নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আর-রাজ্জাক

৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৬



(এক)

আর-রাজ্জাক পরম জীবিকাদাতার
আসনে আসিন থেকে সৃষ্টির জীবন
বাঁচান জীবিকা দিয়ে ঠেঁকাতে মরন
ব্যবস্থা করেন সব আদিগন্ত জুড়ে।
জীবিকা না পেলে ঘটে প্রাণশূণ্যতার
ঘটনা, উজাড় হতো বৃক্ষ-তরু-বন
সকল প্রাণীর দল সব লোকজন
মরুময় হতো সব প্রাণপাখি উড়ে।

প্রকৃতিতে অফুরান শোভাময়তায়
জীবিকা বিরাজ করে। প্রাণীর তালাসে
মিলেগেলে বাঁচে তারা।কর্মের চেষ্টায়
জীবিকা স্বদল বলে কাছে চলে আসে।
যার জন্য জীবনের ছুটে চলে গতি
তিনিই আর-রাজ্জাক জীবনের জ্যোতি।

(দুই)

আর-রাজ্জাক

আর-রাজ্জাক রিজিক দাতা সকলের
বিচিত্র খাবারে আছে পরিপূর্ণ সব
কৃতজ্ঞ বান্দায় করে সব অনুভব
রাজ্জাকের প্রতি থাকে সেজদায় পড়ে।
এসব তো নেই কিছু গ্রহ মঙ্গলের
খাদকের ক্ষুদা জ্বালা করতে লাঘব
খাদ্যে পূর্ণ করেছেন পৃথিবীকে রব
এ গ্রহকে বাসযোগ্য করেছেন গড়ে।

খাদ্যের অভাবে সব মরতো খাদক
এসবের অনুভূতি অনেকের নেই
তারাতো পছন্দ করে বাদ্য ও বাদক।
অকৃতজ্ঞ বান্দাদের কীর্তি হলো এই
স্বীকার করে না তারা রাজ্জাকের দান
খেয়ে তার অন্যে করে সেজদা প্রদান।


রাজ্জাকু

রাজ্জাক করেন নিজে অন্নের ব্যবস্থা
সর্বক্ষেত্রে রেখে এর উপায় সকল
মানুষ সে উপায়েতে যুক্ত হয়ে সবে
খুঁজে নেয় নিজ নিজ রিজিক নিজের।
প্রকৃতিতে অবারিত আছে তাঁর দান
মানুষেরা তার থেকে তালাশে রিজিক
চাষাবাদ উৎপাদন করে শ্রম দিয়ে
তারপর তারা পায় রিজিক তাদের।

চেষ্টা ভিন্ন রিজিকের প্রাপ্তি অনিশ্চিত
এমন অনেক ক্ষেত্রে না মিলে রিজিক
মানুষেরা উপবাসে কষ্টে থাকে খুব।
বুদ্ধি দোষে অপকর্ম করে মানুষেরা
অবৈধ উপায়ে করে রিজিক সন্ধান
তা’নয় সঠিক কাজ রিজিক তালাশে।


মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! অপূর্ব। মুগ্ধ হলাম আর - রাজ্জাকে।

শুভেচ্ছা নিয়েন শ্রদ্ধেয় কবিভাই।

৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৭

সনেট কবি বলেছেন: চৌধুরি ভাই বিপদে পাশে আছেন। আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছিনা। ফেসবুক প্রায় বাদ দিয়ে দিয়ে ছিলাম। সেখানে অনেক গ্রুপের আমি এডমিন। সেগুলোর খোঁজ পর্যন্ত রাখা হয়না। হাজার সনেটের কবি নামে একটা ফেসবুক আইডি খুলে নতুন করে শুরু করব ভাবছি। আমার বাস্তবে সনেট হাজার ছাড়িয়েছে কারণ অনেক সনেট ব্লগে পোষ্ট করা হয়নি। সেই সাথে অন্য কোন ব্লগে সেট হতে পারলে ভাবছি সামু ছেড়ে যাব। সামুকে আমি ভালবাসলে কি হবে সামুতো আমাকে ভালবাসেনা।

২| ৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রকৃতিতে অফুরান শোভাময়তায় জীবিকা বিরাজ করে। সুরা আর-রাজ্জাকের উপর দারুণ সনেট। আল্লাহ আমাদের সবাইকে জীবিকা দান করুন। পৃথিবীটা শান্তিতে ভরে উঠুক।

৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২০

সনেট কবি বলেছেন: মন্তব্যে এসেছেন সে জন্য অনেক ধন্যবাদ। আর-রাজ্জাক এমন ব্যবস্থা রেখেছেন যাতে আমরা জীবিকা খুঁজে নিতে পারি। অবশ্য এর জন্য আমাদেরকে অনেক কষ্ট করতে হয়।

৩| ৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার মনের অবস্থা সহানুভূতি নয় এমপ্যাথিটিক্যালি বুঝতে পারছি। শেষ পোস্টে আমি একটু কৌতুক করেছিলাম। আপনি উত্তর না দেওয়ার কথা জানিয়েছিলেন। অথচ আপনার ঐ না দেওয়া উত্তর ছিল আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আজ ছোটো ভাই হিসাবে আপনাকে সেটাই স্মরণ করতে বলবো, একটু সময় নিন। ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে।

আসলে আপনার পরিধী আপনি যতটা পারেন বাড়ান, কিন্তু সাইড অফ করে নয়। আমার মত বহু ব্লগার আপনার গুনমুগ্ধ ভক্ত। আমাদের এই পরিচয়ও কিন্তু সামুর মাধ্যমে হয়েছে। যে কারনে ছেড়ে দেওয়ার কথা ভাববেন না। তবে আমাদের পোস্ট ও কমেন্ট প্রদানে আরও সাবধান হতে হবে।

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫২

সনেট কবি বলেছেন: এখানে জীবন খুব ভয়ে ভয়ে কাটাতে হয়। নতুবা আমার সে পোষ্ট আপনিও পড়েছেন। আর এরা একবার জেনারেল করে সে কথা বেমালুম ভুলে যায়। ব্লগারদের প্রতি এদের সহানুভুতির বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ তৈরী হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.