নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আল-আলীম

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৯



আল-আলীম সমগ্রে মহাপরিজ্ঞাত
অনন্য ক্ষমতাশালী।জ্ঞানের সঞ্চয়
অফুরন্ত আছে তাঁর।সকল বিষয়
জানেন সে জ্ঞানবান, চির মহিয়ান।
তিনি ছাড়া সকলের রয়েছে অজ্ঞাত
বাস্তব অনেক কিছু।তাঁর পরিচয়
তিনি ছাড়া সর্বজ্ঞান আর কারো নয়,
অন্তহীন জ্ঞানালোকে তিনি গরিয়ান।

আল-আলিমের জ্ঞানে সুচারু সুন্দর
সমগ্র জগৎ তাঁর।দুর্বার অটল
দেখে সে জ্ঞানের রাজ্য সানন্দ অন্তর।
মনোরম পরিপাটি সকল সচল
কতরূপে এজীবন চলে নিয়ে গতি
তাঁর মান্যতায় ভাল শেষ পরিণতি।

আলীমু

আলীমু জানেন সব সর্বত্র থাকায়
বিদ্যমান সত্ত্বারূপে পরিপূর্ণরূপে
অজ্ঞাত কিছুই নেই তাঁর থেকে কিছু
পরিজ্ঞাত তিনি সব সম্পূর্ণ মাত্রায়।
মনভাব অনুভব কিছুমাত্র কারো
লুকানো সম্ভব নয় জানি তাঁর থেকে
ঠিক ঠিক সব তিনি বলতে পারেন
অপরাধী তাঁর থেকে পাবেনাতো পার।

আলীমুর উপস্থিতি সবসৃষ্টি সাথে
অজ্ঞতায় তাঁরে নাহী রাখে কোন কালে
অতিসয় ক্ষুদ্র কোন সৃষ্টির ব্যাপারে।
এতশত জানাজানি সে কারণে তাঁর
অসীম গুণেতে নেই কমতি কোথাও
অতুল্য সত্ত্বায় তিনি চির মহিয়ান।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: কী সুন্দর ভাবনা , আহা! আপনার কাছেতো দেখছি সনেট লেখা একেবারে জলভাত হয়ে গেছে। +++ +

শুভেচ্ছা নিয়েন ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৯

সনেট কবি বলেছেন: আল-আসমাউল হুসনা নামক কাব্য গন্থের সংশোধন ও পরিমার্জনে আপনার নামটা সেট করব ভাবছি। সে ক্ষেত্রে আপনার প্রকৃত নামটা প্রয়োজন। তবে যখন প্রয়োজন হবে তখন আপনাকে ই-মেইল এড্রেস দেব-ইনশাআল্লাহ।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: এ আমার পরম সৌভাগ্যের বিষয়। আপনার কাছ থেকে এমন সম্মান আমার কাছে গৌরবের। আল্লাহপাক আপনার তৌফিক দান করুন । আমিন।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬

সনেট কবি বলেছেন: আপনার সহায়তার আশ্বাস পেয়ে ভাল লাগছে। একা একা আসলেই ভাল কিছু করা যায়না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.