নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আল-লাতীফ

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৪



আল-লাতীফ সকল গোপন বিষয়
অবগত অমায়িক সুক্ষ্মদর্শী যাঁর
রয়েছে দৃষ্টান ঢের মহাভদ্রতার
যা দেখি রাজত্বে তাঁর অন্তহীন ভাবে।
ওরে কার আছে ভাল চিন্তা বোধদয়?
শুন আল-লতিফের বলি সমাচার,
অবকাশে অহেতুক ভাবে দূরাচার
অপরাধ করে তারা পার পেয়ে যাবে!

একদিন শেষ হবে প্রলয়ের বলে
পাপীদের রাজ্য পাঠ।আগুনের তাপ
বুঝবে কঠিন কত পাপী দলে দলে।
ওরে ছেড়ে দেরে পাপ কর অনুতাপ
লতিফের সাথে থাক আচারে উত্তম
ভদ্রতায় অভদ্রতা নিতান্ত অধম।


লাতীফু

লাতীফু জানেন সব লুকানো বিষয়
তাঁর দৃষ্টি আড়ালেতে নেইতো কিছুই
কে করবে পাপ কার কোথায় কিভাবে?
সব তিনি অবগত যেথায় করুক।
বাইরে দেখেন তিনি অনুরূপ তাঁর
ভেতরে দেখার দৃষ্টি আছে পরিমেয়
নিকট দূরেতে তিনি দেখেন সমান
মনের কথাও তিনি জানেন সকল।

যাঁর কাছে গোপনীয় নেইতো কিছুই
তাঁকে ভয় করে চলা সবার উচিত
গোপনেও পাপ কাজ করা ঠিক নয়।
সাবধানে মার নেই ভুলে ডুবে সব
লতীফু যেমন তাঁরে ভাবলে তেমন
ভালহতে পারা যায় চরিত্রে সুন্দর।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫০

রাজীব নুর বলেছেন: অনবদ্য।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৪

সনেট কবি বলেছেন: আল-আসমাউল হুসনা সংক্রান্ত একটা সনেট কাব্য ৫০০ কপি ছাপিয়ে মসজিদে মসজিদে বিতরণ করব ভাবছি। তাতে কিছু গঠন মূলক মন্তব্য ছাপাব আশা করি। কাজেই যদি পারেন তবে ছাপানোর উপযোগী একটা মন্তব্য কোন একটি কবিতায় রেখেগেলে ভাল হবে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! অপূর্ব। অনেকটা মধূসুদনের বঙ্গভাষার মত লাগলো।
" হে বঙ্গ ভান্ডারে তোর বিবিধ রতন,
এরমত। +++ +


শুভেচ্ছা নিয়েন ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩

সনেট কবি বলেছেন: দোয়া করবেন যেন বইটা ভালভাবে গুঁছিয়ে প্রকাশ করতে পারি।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১২

পদাতিক চৌধুরি বলেছেন: অবশ্যই, আপনার জন্য অনেক দোয়া রইল । আল্লাহতালা আপনাকে যেন মনোবাসনা পূর্ণ করার শক্তি দিন। আমিন ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৮

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল করুন-আমিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.