নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার বিচার মানি তালগাছ আমার

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১০



ব্লগার ‘বিচার মানি তালগাছ (ভাগে)
আমার’ দিয়ে দিবেন শালিসের সবে
এমন চেতনা জাগে কারো অনুভবে,
নিকে তা’ বুঝান তিনি বাস্তব চিন্তায়।
মানুষ নিজের ভাগ চায় পুরোভাগে
পরের চিন্তায় আর কে থেকেছে কবে?
সে সকল আজকাল পড়ে থাক তবে
লুন্ঠন নিবৃত নয় পরের নিন্দায়।

আমরা এখানে আছি দিনকাল চলে
খুঁড়িয়ে খুঁড়িয়ে খুব। অনুভূতি আর
করেনা এখন কাজ, হতাশার দলে।
তালগাছ লয়ে চলে ঝগড়া দূর্বার,
দিশেহারা মানুষের ভাল নেই মতি
হেথায় শুধুই আছে সুকথন অতি।

ব্লগার বিচার মানি তালগাছ আমার

মন্তব্য ৪৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৯

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: সুন্দর লিখেছেন সনেট কবি ভাই।

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩১

সনেট কবি বলেছেন: তাঁর নামটা সনেটে মিলাতে পারছিলাম না। আজ কেমন যেন মিলে গেল!

২| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন: বিচার মানি তালগাছ আমার, এই বিচিত্র তালগাছ ভাইকে আমার বেশ পছন্দ, তালগাছ একপায়ে দাড়িয়ে কবিতার তালগাছ ।

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৮

সনেট কবি বলেছেন: তিনি একজন সক্রিয় ব্লগার।

৩| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: তালগাছি ভায়াকে আমার ভালোই লাগে। তিনি বিচক্ষণ ও সহনশীল লেখক।


ভাবছি উনার তালগাছে ভাগ বসাবো...;)

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৩

সনেট কবি বলেছেন: একদম ঠিক বলেছেন। একটা তালগাছ একলা একজনকে নিতে দেওয়া ঠিক নয়।

৪| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫৫

কৃষ্ণ কমল দাস বলেছেন: আমার খুব ভালো লাগছে.......

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৫

সনেট কবি বলেছেন: ভাললাগার জন্য অনেক ধন্যবাদ।

৫| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৮

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: সুন্দর কবিতা সনেট ভাই।

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৬

সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ জনাব।

৬| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দিশেহারা মানুষের ভালো নেই মতি- ঠিক।

সনেট খুব ভালো লিখেছেন ফরিদ ভাই।

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৮

সনেট কবি বলেছেন: দোয়া করবেন যেন স্বীকৃতি দাতাদের কারো নজরে পড়ি। আজো ঘরের জন অভিযোগ করেছে এর থেকে আমার কোন রিটার্ণ নেই বলে।

৭| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেষ মেষ দিয়েই দিলেন! সম্মানিত বোধ করছি। ধন্যবাদ।

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৫

সনেট কবি বলেছেন: আপনার নাম কিছুতেই সনেটে মিলাতে পারছিলাম না। অবশেষে আজ মিলাতে পারলাম বলে মনে বেশ হালকা বোধ হচ্ছে।

৮| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আজো ঘরের জন অভিযোগ করেছে এর থেকে আমার কোন রিটার্ণ নেই বলে। তাঁহার বেরুদ্ধে তেব্র নেন্দা গেপন করিতেছি। স্বীকৃতি আদায়ের জন্য শীঘ্রই মানব বন্ধনের ডাক সময়ের দাবি

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৬

সনেট কবি বলেছেন: যাক তবু কিছু আশারবাণী শুনাগেল।

৯| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম। এত দেরী হওয়ার কারণটা ধরতে পারছিলাম না। যেখানে একদম নতুন নিকেরও আপনি সনেট লিখেছেন...

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫৩

সনেট কবি বলেছেন: বিলম্বের মূল কারণ ছিল মিলাতে না পারা। কারণ চৌদ্দের কম-বেশী অক্ষরেরতো সুযোগ নেই।

১০| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১২:২১

ব্লগ সার্চম্যান বলেছেন: খুব ভালো লাগে আপনার সনেট পর্বগুলো।

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১২:২৭

সনেট কবি বলেছেন: ব্লগারদের নিয়ে লিখি আন্তরিকতা থেকে। অনেকের সাথে হয়ত মতে মিলেনা সে ক্ষেত্রে লিখি ভিন্নমতে সম্মান জানাতে।

১১| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১:১১

বাকপ্রবাস বলেছেন: বিচার মানি, সনেট সুন্দর হয়েছে

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৬

সনেট কবি বলেছেন: তবে তালগাছ কিন্তু তাঁর।

১২| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ২:০৮

চাঁদগাজী বলেছেন:



সনেট নিশ্চয়ই উনাকে উৎসাহিত করবে; উনি মডারেট ও মনোযোগী ব্লগার; রাজনীতি নিয়ে লিখছেন, উনার সফলতা কামনা করছি।

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৭

সনেট কবি বলেছেন: তাঁর রাজনৈতিক আলোচনা ভালই লাগে।

১৩| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:১৯

রাজীব নুর বলেছেন: আপনার জন্য অনেক শুভ কামনা।

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৮

সনেট কবি বলেছেন: ধন্যবাদ জানবেন।

১৪| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৮

সূচরিতা সেন বলেছেন: আপনি দেখছি কাউকেই বাদ দিচ্ছেন না আপনার সনেট থেকে।

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৯

সনেট কবি বলেছেন: সনেট যখন লিখতেই পারি তখন ব্লগারদের নিয়ে লিখলে ক্ষতি কি?

১৫| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩১

সাইন বোর্ড বলেছেন: সুন্দর ভাবনার প্রতিফলন ঘটেছে কবিতায় ।

২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০২

সনেট কবি বলেছেন: ভাবনার রূপায়ন করতে যথেষ্ট চেষ্টা করেছি।

১৬| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫১

নূর আলম হিরণ বলেছেন: ভালো মিলিয়েছেন সনেট। শুভ কামনা দুই জনের জন্যেই।

২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৩

সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।

১৭| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩০

নতুন নকিব বলেছেন:



তিনি সুন্দর মনের একজন ব্যক্তি। তাকে নিয়ে সনেট লেখায় সনেট কবিকে ধন্যবাদ। তার জন্যও শুভকামনা।

২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৯

সনেট কবি বলেছেন: তাঁর সম্পর্কে আপনার মূল্যায়ন সঠিক বলেই মনে হয়।

১৮| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: আহা ! তালগাছভাইকে নিয়ে দারুণ সনেট। ++

অভিনন্দন তালগাছভাইকে। কবিকে ধন্যবাদ।


উভয়ের উদ্দেশ্যে রইল শুভেচ্ছা।

২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৮

সনেট কবি বলেছেন: অনেক দিন পর অনেক কষ্টে তালগাছে উঠেছি। দোয়া করবেন যেন পড়ে না যাই।

১৯| ২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

তারেক ফাহিম বলেছেন: তালগাছের গোড়াটা ওনার আর ডগাটি আমার হলে কেমন হবে?

উনি খুব বিচক্ষন ব্লগার।

সনেটে ভালোলাগা প্রিয়।

২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১০

সনেট কবি বলেছেন: খুব ভাল হবে। তাহলে দু’জন ডগায় বসে গল্প করা যাবে।

২০| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২৭

তারেক_মাহমুদ বলেছেন: বিচার মানি একটি জনপ্রিয় নিক, মন্তব্য ও লেখনিতে বেশ ক্ষুরধার। আপদের দুজনের জন্য শুভ কামনা।

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩০

সনেট কবি বলেছেন: বাস্তবেই তিনি খুব ভাল লেখক।

২১| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১:১৫

বলেছেন: চমৎকার লিখেছেন শ্রদ্ধেয়

২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৬

সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি।

২২| ২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০০

চাডেরনুর বলেছেন: আপনার সনেট ডেলিভারি দেওনের ক্ষমতা তো সত্যি অভূতপূর্ব । এক দিনে চারচাট্টে !!

২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২২

সনেট কবি বলেছেন: সনেট লেখা আসলেই কষ্টকর।

২৩| ৩০ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৭

চাডেরনুর বলেছেন: সনেট আঙ্কেল, আপনাকে জেনারেল করল কেন ? কন্ট্রাসেপ্টিভ না নেবার কারণে ? :P

৩০ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪১

সনেট কবি বলেছেন: তসলিমাকে নিয়ে লেখা সনেট যেন কিছুতেই প্রথম পাতায় আসতে না পারে। সেজন্যই মনে হয় তারা এটা করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.