নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

শেখ রাসেলের খুন

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৪



শেখ রাসেলের খুন কেন, কি শিশুতে
পেয়েছে ঘাতক দল? কি বিবেচনায়
শিশুর রক্তে পিশাচ দু’হাত রাঙ্গায়?
কেন বিচার হয়নি এঘৃণ্য হত্যার?
এদেশ গিয়েছে ভেসে অন্যায়ের স্রোতে
বিচার করাতো ছিল শাসকের দায়
কেন যে তাদের সব ছিল নিরুপায়?
এ প্রশ্ন অনেক মনে রয়েছে সঞ্চার।

অবশেষে আপু তার আত্মার প্র্রশান্তি
এনে দিল ঘাতকেরে শাস্তি দিয়ে বড়
কিছুটা লাঘব হলো শোক কষ্ট ক্লান্তি
এখন ঘাতক হলো মৃত্যু কুপে জড়।
এপাপ এশাস্তি দু’টো বিরল ঘটনা
শেষতক কেটে গেলো বিচার বঞ্চনা।


1. Sonnet 1
2. Sonnet 1
3. Sonnet 1
4. Sonnet 15
5. Sonnet 1
6. Sonnet 1
7. Sonnet 1
8. Sonnet 1
9. Sonnet 2
10. Sonnet 1
11. Sonnet 1
12. Sonnet 1
13. Sonnet 1
14. Sonnet 1
15. Sonnet 1
16. Sonnet 1
17. Sonnet 1
18. Sonnet 1
19. Sonnet 1
20. Sonnet 1
21. Sonnet 1
22. Sonnet 1
23. Sonnet 1
24. Sonnet 1
25. Sonnet 1
16. Sonnet 1
27. Sonnet 1
28. Sonnet 1
29. Sonnet 1
30. Sonnet 1
32. Sonnet 1
32. Sonnet 1
33. Sonnet 1
34. Sonnet 1
35. Sonnet 1
36. Sonnet 1
37. Sonnet 1
38. Sonnet 1
39. Sonnet 2
40. Sonnet 1
41. Sonnet 1
42. Sonnet 1
43. Sonnet 1
44. Sonnet 1
45. Sonnet 1
46. Sonnet 1
47. Sonnet 1
48. Sonnet 1
49.Sonnet 1
50. Sonnet 1
51. Sonnet 1
52. Sonnet 1
53. Sonnet 1
54. Sonnet 1
55. Sonnet 1
56. Sonnet 1
57. Sonnet 1
58. Sonnet 1
59. Sonnet 1
60. Sonnet 1


মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১১

বিজন রয় বলেছেন: আপনি দেখি জাতির জনকের পরিবার নিয়ে লিখে চলেছেন।
খুব ভাল ব্যাপারটি।

আগামী কাল ১৫ আগষ্ট!!

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৭

সনেট কবি বলেছেন: সে বিষয়ে সনেট লিখেছি, রাত বারটার পর অথবা আগামী কাল পোষ্ট দেওয়ার ইচ্ছা রাখি।

২| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২২

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো প্রতিবাদী সনেট।

শুভেচ্ছা নিয়েন।

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৯

সনেট কবি বলেছেন: বিষয়টা নিয়ে আমি অনেক ভেবেছি।

৩| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:




যারা শিশু রাসেলকে হত্যা করেছিল তারা সমূলে ধ্বংস হচ্ছে!

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪০

সনেট কবি বলেছেন: কথায় বলে পাপ বাপেরেও ছাড়েনা!

৪| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৪

কাউয়ার জাত বলেছেন: আশ্চর্যবোধ করছি ইসলামের আলোকে আওয়ামীলীগ করার গুরুত্ব ও ফজিলত নিয়ে এখনো পর্যন্ত কোন ডেলিভারি দেননি দেখে। আশাকরি অচিরেই উপযুক্ত পোস্ট দিয়ে আমাদের ধন্য করবেন। আর আপনি ছাড়া এ বিষয়ে লেখার যোগ্য কেইবা আছে বলুন? বর্তমানে সামু ব্লগে আপনিই হলেন ইসলাম, মুসলিম, মাজহাব, আস্তিকতা, আওয়ামী দালালি, ছনেট, ত্যানা ইত্যাদি সর্ব বিষয়ে ধন্বন্তরি পাণ্ডিত্য সম্পন্ন এক অদ্বিতীয় ব্লগার। আপনিই এ যুগের (ইক)-বাল।

বিদ্রঃ এই মন্তব্যের জবাবে আরেকটি ছনেট রচনা করিয়া আপনার মূল্যবান ধাতু ক্ষয় করিবেন। না করিলে......আরো দিনতো সামনে আছেই!

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৬

সনেট কবি বলেছেন: আওয়ামী লীগের বিরুদ্ধে করা অন্যায় কি ইসলাম জায়েজ করেছে? আমি মনে করি অন্যায় যার দ্বারা হোক সেটা জায়েজ নয় এবং যে কোন নাগরিক সুবিচার পাওয়ার অধিকার রাখে। আর আওয়ামী লীগের পক্ষে ন্যায় সংগত কথা দালালী হবে কেন? আমি এমন কোন কথা আওয়ামী লীগের পক্ষে বললাম যা সঠিক নয়? দেশের বিপুল সংখ্যক মানুষ আওয়ামী লীগ করে তারাও আমার কবিতার পাঠক। আপনি হয়ত জানেন না যে আমি দূর্গা দেবীকে নিয়েও সনেট লিখেছি। এমন কি মশা মাছিকে নিয়েও। তাহলে শেখ রাসেলের অন্যায় হত্যা কেন আমার সনেটের বিষয় হতে পারে না। ধুর কার সাথে এত কথা বললাম! আপনিতো একটা কাউয়া। খান ময়লা আর ছাড়েন ময়লা।

৫| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৬

তারেক_মাহমুদ বলেছেন: শিশু রাসেলর প্রতি অনেক ভালবাসা, অনেক সুন্দর হয়েছে প্রতিবাদী কবিতা।

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪১

সনেট কবি বলেছেন: তাকে হত্যা কারা আমি কিছুতেই মেনে নিতে পারছিনা।

৬| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৮

রাজীব নুর বলেছেন: খুব নির্মম হয়েছে রাসেলকে মারাটা।

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪১

সনেট কবি বলেছেন: সেটা ছিল এক কথায় জঘণ্য!

৭| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এমন ধারার সনেট চাই
যেখানে তোষামুদি নাই।

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৩

সনেট কবি বলেছেন: কোনটা দোষামদি আর কোনটা স্বীকৃতি সেটাওতো বুঝা দরকার।

৮| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৯

কাউয়ার জাত বলেছেন: "আপনি হয়ত জানেন না যে আমি দূর্গা দেবীকে নিয়েও সনেট লিখেছি।"

আপনি শুধু সনেটই লিখেননি। হিন্দুদের জান্নাতে পাঠানোর চেষ্টাও করেছিলেন। ধরা খেয়ে পোস্ট মুছে দিয়েছেন।
যাহোক আপনার আসল উদ্দেশ্য যে মানুষকে খুশি করা এটা পরিষ্কার। সে কারণেই তো মডারেট ফতওয়া প্রসব করেন।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৩

সনেট কবি বলেছেন: হিন্দুরা বিশ্বাস করে তারা স্বর্গে যাবে। আপনার জান্নাতের আশা সম্ভবত তারা করেনা।

৯| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩০

কাউয়ার জাত বলেছেন: ভালো ভালো, এগিয়ে যান। আল্লাহ যেন খুশি থাকে। আবার শয়তানও যেন বেজার না হয়। আপনার এই বর্তমান পদ্ধতি জনপ্রিয়তার জন্য পূর্বের মাল্টিবাজির উত্তম বলে মনেকরি। ভালো থাকুন।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৫

সনেট কবি বলেছেন: পরমতকে অসম্মান করতে ইসলামে বারণ করা হয়েছে। কারণ এতে তারা আমাদের মতকেও অসম্মান করবে। অন্তত আমাদের মতের অসম্মানের কারণ যেন আমরা না হই সে দিকে আমাদেরকে খেয়াল রাখতে বলা হয়েছে। আমি আমাদের মতকে সঠিক প্রমাণ করছি তাতেই অনেকে মহা ক্ষুব্ধ। আর যদি তাদের মতকে অসম্মান করে কথা বলি তবেতো উপায় নেই। যদিও মাঝে মাঝে আমি আপনার কিছু তালিম গ্রহণ করি তবে আপনার মত অধিক জ্ঞানী হওয়া আমার কাম্য নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.