নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আল-ওয়াহহাব

৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৭



আল-ওয়াহহাবের মহাদানশীল
গুণেতে সমৃদ্ধ হলো সৃষ্টি অবারিত
সমগ্র জগৎ যাতে হয় বিকসিত
যে দিকে তাকা্ই দেখি কি চমৎকার!
তাঁর মহাদানে আছে সকল সামিল
যেথায় যা প্রয়োজন।সুদৃশ্য অমৃত
পরিপাটি সুন্দরের দেখে অবিরত
মন এর কৃতজ্ঞতা করে যে স্বীকার।

অন্তর আকুল করা প্রকৃতি শোভায়
পৃথিবীর প্রাণীকূল বেঁচে থাকে সব
মনভরে দক্ষিণের ফুরফুরে বায়
আল-ওয়াহহাবেরে করে অনুভব।
যত আছে সুখকর দান অফুরান
সব কিছু দিয়েছেন সে প্রভু মহান।


ওয়াহ্হাবু

ওয়াহ্হাবু হলেন পুরস্কার দানকারী,
সবকিছু দানকরী ও স্থাপনকারী
যার পুরস্কার পেয়ে আনন্দে সবার
মনেতে স্থাপিত হবে অনিবার সুখ।
সবকিছু দানকারী করেন না তিনি
বারণ না দিতে তাঁর কোন অনুগ্রহ
অবারিত আছে তাই প্রকৃতির মাঝে
অফুরন্ত নেয়ামত খুশিমত পেতে।

এমন অনেক দাতা দেয়না সকল
বলেন, যাবে না দেয়া এসব এসব
ঐ নিয়ে বিদায় হও থাকতে সময়।
অথচ ওয়াহ্হাবু ননতো এমন
ইচ্ছেমত মিলে তাঁর সামগ্রী সকল
মন খুশী হয় তাতে শান্তির সুধায়।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় কবিভাই,

আপনাকে গতদুদিন প্রথম পেজে দেখছিনা। আবার তসলিমার উপর পোস্টটিও দেখলাম নেই। কী হয়েছে? বড় দুশ্চিন্তায় আছি।

৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১৬

সনেট কবি বলেছেন: আমি সেই পোষ্টে কি এমন লিখেছি? অথচ এর জন্য আমাকে জেনারেল করে দিল! মডু নাকি ব্যক্তি আক্রমনের গন্ধ পেয়েছে। মডুর ক্ষমতা না মেনে উপায় নেই। এখন আপনারা নিজে এসে আমার পোষ্ট না পড়ে গেলে উপায় নেই। অবশ্য অতীতে ব্লগাররা আমার এমন বিপদে আমার পাশে ছিল। সেজন্য দেখাগেছে প্রথম পাতার পোষ্টের চেয়ে আমার জমে থাকা পোষ্টের পারফরমেন্স ভাল ছিল।
যাক অসময়ের বন্ধুই বড় বন্ধু।
বিঃদ্রঃ সে পোষ্ট তারা মুছে দিয়েছে। অথচ তাতে ব্লগারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত। আমি তসলিমা সম্পর্কে একটা কবিতা লিখতে চেয়েছি। সে জন্য জানতে চেয়েছি সে আসলে কি? এখন মডু আমাকে জেনারেলের আসনে বসিয়ে বুঝিয়ে দিয়েছে সে আসলে কি? আমার আগের আইডিটা জেনারেল করে আর সেফ করেনি। এটাও তেমন হলে। এখানে আমার ব্লগিং এভাবেই চলবে। কি আর করা।
সামুতে নবি (সাঃ) কোন ব্যক্তি নন। তাঁকে আক্রমন করে কথা বললে সেটা ব্যক্তি আক্রমন হয়না। আপনারা সেটা দেখেছেন। এখন সামুর ব্লগে তাদের বিচার ও দন্ডতো না মেনে উপায় নেই।

২| ৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: আল - ওয়াহহাব সনেটটি ভালো হয়েছে। +++

শুভেচ্ছা নিয়েন ।

৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১৭

সনেট কবি বলেছেন: পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ চৌধুরি ভাই।

৩| ৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আল্লাহ আমাদের উনার এই রঙে রঞ্জিত হওয়ার তওফিক দান করুন।

৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১৯

সনেট কবি বলেছেন: পুরনো সাথীকে অনেক দিন পর পাশে পেয়ে ভাল লাগছে। আল্লাহ আপনার মঙ্গল করুন।

৪| ৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:২৬

শাহরিয়ার কবীর বলেছেন:

ভালো লাগলো+

৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:২৯

সনেট কবি বলেছেন: আপনাকে হারিয়ে ফেলে ছিলাম। এখন দৃঢ়তার সাথে বলছি, আপনাকে হারালে ব্লগারদের চলবে না। কারণ আপনার কবিতার স্বাদ ভিন্ন রকমের।

৫| ৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২১

পদাতিক চৌধুরি বলেছেন: একটু ব্যস্ত ছিলাম শ্রদ্ধেয় কবিভাই। এখন বিষয়টা দেখে প্রচন্ড খারাপ লাগছে। ঠিক বলে বোঝাতে পারবোনা মনের হাহাকারটা । ব্লগে কত তুচ্ছাতিতুচ্ছ ব্যাপারে মাঝে মাঝে ক্যাচাল হয়, সেখানে ওরা এমন একটি সিদ্ধান্ত নিল। যাক, কী আর করা যাবে। ওদের সিদ্ধান্তকে আমারা মেনে নিতে বাধ্য। আপনি এসময়ে আপনার ডায়েরি লিখে ভর্ত্তি করুণ । মাননীয় মডুরা আবার যখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন, সেদিন আমরা আবার না হয় প্রথম পাতায় পড়বো। ততদিন আমি কথা দিচ্ছি দিনে একবার এব্লগে ঘুরে যাবো।

জীবনে কোনও কোনও সময় চলার ছন্দটি ব্যাহত হয়, কমে আসে গতি। একটু সময় নিয়ে ঠান্ডা মাথায় থাকুন। এটাও একটা পরীক্ষা । আপনি বিষয়টা ভালো জানেন, আল্লাহপাক সবর করার কথা বলেছেন। সবকিছু ঠিক হয়ে যাবে।

অন্তরের বিনম্র শ্রদ্ধা আপনাকে।


৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৭

সনেট কবি বলেছেন: ওরা আমার আগের আই ডি টা জেনারেল করে আজ অবদি সেফ করার প্রয়োজন মনে করেনি। সে জন্যই হতাশ। ওরা মহানবিকে (সাঃ) কোন ব্যক্তি মনে করেনা এটাই আমার নিকট বিস্ময়কর মনে হয়!

৬| ৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: প্লীজ হতাশ হবেন না। আপনার গতকালের পোস্টটিকে মনে করুন । বাকি সবই সেখানে তুচ্ছ। সাময়িক ভালো লাগা আরকি।

৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৮

সনেট কবি বলেছেন: সামান্য কারণে এমন করায় বেশী দুঃখ পেলাম।

৭| ৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: বাড়িতে আমার ভাইপো বা ভাইঝি যদি পড়াশোনায় একটু বাঁধা পায়, তাহলে আপনার কাজ নয়কি তাঁদের পাশে দাঁড়িয়ে সামনে চলার মন্ত্র যোগানো। মন হালকা করুন। আমরা আপনার পাশে আছি। সব ঠিক হয়ে য়াবে।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫

সনেট কবি বলেছেন: ঠিক বেঠিক বুঝিনা। ভাবছি দ্রুত একটা বইয়ের কাজ করে ফেলব। আল-আসমাউল হুসনা হয়ে গেলে সনেট কাব্যে বাংলা নামে উভয় বাংলার বিভিন্ন বিষয় নিয়ে আরেকটা কাব্য করব ভাবছি। দু’টি বই বের করে ভয় অনেকটা কেটেছে।

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা। খুব ভালো প্রচেষ্টা । আল্লাহপাক সহায় হবেন। দুটি বই আলহামদুলিল্লাহ হয়ে গেছে। সামনের লক্ষ্যেও ঠিক ঠাক পৌঁছাবেন আশাকরি । আমরাও আপনার পাশে আছি।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭

সনেট কবি বলেছেন: কেউনা কেউ তো পাশে থাকা খুব জরুরী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.