নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আল-ওয়াসি

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৭



আল-ওয়াসি পরম প্রশস্ত মহান
সর্বত্র বিরাজমান সর্বব্যাপি যাঁর
বিদ্যমান অনুপম ক্ষমতা অপার
অসাধ্য সাধনে আছে সম্পূর্ণ সচল।
সকলের প্রতি তাঁর দয়া অফুরান
তিনি ছাড়া এজীবন অচল অসার
বাঁচান বিপদ হলে তিনি বার বার
তাঁর করুণায় ঋদ্ধ জগৎ আঁচল।

যে দিকে তাকাই দেখি পরিপূর্ণ রূপে
সকল সাজানো আছে মন ছুঁয়ে যায়
তাঁর কার্যব্যবস্থায় ভাবলে নিশ্চুপে
দেখি সব গড়া তাঁর গভীর মায়ায়।
সৃষ্টিরা সুন্দর কত রূপময় অতি
যে সবে আল-ওয়াসি মুগ্ধতার জ্যোতি।


ওয়াসি

ওয়াসি প্রসস্ত মন দয়ায় বিশাল
অন্তহীন করুণায় অনুপম তিনি
অবারিত আছে তাঁর সৃষ্টির সম্ভার
সকল পরের জন্য ভোগের সামগ্রি।
কত মনে কত রুচি কত কামনায়
তারা চায় সুখে থাকে চিরকাল জুড়ে
তাদের চাহিদা বুঝে সৃষ্টি করে সব
ওয়াসি ছড়িয়েছেন জগৎ সমূহে।

এমন কি স্থান আছে যেথা নেই কেউ?
কেউ না থাকলেও যে ওয়াসি আছেন
অন্য কেউ যেথা নেই। তিনি ছাড়া স্থান
কল্পনায় কারো নেই, সর্বত্র সে প্রভু
মহাবিদ্যমান থেকে সকল শাসন
করেন অনন্ত কাল অনন্য ওয়াসি।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২১

বলেছেন: অসাধারণ,

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪০

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২২

টুটুল বলেছেন: অনেক সাবলীল ভাষায় খুব উচ্চমার্গীয় সনেট লিখেন, আপনি। শুভকামনা রইলো।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪০

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ! সুন্দর সনেট।

গতদুদিন পারিবারিক সমস্যার কারনে ব্লগে একদম সময় দিতে পারিনি। প্রচুর পোস্ট মিস করেছি। আরও কয়েকদিন লাগবে সমস্যা মেটাতে। তারমধ্যে সামান্য সময় পেলে দু একটি পোস্টে ঢু মারা। এনিওয়ে,


শুভেচ্ছা শ্রদ্ধেয় কবিভাইকে।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪১

সনেট কবি বলেছেন: ধন্যবাদ চৌধুরী ভাই।

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৬

সূচরিতা সেন বলেছেন: তার দারুন মহিমা।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪১

সনেট কবি বলেছেন: তাঁর মহিমার শেষ নেই।

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৪

রাজীব নুর বলেছেন: যার নামাজ যত সুন্দর
যার চরিত্র যত সুন্দর
যার ইবাদত যত সুন্দর
তার ব্যবহার তত সুন্দর

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪২

সনেট কবি বলেছেন: খুব সুন্দর বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.