নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আশ-শাকূর

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬



আশ-শাকূর পরম কৃতজ্ঞ নিজের
আনুগত্যে। গুণগ্রাহী মহান আত্মায়
যদিও থাকেন তিনি মিশে মৌনতায়
তথাপি অদৃশ্যে থেকে সকল দেখেন।
তাঁর কাজ সব হয় যথা নিয়মের
মাঝে থেকে।সে সকল দেখে মুগ্ধতায়
বুঝা যায় কতখানি দায়িত্বের দায়
পালনে সকলে তিনি শান্তিতে রাখেন।

প্রভু বলে কারো কষ্ট ভুলেন না তিনি
করেন না অস্বিকার কারো ক্ষুদ্র কাজ
এভাবে এবিশ্ব মাঝে বিদ্যমান যিনি
তাঁর কাজে গড়ে উঠে সুখের সমাজ।
শাকূরের কাজে কারো থাকে যদি গতি
তারাতো সহজে পায় নিত্যানন্দ জ্যোতি।

শাকুরু

আদেশের মান্যতায় কৃতজ্ঞ শাকুর
খুশী হয়ে বান্দাদের দেন পুরস্কার
পরকালে আরো আছে জান্নাতী জীবন
অনন্ত সুখের জন্য সুরম্য সুন্দর।
বেকার যাবেনা কারো ইবাদত কোন
ঠিকঠাক বিনিময় পেয়ে যাবে পুরো
বিন্দুমাত্র ঠকবাজী হবেনাতো এতে
কৃতজ্ঞতা তাঁর মতো মিলবেনা কারো।

শাকুরের ইবাদতে ফলের প্রত্যাশা
পুরাপুরি করাযায় চিন্তাহীন ভাবে
সে কারণে তাঁর কথা মানা যায় সব।
এমন মালিক যার কাজে ভুল হলে
যথাযথ মিলে যায় অনুপম ক্ষমা
কৃতজ্ঞ অন্তর তাই তাঁরে মেনে চলে।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬

নতুন নকিব বলেছেন:



সুন্দর প্রচেষ্টা। অব্যহত রাখুন। বই আকারে বের করার চিন্তা রাখুন। ইনশা-আল্লাহ এগুলো চিন্তাশীলদের মনের খোরাক হবে।

শুভকামনা।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০

সনেট কবি বলেছেন: আমি স্বপ্নে দেখেছি এসব কবিতা আরশে আজিমে দেখানো হচ্ছে। আর এতেই আমার উৎসাহ বেড়েছে। ইয়া যুক্ত আল্লাহর নাম সমূহ ইয়া বাদ দিয়ে বাকীটা নিয়ে ৯৯ টি সনেট একবার লিখেছি। পরে বুঝলাম ‘আল’ যুক্ত নাম সমূহ অধিক সঠিক। তো আল যুক্ত নাম নিয়ে সনেট এ পর্যন্ত ২৮ টি লেখা হলো। শুধু আল্লাহকে নিয়েও আমার ৫০ এর বেশী সনেট লেখা হয়েছে। ‘আল’ যুক্ত আল্লাহর ৯৯ নামে সনেট কবিতা লেখা শেষ হলে ‘সনেট কাব্যে আল আসমাউল হুসনা’ কাব্য গ্রন্থ সম্পাদনায় হাত দেব-ইনশাআল্লাহ। কিন্তু একা কোন কাজ সুন্দর হয়না বিধায় পদাতিক চৌধুরির সহায়তা চেয়েছি। তিনি সহায়তা করতে সম্মত হয়েছেন। সেই সাথে আপনি যদি আল্লাহর এ নাম সমূহের গদ্যের বর্ণনা প্রদান করেন, তাহলে মনে হয় মান সম্পন্ন পুস্তক রচনা করা যায়।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯

নতুন নকিব বলেছেন:



আপনি না সেদিন 'লজ্জা'য় আটকা পড়েছিলেন শুনলাম। মুক্ত হলেন কখন? আপনাকে মুক্ত করে দেয়ায় কা_ভা ভাইকে আন্তরিক ধন্যবাদ। পোস্টে +++

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১

সনেট কবি বলেছেন: সে অপরাধে আমাকে থামিয়ে দেওয়া হয়েছিল। তারপর আবার চালিয়ে দিয়েছেন। সে ঘটনায় মনে খুব কষ্ট পেয়েছিলাম।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬

রাজীব নুর বলেছেন: জানাজার নামাজ মসজিদে পড়ার অনুমোদন দেয়নি শরিয়ত। তবে ফুকাহায়ে কেরাম বলেছেন, মসজিদের বাইরে জানাজা হলে মানুষের চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেলে মসজিদেই জানাজা পড়ে নিতে হবে। তবুও রাস্তা বন্ধ করা যাবে না। মানুষের চলাচলের পথ উন্মুক্ত রাখার জন্য শরিয়ত তার নীতিমালা পাল্টে দিয়েছে। অথচ জানাজার নামাজ পড়তে কয় মিনিট সময়ই আর লাগে! সেই কয়েক মিনিট রাস্তা বন্ধ করে রাখাও অনুমোদন দেয়নি শরিয়ত।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

সনেট কবি বলেছেন: সেটা শরিয়ত করেনি। শরিয়তের নামে কতিপয় লোক করেছে। তবে যা করেছে ঠিক করেনি।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: আমি মুগ্ধ। আপনি এভাবেই এগিয়ে চলুন। ++


শুভেচ্ছা শ্রদ্ধেয় কবিভাইকে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

সূচরিতা সেন বলেছেন: শুভেচ্ছা জানাই শ্রদ্ধেয় কাকুকে ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৪

সনেট কবি বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.