নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আল-কাহহার

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০১



পরম কঠোর তিনি আল কাহহার
হাসরের বিচারিক আসন নিবেন
বকেয়া পাওনা সব বুঝিয়ে দিবেন
পাপিকে সে দিন তিনি, নিখুঁত হিসেবে।
অবিশ্বাস হয়ে যাবে সে দিন অসার
তাদের সবার হবে লুপ্তপ্রায় জ্ঞান
ভেঙ্গে যাবে অহেতুক কল্পনার ধ্যান
ফেরেশতারা তাদের জাহান্নামে নিবে।

অপরাধে শাস্তিদানে দয়াময় নয়
আল-কাহহার কভু।কত মজলুম
জানে পাপী শাস্তিপাবে একান্ত নিশ্চয়।
এখন পাপীর মাঝে আনন্দের ধুম
অবশেষে কাহহার টুটি চেপে চেপে
তাদের দিবেন শাস্তি পাপ মেপে মেপে।

ক্বাহহারু

ক্বাহ্হারুর কঠোর, শাস্তি বিধানেতে
জালিমের দল ধরা খাবে পরকালে
পালাবার পথ সেথা পাবেনা সে সব
হাতে হাতে পাবে তারা জুলুমের ফল।
মজলুম সুবিচারে মন শান্তি হয়ে
আল্লাহর গুণগান গাইবে আনন্দে
জান্নাতের সুখরাজ্যে বসবাসে তারা
দেখবে জালিম সব পোড়ে জাহান্নামে।

সুবিচারে ক্বাহ্হারু করুণার বসে
ছেড়ে নাহি দিয়ে কোন জালিম বজ্জাতে
মজলুমদের মনে দিবেননা কষ্ট।
জালিমের দল সব হও সাবধান
জুলুমের থেকে নাও দু’হাত গুটিয়ে
নতুবা মিলবে পরে সুকঠিন শাস্তি।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৪

স্রাঞ্জি সে বলেছেন:

বর্তমান পরিবেশ টা এমন যে। পাপ ছাড়া ওয়ে নাই।

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৮

সনেট কবি বলেছেন: আর এখানে পাপীর কদর খুব বেশী। তবে এটা স্বাভাবিক। কারণ যেহেতু পাপীর সেকাল নেই কাজেই একালও না পেলে কেমন হয়? এজন্য পাপীকে কেউ কিছু বললে জ্ঞানবানদের কষ্ট হয়। প্রীশু নিয়েন। আপনার প্রীশু নিয়ে কবিতা লেখার কথাছিল। ভুলেগেছি। এখন মুড অফ আছে। মুড ভাল হলে আর মনে থাকলে হয়ত লিখব। ভাল থাকবেন। শুভেচ্ছা নিরন্তর।

২| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০২

বলেছেন: আল কাহহার----বেশি পরিমাণে এ জিকির করলে দুনিয়ার মহব্বত দূর হয়। সৃষ্টজীবের ভয় মন থেকে উঠে যায় এবং দুশমনের ওপর প্রবলতা লাভ হয়।

আমরাও বিশ্বাস করি যে, মনের প্রশান্তি, দুঃখ নিবারণকারী ও রোগের উপশমকারী এবং দুশ্চিন্তার বিপদ থেকে মুক্তির একমাত্র মহৌষধ আল্লাহর জিকির।

আসাধারণ লেখা

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫২

সনেট কবি বলেছেন: একদম ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.