নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ

১৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৯



ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ তবে
কোন পোষ্ট নেই তাঁর চিন্তা ভিন্নতার
থাকলেই সহমতে বিপদ অপার
ঘটে যেত তাঁর প্রিয় চিন্তা ভিন্নতায়।
কত কত ভিন্নচিন্তা আসে অনুভবে
পরচিন্তা দেখে আরো বাড়ে বেশুমার
সেসব প্রকাশ জন্যে পক্ষের সঞ্চার
সর্বদা করতে থাকে কথায় কথায়।

কত চিন্তা কতখানে করে থই থই
উল্টো কথা এসবের খুঁজে ফিরে তিনি
মন্তব্যে তুমুল আনে মহা হইচই।
আহা কি সুন্দর সব কথার চিরনি
হৃদয়ে বিরাজে তাঁর বিচিত্র অনেক
যখন তখন মিলে সময়ে প্রত্যেক।

ব্লগার ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর । অভিনন্দন ভিন্নপথভাইকে।
কবিভাইকে ধন্যবাদ।

দুজনকেই শুভকামনা অফুরান।

১৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০১

সনেট কবি বলেছেন: ধন্যবাদ চৌধুরি ভাই। প্রথম মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২| ১৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো এবারও, সুন্দর হয়েছে।

শুভ সন্ধ্যা

১৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০২

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

৩| ১৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

স্রাঞ্জি সে বলেছেন: শুভ সন্ধ্যা। প্রীশু নিবেন কবি।

সনেটে ভাল লাগা+++

দুজনের জন্য শুভকামনা নিরন্তর।

১৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০২

সনেট কবি বলেছেন: আপনার প্রীশু সাদরে গৃহিত হলো।

৪| ১৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

চাঁদগাজী বলেছেন:


গাছের পাতা দেখে বয়স বুঝা যায় না; উনার কমেন্ট আছে, পোষ্ট নেই। ডিম পাড়ছেন অন্যের বাসায়?

১৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

সনেট কবি বলেছেন: যেহেতু ব্লগে কাউয়া আছে সেহেতু কোকিল না থাকলে কেমন হয়?

৫| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৪

লোনার বলেছেন: উনার জীবনের একমাত্র উদ্দেশ্য ও অভীষ্ট হচ্ছে ইসলামকে হেয় প্রতিপন্ন করা - সম্ভবত ইসলাম বিদ্বেষী কারো মাল্টিনিকের একটি!

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১০

সনেট কবি বলেছেন: সম্ভবত তেমন কিছু একটা হতে পারে। এরা ইসলামের বিরুদ্বে কূৎসা রটনা করে অথচ মুসলমানেরা আত্মপক্ষ সমর্থন মূলক কিছু বললেও তাদের গা জ্বলে।

৬| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৪

নতুন নকিব বলেছেন:



এই পোস্ট দেখিয়া,
ভাল করে কাশিয়া,
উনি দিবেন হাসিয়া।

চাপা এই গরমে,
ভেবে শেষে মরমে,
পোস্ট দিবেন শরমে।

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৭

সনেট কবি বলেছেন: কিন্তু তিনি অত সহজ লোক নন।

৭| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৯

জাহিদুল হক শোভন বলেছেন: খারাপ লাগেনি। আপনার লেখার (কবিতার) হাত চমৎকার।

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৬

সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ।

৮| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৯

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ সনেট কবি -জনাব, আমাকে নিয়ে কবিতা লেখা আপনার সময়ের অপচয়। আপনার ও আমার পথ ভিন্ন।

@ চাঁদ গাজী- আমার কমেন্ট আছে পোস্ট নেই। সত্য। আমি এভাবে আরো কিছু দিন চলতে চাই। সবাই লেখক হলে পাঠক হবে কারা ?

@ লোনার - চৌদ্দশ বছরের পুরোনো একটি ধর্ম, একশ চল্লিশ কোটি অনুসারী যার , যারা নিজেদের সবদিকে সর্বশ্রেষ্ঠ দাবী করে তাদের নিয়ে কোন প্রশ্ন করা যাবে না ? ইসলাম বিদ্বেষের criteria গুলি কি কি?

@ নতুন নকিব- ব্লগে পোস্ট দিবেন । আলোচনা সমালোচনা হবে। সবাই আপনাকে বাহবা দিবে এটা কখনো হবে না।

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৫

সনেট কবি বলেছেন: আপনি ভিন্ন কথা বলেন বিষয়টা আমি পজেটিভলি নিচ্ছি। গুতো খেলে মানুষ সাধারণত শক্ত হয়। আমি যা চিন্তা করছি সবাই যদি একই চিন্তা করত তাহলে সবতো আমার দলের হয়ে যেত। যেহেতু আমার চিন্তার উল্টো চিন্তা অধিকাংশ করে সেহেতু আপনার দলই এখন ভারি। আমি শুধু চাচ্চি নিজ দলের লোকগুলো যেন দল ছেড়ে না যায়। সে জন্য তাদেরকে বুঝাচ্ছি যে তোমরা যে দলে আছ তোমরা ঠিক দলেই আছ। কাজেই তোমাদের এ দল ত্যাগ করার কোন দরকার নেই। এখন এটাকেও যদি আপনারা দোষ মনে করেন তাহলে আমার আর কিছু বলার নাই। আমি মনে করি আত্মপক্ষ সমর্থন করার অধিকার সবার আছে।

৯| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৯

রাজীব নুর বলেছেন: যিনি নিজে সফল তিনি অাপনাকে সফল হওয়ার জন্য উৎসাহ দিবেন। বড় স্বপ্ন দেখাবেন। যার নিজের পায়ের নিচে মাটি নেই, সে তো অাপনাকে নেতিবাচক কথা বলবেই।

অাশে পাশে দু'ধরনের লোক অাছে। এক ধরনের লোক নিজে তার সর্বোচ্চ শক্তি দিয়ে অাওয়াজ দিতে চায়। দ্বিতীয় ধরনের লোকেরা অন্যের অাওয়াজ অনুকরন করে।

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৪

সনেট কবি বলেছেন: বেশ সুন্দর একটা মন্তব্য করেছেন। মন্তব্যে অবশ্য আমি নিজে খুব একটা ভাল নই।

১০| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১১

ডার্ক ম্যান বলেছেন: কয়েক বছর আগে এদেশে মুক্তমনা খেতাব পাওয়ার একশ্রেণীর ছাগু উঠে পড়ে লেগেছিল। তারা নানা ভাবে ইসলাম ধর্ম নিয়ে খোঁচা খুঁচি করা শুরু করেছিল। বর্তমানে এদের প্রাদুর্ভাব অনেক কমে এসেছে ।

১১| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৩:১৩

ভ্রমরের ডানা বলেছেন:




আপনি সনেট লেখে ব্লগারদের অনুপ্রাণিত করছেন এটা এক নান্দনিক মনের উদারচেতা প্রকাশ! আপনার সাফল্য কামনা করি কবি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.