নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

সা রে গা মা পা

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৯



যেন কি শিউলি ঝরে গায়কের গানে
অথবা জোছনা ছোঁয় পাতায় পাতায়
বিমুগ্ধ পরান সব নিমিশে হারায়
সুমধুর সুরতানে মোহনীয় রাতে।
দোলায় দোলায় সুর পৌঁছে কানে কানে
সহসা ব্যঞ্জনা এর হৃদয়ে ছড়ায়
শিল্পী শ্রোতা সকলেরে আবেশে জড়ায়
ঘুম ঘুম ভাব নেই কারো আঁখিপাতে।

এসেছেন এক ঝাঁক সুগানের পাখি
গানগায় তারা সবে কত কারুকাজে
সুনামেতে হয়ে পড়ে ছলছল আঁখি
তালে তালে যন্ত্র সুর কতস্বরে বাজে
সা রে গা মা পা সুরের মূর্ছনায় নেশা
পূরণে এসেছে তারা জীবনের আশা।

বিঃদ্রঃ বিষয়টা ইসলামের দৃষ্টিতে দেখা হয়নি, যারা তাতে শামিল তাদের দৃষ্টিতে দেখা হয়েছে।বললাম কারণ আমি আবার ইসলামী লেখাও লেখি।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩২

সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! যেন মধুর সুর।

সুরের জগতেও যেন আপনার মোহময় উপস্থিতি, মুগ্ধতা একরাশ ।

শুভেচ্ছা নিয়েন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ চৌধুরি ভাই।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৩

প্রথমকথা বলেছেন: সুন্দর লিখেছে। সনেট কবির জন্য শুভকামনা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভকামনা।

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৩

বাকপ্রবাস বলেছেন: সুন্দর। খুব সুন্দর।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

ফারিহা হোসেন প্রভা বলেছেন: সুন্দর লিখেছেন স্যার। শুভ কামনা রইলো আপনার জন্য।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.