নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আল-কাবীর

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৭



আল-.কাবীর সাকুল্যে বিরাট বিশাল
অসীম গুণে ও মানে, বড় অনিবার
যার সব দিক জুড়ে আছে ক্ষমতা সঞ্চার,
হেরফের নেই তাঁর কোন শৃঙ্খলায়।
চিরকাল জুড়ে উড়ে ক্ষমতার পাল
কেউ নেই কোন ক্ষেত্রে সমতুল্য তাঁর,
তাঁর কাজ সকলের করা উপকার
এক্ষেত্রে আছেন তিনি নিত্য যোগ্যতায়।

কে পারে কেমন পারে জ্ঞানীগণ জানে
পারায় আল-কাবীর একলা অসীম
নতজানু বুদ্ধিমান সে প্রভু সম্মানে।
ভেবে যাঁর ক্ষমতায় মাথা ধরে ঝীম
নিজের মঙ্গল জন্যে তাঁর পানে নতি
এ জীবনে চলমান রাখে চির গতি।


কাবীরু

কাবীরু সকল ক্ষেত্রে বৃহত্তম সত্ত্বা
অফুরান সে মহান অন্তহীন তিনি
বিন্দুমাত্র কম নেই তাঁর কোনখানে
ইচ্ছেমত দানে তিনি সম্পূর্ণ সক্ষম।
তবে ইচ্ছে করে তিনি এখন নিশ্চুপ
পরকালে দেখা যাবে ক্ষমতা কি তাঁর
এখন সে ক্ষমতার দেখা নেই বলে
অনেকেই উল্টা-পাল্টা কথা বলে ফেলে।

কাবিরুর সক্ষমতা বিস্তারিত আছে
মানুষের প্রার্থনার ফল না মিলায়
এ কথা যায়না বলা তিনি অপারগ।
অপারগনন তিনি করেন না তবে
তা’শুধু পরীক্ষা বলে অবস্থা এমন
পরকালে সবকিছু ঠিকঠাক হবে।


মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১২

রাজীব নুর বলেছেন: গ্রেট চাচাজ্বী জাস্ট গ্রেট।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৪

সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৬

বাকপ্রবাস বলেছেন: সুন্দর।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫

সনেট কবি বলেছেন: ধন্যবাদ

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৭

নতুন নকিব বলেছেন:



চলতে থাকুক সুন্দর প্রচেষ্টা।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জানবেন শ্রদ্ধেয়, সুন্দর সনেট

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.