য উপন্যাসের মতো বিখ্যাত হোক আপনার কবিতা যা হবে আমাদের বাংলাদেশের সম্পত্তি ।
সাথে আছি সাথে থাকবো ।।

১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

সনেট কবি বলেছেন: আপনার কথায় অনেক খুশী হলাম।

৩৭| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৫

মনিরা সুলতানা বলেছেন: বেশ দারুন এক ব্যাপার !!!
অভিনন্দন আপনাকে।

৩৮| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৫

আবু হাসান লাবলু বলেছেন: আরো ৮০০ কবিতা লেখা পর্যন্ত সুস্থ থাকুন ভালবাসা ও শুভেচ্ছা নিবেন

৩৯| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫২

কাছের-মানুষ বলেছেন: ৮০০তম পোষ্টের জন্য আপনাকে অভিনন্দন। লেখা চালিয়ে যান এবং মাইলফলক স্পর্শ করুণ।

৪০| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৫

মিথী_মারজান বলেছেন: ৮০০ তম!!!
বিরাট ব্যাপার!!!
প্রাণঢালা অভিনন্দন।
গিনেজ বুকে আপনার নাম দেখার অগ্রিম শুভেচ্ছা রইল।:)

৪১| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৬

নতুন বলেছেন: আমি গিনিজ ওয়েবসাইটে ওদের এপ্লিকেসনের নিয়ম দেখেছি। এবং শীগ্রহী এই বিষয়ে রেক`ডের আবেদন করবো।

দেখি কবির এই অবদানের স্বীকৃতি আদায় করা যায় কিনা।

সবাইকে অনুরোধ করবো এই বিষয়টা যদি বাংলাদেশের পত্রিকা এবং ইংরেজী পত্রিকাতে দেওয়া যায় তবে সেটা আরো ভালো হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.