নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আল-বারী

২৪ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০৫



(এক)

মহা উদ্ভাবনকারী আল-বারী তাঁর
উদ্ভাবন রূপায়িত সৃষ্টি অবারিত
ছড়িয়ে ছিঁটিয়ে দিয়ে অনন্য সজ্জিত
জগতে করেন চির নিজ মহিমায়।
দেহতে করেন তিনি প্রাণের সঞ্চার
যা গেলে থাকেনা দেহ।তার উদ্ভাবিত
মানব গঠন দেখ কেমন নির্মিত
উত্তম এমন নেই কারো ভাবনায়।

মানুষ দেখেনা তারে হলো সে কেমন?
সে কি নয় তবে কারো উদ্ভাবন বড়?
এমনি উত্তম কিছু হয় কি এমন?
হয়েছে উত্তম রূপে সব হয়ে জড়
এ ক্ষেত্রে শুধুই আছে আল-বারী নাম
যে সত্য স্বীকারে আছে উত্তম সুনাম।

(দুই)

আল-বারী

আল-বারী উদ্ভাবন করেন সকল
মানুষের ক্ষেত্রে যারা এ প্রচেষ্টা করে
আল্লাহ তাদের নেন সাফল্যেতে বরে
মাত্রাপূর্ণ প্রচেষ্টায় মিলে প্রতি দান।
আল্লাহ না দিলে চেষ্টা হয় অসফল
এ ক্ষেত্রে সাফল্য ঘর শূণ্যে যায় ভরে
অবশেষে ব্যার্থ লোক কষ্ট পেয়ে মরে
মিলেনা তাদের ভাগ্যে কোন অনুদান।

যে ক্ষেত্রে যেমন লাগে তেমন সাধনা
সাফল্য প্রাপ্তির ক্ষেত্রে প্রয়োজন হয়
এবার সে যেই হোক এ ছাড়া হবেনা।
বান্দাদের উদ্ভাবনে আল্লাহ যে রয়
আড়ালে সহায়তায়, তা' বুঝে যে বিজ্ঞ
সর্বক্ষেত্রে একাজেতে আল্লাহ অভিজ্ঞ।


বারিউ

বারিউ মুক্তির পথ মিলিয়ে দিলেন
দিয়ে আল ক্বোরআন অপার দয়ায়
এখন আমরা জানি বাঁচব কিভাবে
জাহান্নামের আজাব থেকে চিরস্থায়ী।
কে কি ভাবে জানে বুঝে অনুভব করে
বারিউ সব জানেন, ভুলেন না কিছু
পার মিলা তাঁর থেকে কঠিন ব্যাপার
ক্বোরআন বিস্তারিত বলেছে সে সব।

হে বারিউ হে বারিউ করছি জিকির
মৃত্যুর আজাব থেকে প্রথম বাঁচায়
তারপর মুক্তি চাই সকল বিপদে।
দয়ার সাগর তিনি কাঠিন্নে তেমন
ভিতির কারণ সেথা সকলের জন্য
হে বারিউ আমাদেরে মার্জনা করুন।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪১

স্রাঞ্জি সে বলেছেন:

কবিতায় ++

২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২২

সনেট কবি বলেছেন: প্রথম মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ আপনার নিরন্তর মঙ্গল করুন।

২| ২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৬

বিজন রয় বলেছেন: বারী মানে কি?

২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

সনেট কবি বলেছেন: এ বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে ৪ নং কমেন্টে। একটু সময় করে দেখে নেবেন প্রিয় কবি।

৩| ২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৮

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: অসাধারণ।

২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

সনেট কবি বলেছেন: ব্লগে সম্ভবত ইসলাম পন্থিদের সংখ্যা নেহায়েত কম। দেখা যায় মুসলমানী নাম কিন্তু কাজ পুরো উল্টা। আমি আল্লাহর নিরানব্বই নাম নিয়ে অন্য ফরমেটে নিরানব্বই সনেট লিখেছি। আরো নিরানব্বই সনেট লিখার চেষ্টা করছি। তবে ব্লগে এ সংক্রান্ত বিষয়ে পাঠকের মহাখরা দেখা যায়।

৪| ২৪ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৫

ডঃ এম এ আলী বলেছেন: সমাজতত্ব বিষয়ক একটি আন্তর্জাতিক সন্মেলনে অংশ গ্রহন শেষে বেশ অনেকদিন পর সামুতে বিচরণ করতে এসেই প্রথমে চোখে পড়ল এমন একটি মহিমামন্বিত কাব্যময় পোষ্ট । বেশ মনযোগের সাথে পড়লাম । মনে হলো একে করা যায় আরো দীর্ঘায়িত । যদিও আল বারী সম্পর্কে জ্ঞান আমার অতি সীমিত, তবু মনে হলো এই পোষ্টের কল্যানে সকলের সাথে এই গুরুত্বপুর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করে অনেকের কাছ হতে আরো অনেক গুতুত্বপুর্ণ কথামালা শুনে জ্ঞানের ভান্ডারকে করতে পারি সমৃদ্ধ ।
আল বারী মুলত সৃষ্টিকর্তা, প্রযোজক, শুন্য থেকেই সৃস্টিকারীর নামার্থক শব্দমালা ।

বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা নমুনা থেকে আল বারী নামের নিগুঢ় অর্থ বুঝার চেষ্টা যে কেও করতে পারি । নিখুতভাবে সৃস্টিকারী বুঝাতেই আল বারী । এই নামটি আল-খালিক নামেরই আলাদা আলাদা অর্থ বোধক বলে বলা হয়ে থাকে । নিন্মের তিনটি বিষয় থেকে একে বুঝার চেষ্টা করা যায় :
১. যিনি উপযুক্ত, সুশৃঙ্খল এবং সুন্দর ভাবে সৃষ্টি করেন যেমন ছাঁচ থেকে ঢালাই করা
উদাহরণ হিসাবে বলা যায় প্রতিটি গাছের পাতা, ফল, ফুল এবং আকার ভিন্ন; অতএব বিভিন্ন ধরনের গাছপালা, পাতা, ফুল ও ফলের সংখ্যা হিসাবে মাটিতে বিভিন্ন ধরনের মোল্ড থাকাটা ছিল আবশ্যক। এখন চিন্তার বিষয়, বিশ্বের কোটি কোটি জীবজগতের সংখ্যা হিসাবে প্রতিটির জন্য সংখ্যা হিসাবে পৃথক পৃথক মোল্ড থাকা আবশ্যক ছিল , এই দুরুহ কর্মটিকে আল বারী নামক সৃষ্টি কর্তা কি সুচারুভাবেই না তার অপুর্ব অভিনব সৃস্টি কর্ম দ্বারা সম্ভব করেছেন।

২. আল বারী যিনি প্রাণীদের পারস্পরিক সাদৃশ্যসম্পন্ন অঙ্গ তৈরি করেন
উদাহরণ হিসাবে বলা যায় মানব দেহে বিদ্যমান জিহ্বা ও মুখের মধ্যে রয়েছে কেমন সাদৃশ্য, মুখের ভিতর রয়েছে মুক্তোর মত সুন্দর দাঁতের সুসমন্বয়। যদি আমাদের দাঁতগুলি অতি দীর্ঘ এবং মুখের মধ্যে মাপসই না হতো তাহলে সকলকে কেমন দানবের মতই না দেখাত , আর , আমরা কতই না অসুবিধার সম্মুখীন হতাম । মুখের সাথে সুসমন্বিতভাবে দাঁত তৈরি করা হচ্ছে বারী নামেরই একটি উদ্ভাস।
আবার ভ্রু এবং চোখের মধ্যে সাদৃশ্য সাধনের ক্ষেত্রেও রয়েছে এই নামের মহাত্ব । ভ্রু চুলের মত অনেক লম্বা হয়ে বৃদ্ধি পায় না এবং তারা দৃষ্টিশক্তিকে রোধ করে না । ভ্রু যদি মাথার চুলের মত বেড়ে ওঠত তবে তা হয়ে যেত চোখের জন্য একটি মারাত্বক আবরণ । এ বিষয়টাও বারী নামের মহাত্ব বুঝাতে যথেষ্ট নয়কি ।

৩. মহাবিশ্বের সাধারণ সিস্টেম এবং তার উদ্দেশ্যর সঙ্গে সঙ্গতি রেখে সমস্ত প্রাণীর সৃষ্টি করেছেন যিনি তিনিই তো আল বারী
মহাবিশ্বের সিস্টেম এবং উদ্দেশ্যগুলির সাথে সমন্বিত করে প্রত্যেক প্রাণীর সৃষ্টি করা হয়েছে ।
উদাহরণস্বরূপ, মানুষের কথাই আবারো চিন্তা করা যাক, মহাবিশ্বের সিস্টেম এবং উদ্দেশ্য অনুযায়ী তার সমস্ত অঙ্গ তৈরি , তিনি সৃস্টি করেছেন চোখ যেন সে দেখতে পায় , কান যেন সে শুনতে পায় , সৃস্টি করেছেন এমন একটি নাক যা গন্ধ পায় , হাত যেন স্পর্শ করতে পারে এবং মুখ ও জিহ্বা যেন সে কথা বলতে পারে , সৃস্টি করেছেন ফুসফুস যেন তা বাতাস সন্চালিত করে প্রানের স্পন্দন জাগাতে পারে , সর্বোপরি সমস্ত অঙ্গগুলিই মহাবিশ্বের সিস্টেমের সাথে সঙ্গতিপূর্ণ । যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার এবং সিস্টেমের সাথে সম্পর্কিত, সমস্ত কিছুই তিনি মহাবিশ্বের সাথে সমন্বিত করে সৃষ্টি করেছেন। যার মালিক আমাদের মালিক, তিনি মহাবিশ্বের মালিক এবং তিনি আল বারী নামে উদ্ভাসিত।

জগতের সকল সৃষ্টিই মহাবিশ্বের উদ্দেশ্যের সাথে সুসমন্বিত । উদাহরণস্বরূপ বলা যায় এই জীব রাজ্যে জীবনের ধারা অব্যাহত রাখার উদ্দেশ্যে প্রতিটি গাছ ও ফুল বিশেষ উদ্দেশ্যে পরিবেশন করার পরিকল্পনায় নিয়োজিত । তারা বায়ুমন্ডলে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখার মতো বিশেষজ্ঞদের মত কাজ করে যাচ্ছে । একটি গাছ তার সারা জীবন অক্সিজেন উৎপাদন দ্বারা সে ভারসাম্য বজায় রাখে। যদি কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে বৃদ্ধি পায় তবে সব উদ্ভিদ তাদের শ্বাসের গতি বাড়ায়।
যদি কেও এই দাবি করে এ ব্যবস্থাকে যে প্রতিষ্ঠিত করেছে সে আল্লাহ নয় সে প্রকৃতি, তবে তাকে আমরা নীচের প্রশ্ন কটি জিজ্ঞাসা করতে পারি :
কিভাবে উদ্ভিদ কোন চেতনাসমৃদ্ধ রাসায়নিক প্রকৌশলীর মত কাজ করে?
পরিমাপের জন্য তারা কোন যন্ত্র ব্যবহার করে?
কেন জীবনের জন্য তাদের এত গুরুত্বপূর্ণ কনটিনিউটি ?
তাদের দেহে কার্বন ডাই অক্সাইডকে অক্সিজেন রূপান্তরের যন্ত্রটি কে স্থাপন করেছিল?

মানুষের অঙ্গগুলি মহাবিশ্বের সিস্টেমের সাথে সঙ্গতিপূর্ণ এবং এই ক্ষেত্রের উদ্দেশ্য সঙ্গে ফুল এবং উদ্ভিদের সম্পর্ক আছে তা দেখার পরে আমরা মৌমাছি, প্রজাপতি, পাখি, মাছ এবং অন্যান্য জীবিত এবং অজীবিতদের কথাও ভাবতে পারি । সবজায়গাতেই দেখি মহাবিশ্বের সিস্টেমের সাথে তারা সঙ্গতিপূর্ণ। এখানেই বারী নামের স্বার্থকতা ।
এ বিষয়টি নিয়ে সুবিশাল একটি পোষ্ট দেয়া যায় । ধন্যবাদ এমন গুরুত্বপুর্ণ ও মহাত্বময় একটি সুবিশাল বিষয়কে অতি সংক্ষিপ্তভাবে সুন্দর কাব্যিক ছন্দে আমাদের সামনে তুলে ধরার জন্য ।

এটি প্রিয়তে গেল ।

শুভ কামনা রইল ।

২৪ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

সনেট কবি বলেছেন: মহোদয় খুব সুন্দর লিখেছেন। এ বিষয়ে যাদের জানার আগ্রহ রয়েছে আশা করি তারা এতে বিষয়ে অনেক কিছু জানতে পারবে। আল্লাহ আপনার ইহকালিন ও পরকালিন মঙ্গল করুন।

৫| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৯

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: প্রিয় কবি ভাই। আপনার সাথে একমত, যে ব্লগে ইসলাম বিষয়ক পোস্টের পাঠকের সংখ্যা নেহায়েত কম। কিন্তু একজন হোক আর দুইজন হোক কেউ না কেউ তো পড়ছেই ঠিক না? পাঠকের দিকে না তাকিয়ে প্লিজ চালিয়ে যান। আমার রিকোয়েস্ট। পাঠক সংখ্যা না বাড়ুক, আপনার তো সওয়াব হবে ঠিক না। দয়া করে যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপদেশমূলক হাদিসের ওপর সনেট লিখতেন, তাহলে আমার বেশ ভালো লাগত।

২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৮

সনেট কবি বলেছেন: যা বলেছেন ভাল বলেছেন। দেখি কি করা যায়।

৬| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১০

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: তবে আজ কিন্তু আপনার ইসলাম বিষয়ক লেখা আলোচিত ব্লগ এ স্থান পেয়েছে। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই ভাই।

২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪০

সনেট কবি বলেছেন: ব্লগে ইসলাম ও মুসলীম কোন ঠাঁসা অবস্থায় আছে।

৭| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৭

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ কবি

২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪১

সনেট কবি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ প্রিয় কবি।

৮| ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০১

রাজীব নুর বলেছেন: গ্রেট।

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০০

সনেট কবি বলেছেন: সামান্য চেষ্টা আর কি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.