নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

জনতার জিয়া

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১০





ভাস্বর ভাস্কর সম নক্ষত্রের প্রায়
দেশপ্রেমী জিয়া এক জন্মেছে বাংলায়
স্বদেশ গড়ায় রেখে হৃদি বেলাভূমি
ছিলে নিত্য জনতার প্রেরণার তুমি।
তোমার আদর্শে ছিল পুস্পদল শোভা
আরো ছিল ঝলমলে আলোকের প্রভা
সাজাতে চেয়েছ দেশ নিত্য কারুকাজে
এখনো যে সে সংগীত কানে যেন বাজে।

হে বীর উত্তম আছ অনেক অন্তরে
শ্রদ্ধার আসন নিয়ে হৃদয়ের ঘরে।
তোমার মৃত্যুর শোকে বিষকাঁটা বিঁধে
শোকাকুল জনতার অনেকের হৃদে।
অসংখ্য প্রাণের মাঝে কত স্মৃতি নিয়া
আজো তুমি বেঁচে আছ জনতার জিয়া।



উৎসর্গঃ ব্লগার কাউয়ার জাত

মন্তব্য ৩২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২১

মনিরা সুলতানা বলেছেন: বাহ!!
চমৎকার লিখেছেন, অনেক অনেক ভালোলাগা।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৭

সনেট কবি বলেছেন: কিছু গুণছাড়া কেউ অত উপরে উঠতে পারেনা। এ কথাটা আমরা অনেক সময় ভুলে যাই।

২| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২১

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: যার যা ভালো আছে তা তো বলতেই হবে।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৮

সনেট কবি বলেছেন: কারো ভাল কাজের স্বীকৃতি না দেওয়াও অন্যায়।

৩| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫১

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: প্রতিটি অন্তর না লিখে কিছু অন্তর লিখলে লেখাটা বাস্তবধর্মী হত।ধন্যবাদ।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৯

সনেট কবি বলেছেন: সংশোধন করলাম এখন দেখুন ঠিক হলো কিনা।

৪| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৭

ঠ্যঠা মফিজ বলেছেন: বুবু মনিরা সুলতানা বলেছেন বাহ!!
চমৎকার লিখেছেন, অনেক অনেক ভালোলাগা। আমারো এবিষয় একই কথা।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০১

সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব।

৫| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৫

রাজীব নুর বলেছেন: পড়লাম চাচাজ্বী।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০১

সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব।

৬| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর । আপনি ইউনিক।

শুভেচ্চা নিয়েন।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০২

সনেট কবি বলেছেন: ধন্যবাদ চৌধুরি ভাই।

৭| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৮

স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু নিয়েন।

ভাল লাগল।

বাংলাদেশে তার অবদান অতুলনীয়।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৩

সনেট কবি বলেছেন: আপনার জন্যও অনেক অনেক প্রীশু।

৮| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার সাথে একমত হতে পারলাম না শ্রদ্ধেয় কবিবর, ভুল হয়ে গেছে, প্রতিটি প্রাণে প্রাণে যুক্ত করে কবিতার মূল্য কমিয়েছেন, মিথ্যাচার করেছেন।


বাংলারই বুকে উনবিংশ শতাব্দীতে
জন্মেছিল আবার এক মীরজাফর,
দেখেছে বাঙালি বিশ্ব অবাক চোখে
নাম'যে ছিল তার মেজর জিয়াউর।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৬

সনেট কবি বলেছেন: অনেক এডিট করলাম, এবার দেখুন ঠিক হলো কিনা।

৯| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভালো পোস্ট।
তবে আজকের দিনে এটা সময়োপযোগী হয়নি।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৮

সনেট কবি বলেছেন: সেটা আমিও যে বুঝিনা তা’নয়, তবে এটা আজ পোষ্ট করেছি বিশেষ এক কারণে।

১০| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনি লিখে চলুন।।।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৮

সনেট কবি বলেছেন: ধন্যবাদ শাহাদাৎ ভাই।

১১| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৮

ঈশ্বরকণা বলেছেন: কবি, সনেট ভালো হয়েছে ...।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৯

সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব।

১২| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৭

করুণাধারা বলেছেন: খুব ভালো লাগলো।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১০

সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ।

১৩| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৮

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আজকে এ পোস্ট না দিলেই পারতেন তা যে করণেই হোক। সরি

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৯

সনেট কবি বলেছেন: তাকে এদিনের সাথে অনেকেই যুক্ত মনে করে।

১৪| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৯

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: তা অবশ্য ঠিক কিন্তু নেগেটিভ অর্থে, দয়া করে বঙ্গবন্ধুকে নিয়ে একটা সনেট পোস্ট করলে খুশি হবো।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৭

সনেট কবি বলেছেন: তাঁকে নিয়ে সনেট পোষ্ট করা আছে আপনার নজরে হয়ত পড়েনি। ব্লগে ঢুকে একটু নীচে নামলেই হবে। আর শোক দিবশের পোষ্টের জন্য আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে হয়ত।

১৫| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫২

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: যাক চাচা অসংখ্য ধন্যবাদ আপনাকে

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৫

সনেট কবি বলেছেন: জাতীয় শোক দিবসের পোষ্ট দিলাম। সময় করে দেখে নিবেন।

১৬| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১:২৮

আরণ্যক রাখাল বলেছেন: শোক দিবস, রাসেল হত্যা- এসব নিয়ে সনেট লিখলেন, আবার তাদের হত্যার সাথে যে জড়িত তাকে নিয়েও লিখলেন। কেমন হয়ে গেল না ব্যাপারটা?

১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:৩৮

সনেট কবি বলেছেন: একটা বিপুল সংখ্যক জনগোষ্টি তাকে পছন্দ করে, কেন তারা সেটা করে, কি মনে করে করে সেটা এখানে তুলে ধরা হয়েছে। আর জাতি হিসেবে কোন বিষয়ে আমারা একমত হতে পারিনি। যদি তা’হতে পারতাম তাহলে অপর পক্ষের কোন সমর্থক থাকার কথা নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.