নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আল-হালীম

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৫




আল-হালীম পরম ধৈর্যশীলতার
পরিচয় প্রদানেতে জগৎ শাসন
করেন।যেথায় তাঁর অটল আসন
নড়েনা তড়িৎকাজে অন্যের কথায়।
অথচ পাপীর মনে শাস্তি কামনার
কি আকুতি!তাদের কি উচাটন মন
অপেক্ষায় থাকে শাস্তি আসবে কখন
অবসান হয় যার মৃত্যু যন্ত্রণায়।

কাম্য শাস্তি এসেপড়ে মছিবত ঘটে
দৃষ্টির ধোঁয়ায় খুঁজে পালাবার পথ
পায়না তখন সেটা পরপার তটে।
পরপার বিশ্বাসটা ছিল যথাযথ
বুঝেনি অভাগা জন সময়ের কালে
বুঝবে বিপদ এসে ঝুটলে কপালে।


হালিমু

হালিমু অসীম ধৈর্যে আছেন নিরব
কতজন কতকিছু করছে নিরন্ত
তাঁকে ছেড়ে অন্য কারো ইবাদত করে
করেননা কিছু তিনি এসব দেখেও।
অত্যাচার করে কত অত্যাচারী দল
অনাচারে দুনিয়াটা সয়লাব হলো
এসব ধরতে গেলে দুনিয়া উজাড়
হয়ে এই পৃথিবীটা জন শূণ্য হবে।

মানুষ যা কিছু করে হালিম দেখেন
দিয়েছেন অবকাশ ক্ষণিক কালের
সময় সমাপ্ত হলে ধরবেন সব।
এখন ধরতে বলে যে সব মানুষ
ধরলে হয়ত তারা রইবেনা বাদ
কাজেই কাজেতে তাঁর প্রশ্নতোলা ভুল।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর হয়েছে আল - হালীম সনেট।

শুভেচ্ছা শ্রদ্ধেয় কবিভাইকে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪২

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা শ্রদ্ধেয় কবিভাই,

তখন স্কুলে পড়তাম, শ্রেণি শিক্ষক ছিলেন নন্দী বাবুস্যার। আসল নাম হীরেন নন্দী। আমাদের প্রায়ই বলতেন , কু বলিবে না, কু শুনিবে না, কু কথায় কান দেবে না। যখন বড় হলাম আমরা কথাটি নিয়ে মজা করে বন্ধুদের মধ্যে বলাবলি করতাম। আজ জীবনের মধ্যাহ্ন পার করে কথাটি আমার মন্ত্রশক্তির মত মনে হয়। শৈশবের কথাটি আপনার সঙ্গে একটু শেয়ার করলাম।


০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৭

সনেট কবি বলেছেন: শ্রদ্ধেয় স্যার যথাযথ বলেছেন।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভ সকাল।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৭

সনেট কবি বলেছেন: সালাম মামা।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০১

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী শুভ সকাল।
আপনার সুন্দর সনেট পড়ে আজ দিন শুরু করলাম।
আমি জানি আজ আমার দিনটি চমৎকার কাটবে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮

সনেট কবি বলেছেন: দোয়া রইলো। আল্লাহ আপনার মঙ্গল করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.