নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আল-মুসাব্বির

২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৮



আল-মুসাব্বির হয়ে মহারূপদাতা
নিরিবিলি গড়ছেন তাসবির সব
ভরপুর বৈচিত্রের নিরব সরব
আকৃতি সকল মনে প্রশান্তি ছড়ায়।
পোকা-মাকড় পতঙ্গ তরুলতা পাতা
পশু-পাখি ফুল-ফল করে অনুভব
হৃদয়ে বিস্ময় কত হয় যে উদ্ভব
মনদল সে রূপেতে আবেশে জড়ায়।

পরিবর্তীত রূপের হাজার হাজার
সৃষ্টিতে বুলিয়ে চোখ অন্তর আকূল
তোমায় স্মরণ করে।দেখি বার বার
নিরব প্রকৃতি মাঝে কিশোভা নির্মল!
হে আল-মুসাব্বির এ হৃদয়ের বাঁক
আপনার সৃষ্টি রূপে নিরন্ত অবাক।


মুছাব্বিরু

আকৃতি গঠনকারী মুছাব্বিরু হয়ে
জগতের সবকিছু সৃষ্টি করেছেন
ভিন্ন ভিন্ন আকৃতিতে নানান বৈচিত্রে
আলাদা রকমে যেন সব চেনা যায়।
শত শত কোটি সব মানুষের মাঝে
আলাদা করার মতো ভিন্নতা রয়েছে
প্রত্যেকে আলাদা করে চেনা যায় তাতে
নতুবা দন্ডের ক্ষেত্রে অসুবিধা হতো।

প্রজাতি রয়েছে তার আঠার হাজার
প্রত্যেক প্রজাতি আছে কত রকমেতে
তাতেও আবার আছে আলাদা রকম।
এমন আকৃতি দাতা মহাবিস্ময়ের
দেখে দেখে দু’চোখের পাতা পড়েনাতো
কুতজ্ঞ মস্তক তাতে অবনত হয়।

মন্তব্য ২১ টি রেটিং +৫/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বাহ! দারুন সনেট।

২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৬

সনেট কবি বলেছেন: প্রথম মন্তব্যে অনেক ধন্যবাদ।

২| ২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৩

বাকপ্রবাস বলেছেন: খুব সুন্দর। আপনার সনেট দেখে আমারও লিখতে ইচ্ছে করছে

২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৮

সনেট কবি বলেছেন: সনেট লেখার চিন্তা দারুণ চিন্তা। চেষ্টা করলে হয়ত সাফল্য আসবে। অবশ্য এর মধ্যে একটা পোষ্ট দিয়েছেন এবং আমি তাতে মন্তব্য করেছি।

৩| ২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৯

সিগন্যাস বলেছেন: ইসলামি গল্প লিখুন । মুসা নবীর সাগর দুভাগ করার কাহিনী,ঈসরায়েলিদের উপর আল্লাহর গজব কত কিছুই তো আছে । আপনি যদি সেইসব লিখেন তাহলে সবাই নতুনভাবে নিজেদের ইতিহাস জানতে পারবে । ইসলামী উপ্যাখান এখন বিলুপ্তির পথে।

২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫২

সনেট কবি বলেছেন: বলেছেন যখন চিন্তায় রাখলাম। দেখি কেমন কি করতে পারি।

৪| ২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সব বিষয়ে সনেট লেখার দক্ষতায় আরেকটা দিক ফুটে ওঠে- তা হলো বিচিত্র বিষয়ে আপনার জ্ঞানের সমৃদ্ধি। ক্রমেই আপনার লেখাগুলো আগের লেখা থেকে সাবলীল হচ্ছে। দুর্দমনীয় আপনি। অপ্রতিরোধ্য।

শুভেচ্ছা রইল।

২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৪

সনেট কবি বলেছেন: আপনার কাছ থেকেও আমি সনেটের অনেক কিছু শিখেছি। বাংলা সাহিত্য সমৃদ্ধ করণে আপনার অবদান অনন্য।

৫| ২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০০

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সব বিষয়ে সনেট লেখার দক্ষতায় আরেকটা দিক ফুটে ওঠে- তা হলো বিচিত্র বিষয়ে আপনার জ্ঞানের সমৃদ্ধি। ক্রমেই আপনার লেখাগুলো আগের লেখা থেকে সাবলীল হচ্ছে। দুর্দমনীয় আপনি। অপ্রতিরোধ্য।
সম্পূর্ণ একমত।

২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৫

সনেট কবি বলেছেন: ভাল কিছু করার চেষ্টা করছি। মাতৃ ভাষার গৌরব বাড়াতে পারলে ধন্য হব।

৬| ২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় কবিভাই,

আপনার সুন্দর প্রচেষ্টাকে সার্থক অনুসরণ করছেন প্রিয় বাকপ্রবাসভাই। ব্লগ এখন চাঁদের হাট। আমরা বরং চন্দ্রের আলোকে আলোকিত হব।

শুভেচ্ছা অফুরান।

২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৯

সনেট কবি বলেছেন: তিনি ভাল কবিতা লেখেন। এখন সনেট লেখাতেও উদৌগি হয়েছেন। এটা খুব ভাল দিক।

৭| ২৫ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৩

সূচরিতা সেন বলেছেন: খুব ভালো লাগল।

২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ।

৮| ২৫ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৮

নতুন নকিব বলেছেন:



সুন্দর সনেট। লাইক দিলাম।

২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি।

৯| ২৫ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৩

বাকপ্রবাস বলেছেন: এবার একটু দেখে দিয়েন মুরুব্বি
=======================
দাও আলো আয়ু প্রাণ তৃষ্ণা সিক্ত বৃষ্টি
দমেদমে বেঁচে থাকা তোমারই দান
দু'নয়ন মেলে দেখি জুড়ায় এ প্রাণ
ছড়ায়ে আছে জাহান বিস্ময় অপার ।
মুগ্ধতায় অপলক পুলকিত দৃষ্টি
ঋতু ভেদে বৈচিত্রতা ফুলেরই ঘ্রাণ
এ মধুসুর ব্যঞ্জনা তোমারই ত্রাণ
কৃতঘ্নে দাওগো ভরে অর্ণব ত্রপার।

জীবন ফুরায়ে যাবে হবেনাতো শেষ
তোমারই গুণগানে নিবিষ্ট ভুবন
নিঃশ্বাস ফুরায় তবু থেকে যায় রেশ
আলেয়ার পিছু মিছে ধাবিত যৌবন।
পার যদি ক্ষমা কর অভাগা এ জনে
পাপ নুহ্য মনে নত সম্মুখ আসনে।

২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

সনেট কবি বলেছেন: এবার ঠিক আছে।

১০| ২৫ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৬

চাঁদগাজী বলেছেন:


সিগন্যাস বলেছেন, " ইসলামি গল্প লিখুন । মুসা নবীর সাগর দুভাগ করার কাহিনী,ঈসরায়েলিদের উপর আল্লাহর গজব কত কিছুই তো আছে । "

-ইসরায়েলীদের উপর আল্লার গজব? কখন, কিভাবে?

২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

সনেট কবি বলেছেন: গল্পের প্রস্তব মন্দ নয়। কিন্তু ধর্ম আর ধর্মহীনতা নিয়েই আমার কৌতুহল বেশী। আমি আল্লাহর ৯৯ নাম নিয়ে ৯৯ সনেট লিখে ছিলাম। কিন্তু এ ক্ষেত্রে যে রেফারেন্স বই আমি অনুসরন করে ছিলাম সেটা পরে আমার কাছে দূর্বল মনে হয়েছে। এখন একটা বই পেয়েছি সেটা সবল মনে হচ্ছে। সেজন্য এ বই অনুপাতে আবার ৯৯টা সনেট না লিখে শান্তি পাচ্ছিনা। আবার আমার শরীরের কন্ডিশন এমন যে মনে হয় যে কোন সময় চলে যেতে পারি। পাঠক গল্পতে আগ্রহ পেলেও আমি তেমন আগ্রহ পাচ্ছিনা। মানব মনের জমানো প্রশ্ন গুলোর উত্তর খুঁজে সে গুলো উপস্থাপনে আমি স্বাচ্ছন্দ বোধ করি। এ ক্ষেত্রে দেখছি কিছু মানুষ খুব অশালিন কথা বলে। মানুষ সভ্যতা ছেড়ে অসভ্যতায় যাত্রা করছে।

১১| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৬

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী আপনার প্রতিভায় আমি মুগ্ধ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.