নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

জাতীয় শোক দিবস

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০২



জাতীয় শোক দিবস,জাতির জনক
আর তাঁর স্বজনের রক্তের বন্যায়
ঘটেছে এ দেশে এক জঘন্য অন্যায়
ঊনিশশ’ পঁচাত্তর, পনের আগষ্ট।
একদল মানুষেরে মারে আচানক
খুনিদল অনায়াসে পার পেয়ে যায়
শাসক খুনিরে রাখে শান্তির ছায়ায়
থাকেনা অবিবেচক মনে কোন কষ্ট।

জঘণ্য অন্যায়ে ছিল বিচারের মানা
নারীও শিশুর খুন তাও নয় মন্দ?
দেখেনা কিছুই চোখে বিবেকের কানা।
গদির আরামে মনে কি মহা আনন্দ!
অবশেষে এলো এক বিচারের কাল
একে একে ঘাতকের পুড়ল কপাল।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর বলেছেন কবিবর, অল্প কথায় বলেছেন বিস্তর।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১১

সনেট কবি বলেছেন: আমার দৃষ্টিতে যারা এ হত্যাকান্ডের বিচার করেনি তারা সবাই অপরাধী।

২| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন: আহারে যথেষ্ট বয়ষ হওয়া মা বাবা মারা যাওয়ার পর ও মানুষ সারা জীবন কাঁদে মা বাবার শোকে। আর মা বাবা ভাই বোন স্বপরিবারে হত্যা হলে ??? দেশের কোনো পরিবারে এমনটি হয়নি, তাই হারামখোর যারা আছে তারা চিন্তাও করে না কি বলছে !!!

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৭

সনেট কবি বলেছেন: আমি বুঝিনা নারী ও শিশুদের কেন মারা হলো? এমন জঘন্য ঘটনা বিশ্বে কয়টি ঘটেছে? অথচ এমন হত্যাকান্ডের বিচার আইন করে বন্ধ করে রাখা হয়েছিল। কি অদ্ভুত এ দেশ! ভাবতেও অবাক লাগে! বেগম মুজিব ও তাঁর সন্তানদের বুঝি এ ছিল পুরস্কার?

৩| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২১

ইফতেখারুল মবিন বলেছেন: ভালো লেগেছে খুব!
বঙ্গবন্ধুসহ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি....

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৮

সনেট কবি বলেছেন: তাঁদের প্রাপ্য সে সম্মান প্রদানেও অনেকে কার্পণ্য করে।

৪| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অবশ্যই অপরাধী তারা, তাদের কোনদিন ইতিহাস করবেনা ক্ষমা।

শুভকামনা জানবেন সবসময়

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩০

সনেট কবি বলেছেন: তারা অবশ্যই সুবিচার করেনি।

৫| ১৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:৩৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দারুন কাব্য।

১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:৩৯

সনেট কবি বলেছেন: ধন্যবাদ

৬| ১৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! অপূর্ব। একটি সনেটই যেন অনেক কথা বলে দিল। বঙ্গবন্ধুর প্রতি রইল অন্তরের বিনম্র শ্রদ্ধা । আপনাকে জানাই স্যালুট। মানবতার জয় হোক।

শুভেচ্ছা নিরন্তর।

১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:৪২

সনেট কবি বলেছেন: তাঁর প্রতি শ্রদ্ধা না থাকা নেহায়েত অন্যায়।

৭| ১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫০

রাজীব নুর বলেছেন: মানুষের আত্মার মতো দেশেরও আত্মা থাকে। বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের আত্মা।

১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৪

সনেট কবি বলেছেন: ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.