নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আল-গাফফার

২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪১



(এক)

মহাক্ষমাশীল হয়ে আল গাফফার
ক্রোধেরে বদল করে অপার ক্ষমায়
সে জন্য শাস্তিতে লোকে অবকাশ পায়
হয়না পাপেতে কারো তড়িৎ বিচার।
ছাড়া বুঝি পেয়ে গেল ভাবে দূরাচার
আচ্ছন্ন তাদের মন ভুলের ধোঁয়ায়
খুশীহয়ে তারা আরো কূ-কাজে জড়ায়
এমনটা সমাজের দেখি সমাচার।

কূ-কথা কূ-কাজ চলে রাত দিন কত
প্রভুর ক্ষমায় তবু টিকে আছে সব
নতুবা সৃষ্টির সব শেষ হয়ে যেত।
মানুষ করেনা মনে সত্য অনুভব
সেজন্য পাপের পথে থাকে অবিচল
অথচ ক্ষমার শেষে রয়েছে অনল।

(দুই)

আল-গাফফার

আল-গাফফার প্রভু মহাক্ষমাশীল
ইসলাম গ্রহণেতে সব ক্ষমা হয়
ইসলাম না হলেই আর ক্ষমা নয়
তবে ভাল লোকদের শাস্তি কম হবে।
ভাবনায় যারা হয় নিতান্ত শিথীল
মনোযোগ নেই যার আল্লাহ চিন্তায়
আসেনা সে সব লোক ক্ষমা আওতায়
ক্ষমা পেতে ক্ষমাশীল থাকে অনুভবে।

ক্ষমায় যেথায় মিলে অনন্ত জান্নাত
এমনিতে উহা করো ভাগ্যে মিলবেনা
সাধনায় মিলে যায় প্রভুর নাজাত।
প্রভুর পথেই যারা কভু চলবেনা
কি দায় প্রভুর আছে চিন্তায় তাদের?
প্রভুই থাকেনা কভু অন্তরে যাদের!

গাফফারু

গাফফারু ক্ষমাকারী পাপী তাপী সবে
যারে মন চায় তারে ক্ষমাকরে দেন
এ কাজে পারেনা হতে কেউ কোন বাধা
তিনি যারে চাইবেন করবেন ক্ষমা।
শিরকের পাপ ছাড়া সব পাপ মাপ
তওবায় পেতেপারে বান্দাদের সবে
বান্দার মনের এযে শান্তনা বিরাট
পাফফারু রয়েছেন ক্ষমার নিমিত্তে।

ক্ষমার ব্যবস্থা যদি না থাকতো কারো
তবে তার হতাশার সমাপ্তি হতোনা
অন্তর পোড়ায়ে তারে করতো যে কাবু।
অথচ এখন আছে ভরসা অন্তরে
ক্ষমার আশ্বাস আছে পাপীর বেলায়
মিলবে তাতেই ফের মুক্তির ঠিকানা।


মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৭

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: অনেক ভালো লাগলো কবি ভাই।

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৮

সনেট কবি বলেছেন: প্রথম মন্তব্যে অনেক ধন্যবাদ।

২| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২৫

বাকপ্রবাস বলেছেন: খুব সুন্দর হয়েছে। সনেটকে পান্তা ভাত বানায় ফেলেছেন, অথচ লিখতে গেলে বুঝা যায় কতো কঠিন। চলতে থাকুন সনেট ট্রেন।

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৭

সনেট কবি বলেছেন: দেশ জাতির গৌরব বৃদ্ধির একটা তাড়না ছিল। যদি স্বীকৃতি মিলে!

৩| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৫

রাজীব নুর বলেছেন: বাকপ্রবাস বলেছেন: খুব সুন্দর হয়েছে। সনেটকে পান্তা ভাত বানায় ফেলেছেন, অথচ লিখতে গেলে বুঝা যায় কতো কঠিন। চলতে থাকুন সনেট ট্রেন।


সহমত।

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৮

সনেট কবি বলেছেন: দোয় করবেন সবার জন্য যেন কিছু করতে পারি।

৪| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৯

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: সনেট ভাই পারেন ও বটে?

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫১

সনেট কবি বলেছেন: দোয় করবেন যেন এগিয়ে যেতে পারি।

৫| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫৩

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ফি আমানিল্লাহ।আমার জন্যও দোয়া করবেন।

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১২:২৮

সনেট কবি বলেছেন: আপনার ব্লগবাড়ি ঘুরে আসলাম।

৬| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১২:১৮

ব্লগ সার্চম্যান বলেছেন: আল্লাহু সকলকে ভালো রাখুন। ভালো লাগল।

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১২:২৯

সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ। আল্লাহ আপনার মঙ্গল করুন।

৭| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:




আল্লাহ্‌ মেহেরবান!! তার মহিমা অফুরান...

২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৩

সনেট কবি বলেছেন: আল্লাহর মহিমা অন্তহীন।

৮| ২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৬

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: অনেক ভালো লাগলো

২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫২

সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.