নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আল-খাবীর

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৭



আল-খাবীর সম্যক সর্ব অবগত,
সকল ব্যাপারে জ্ঞাত, অবহিত সব
যেথায় যা আছে সব করে অনুভব
সিদ্ধান্ত সঠিকভাবে ঘোষণা করেন।
তাঁর প্রতি জ্ঞানী দল থাকে অনুগত
মূর্খরা বিরুদ্ধে তাঁর করে কলরব
সময়ের অপচয়ে যতটা সম্ভব
জ্ঞানীগণ মূর্খ থেকে দূরেতে থাকেন।

বে-খবরনন যিনি তাঁর শুদ্ধতার
চিন্তাথাকা চেতনায় অতীব উত্তম।
মূর্খদল অহেতুক দোষ খোঁজে তাঁর
অথচ নিজেই তারা নিতান্ত অধম।
স্মৃতির ভান্ডার যাঁর অসীম বিশাল
সর্বত্রে বিশুদ্ধ তিনি জুড়ে মহাকাল।

খাবীরু

খাবিরু রাখেন সব খবর সবার
কোথায় কি ঘটে সেটা তিনি অবগত
তাঁর অগোচরে কিছু হয়না কোথাও
বে-খবর নন তিনি কোন কিছুতেই।
তাঁর সাথে ফাঁকিঝুকি নয়তো সম্ভব
সবার মনের সব ভাবনা জানেন
সবার সকল কাজ সবটা দেখেন
তাঁর থেকে লুকালুকি পুরো অসম্ভব।

লুকিয়ে করলে পাপ খাবীরু জানেন
লুকিয়ে আবার তিনি ক্ষমাও করেন
সে জন্য অপরে পাপ নাজানানো ভাল।
অপরে জানালে পাপ সাক্ষি হয়ে শেষে
ক্ষমার পথটা তারা বন্ধ করে দেয়
এ খবর সকলের থাকাটা উত্তম।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো সনেট হয়েছে আল - খাবীর।

শুভেচ্ছা রইল।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৭

সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ চৌধুরি ভাই। অসময়ে আপনার সাথে থাকার বিষয় মনে থাকা দরকার।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭

চেংকু প্যাঁক বলেছেন: ঠ্যঠা মফিজ ভাইএর পালমিরার নিয়ে লেখার কমেন্টে আমি একটা কবিতা লিখে আপনাকে উৎসর্গ করছি।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৯

সনেট কবি বলেছেন: আপনার কবিতাটি দেখে এলাম। অনেক আন্তরিকতা থেকে লিখেছেন বুঝাগেল। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউসের পথে পরিচালিত করুন, একামনা থাকল।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০

চেংকু প্যাঁক বলেছেন: ++++++++

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫০

সনেট কবি বলেছেন: উৎসাহ জাগানিয়া অনেক উল্লসিত মন্তব্য করেছেন বলে নিরন্তর শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.