নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আল-মুমিতু

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩৭



আল-মুমিতু পরম মৃত্যুদাতা সব
বিদ্যমাণ প্রাণীদের।চিরকাল নয়
এখানে জীবন কারো।চলে যেতে হয়
রেখে, নিজের সঞ্চিত সমস্ত সম্পদ।
শবযাত্রা দেখে মনে আসে অনুভব
বেঁচে থাকা কারো জন্য চিরকাল নয়
নয়তো জীবন কারো অজয় অক্ষয়
চলেনা মৃত্যুর ক্ষেত্রে বাদ-প্রতিবাদ।

সামান্য সময় জুড়ে জীবনের ব্যাপ্তি
দাম্ভিকতা মনে পুষে লাভ নেই বেড়ে
যে কোন সময় হয়ে চাঞ্চল্যে সমাপ্তি
এক দিন যেতে হয় সব কিছু ছেড়ে।
জীবন মৃত্যুর মাঝে প্রাণ চলমান
মৃত্যুর ভয়েতে থাকে সদা কম্পমান।


মুমিতু

মুমিতু প্রাণীর দলে মৃত্যুদাতা হয়ে
মৃত্যু ঘটিয়ে দিবেন সময়ের পর
জোরকরে বেঁচেথাকা হয়না সম্ভব
মৃত্যু এসে সকলের ঘাড় মটকায়।
মানুষের বেঁচেথাকা ক্ষণিক সময়ে
মুমিতু করলে দয়া আয়ুকাল বাড়ে
তবে কেহ চিরকাল নাহি থাকে বেঁচে
একদিন সকলের চলে যেতে হয়।

ক্ষণিকালয়ের স্বপ্নে বিভোর মানুষ
শক্তির দাপটে করে কত অত্যাচার
মুমিতু করেন সব দম্ভ অবশান।
অত্যাচারিতরা সব হাঁফ ছেড়ে বাঁচে
পাপীর মৃত্যুর পরে শান্তির প্রশ্বাসে
মুমিতু এক্ষেত্রে হলেন শান্তি সহায়ক।


"আল-মুমিতু" নামের ফজিলত

- হাবিবুর রহমান (হাবিব স্যার)

আল-মুমিতু আল্লাহ মৃত্যুদানকারী
মরনের পরে হবে কবরেই বাড়ি,
সে দিনের পাথেয় নিয়েছো কি কিছু?
মুমিতু মালিকে রও সিজদায় নিচু।
মরনের স্বাদ পাবে সব জীবিতরা
একদিন তাঁর হাতে পড়বেই ধরা,
যেওনা পাপের কাজে শয়তান পিছু
এইতো সে মহাক্ষণ লও পূণ্য কিছু।

আল্লাহর বিধানে অপারগ হলে
ব্যক্তি নিয়ন্ত্রণে তুমি সক্ষম না হলে
আল-মুমিতু জিকিরে ঘুম যাও রাতে।
প্রশান্ত আত্মা তোমার অনুগত হবে
নিজের নিয়ন্ত্রণেও সফলতা পাবে
এই গুন আল্লাহর মহিমা মুমিতে।


মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪১

বলেছেন: আল - মুমিতু, - সামন্য সময় ধরে জীবনের ব্যাপ্তি ,,,, বেষ্ট সনেট কবি।
পঠে ভালোলাগা

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪৩

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:০৮

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
আপনি খুব সুন্দর লিখেছেন।
আমার ব্লগ বাড়িতে একবার বেড়াতে আসুন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১০

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১২

জসীম অসীম বলেছেন:

এত সনেট কিভাবে লেখা সম্ভব? এক জীবনে? পাঠে আনন্দ অপার। কিন্তু সনেটের ব্যাকরণ মেনে গুণে ও মানে এত অধিক লেখা! এ যেন ঐশ্বরিক করুণাই অনন্ত প্রবাহিত। অলংকরণ: জসীম অসীম।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১৪

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১৫

নজসু বলেছেন: ঈমান চাঙ্গা করার মতো লেখা।
আল্লাহ আমাদের সবাইকে নাযাত দিন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০০

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৬

নতুন নকিব বলেছেন:



মহান মালিক প্রভূ পালয়িতার গুনবাচক নামের উপরে সনেট লেখার প্রচেষ্টা! এটা অসাধারন একটি কাজ! হৃদয়ের গহীন গভীর থেকে এই মহত কাজকে শুভাশীষ জানাই! ফুলেল শুভকামনা!



যদিও পেরে উঠি না, প্রতিটি পোস্টে আসার সময় সুযোগ হয়ে ওঠে না, তবু অধমের হৃদয়ের ঐকান্তিক বাসনা, এই সিরিজের প্রতিটি কবিতায় নিজের স্বাচ্ছন্দ্য উপস্থিতি জানিয়ে যদি লাইক প্রদানসহ অন্তহীন ভালোলাগা আর অপূর্ব মুগ্ধতার শিহরন প্রকাশ করে যেতে পারতাম! +++

এই প্রচেষ্টা আল্লাহ পাক কবুল করুন। অনবদ্য এই প্রচেষ্টাকে আল্লাহ পাক আপনার এবং আমাদের ক্ষমার অসিলা হিসেবে মঞ্জুর করুন। অনেক ভালো থাকুন কবি ভাই।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭

সনেট কবি বলেছেন: আল্লাহ বলেছেন তাঁর নাম সমূহ সুন্দর। তো সে সব সুন্দর নাম নিয়ে আমি সনেট লিখছি। আপনি যদি প্রতিটি নামের গদ্য বর্ণনা লিখেন এবং ফজিলত লিখেন তাহলে আশা করা যায় বোর্ড বাঁধাই একটা সুন্দর বই করা যাবে। এরপর দশেমিলি করিকাজ সূত্রে বই ছাপিয়ে মসজিদে মসজিদে বিতরণ করা হলে আখেরাতে নাজাতের কারণ হতে পারে। গ্রন্থসত্ত্ব না হয় দু’জনের থাকলো। আমি যা ভাবছি বলে দিলাম। ভাবনাটা আপনার কেমন লাগলো জানালে উপকৃত হব বলে আশা করি।

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৪

মাহমুদুর রহমান বলেছেন: মৃত্যু আছে বলেই পৃথিবী এতো সুন্দোর।তাই সবার অন্তরে থাকে সদা কম্পন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯

সনেট কবি বলেছেন: যেহেতু এটা পরিক্ষার স্থান সেহেতু পরীক্ষা শেষের ঘন্টাতো বাজতেই হয়।

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৩

রাজীব নুর বলেছেন: প্রথম থেকে তিন নম্বর লাইনে ''চলেযেতে' একটা স্পেস কি হবে না?

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১০

সনেট কবি বলেছেন: ঠিক করে দিলাম।

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০০

শামচুল হক বলেছেন: চমৎকার কবিতা, খুব ভালো লাগল।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১১

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! প্রিয়কবিভাই,

বেশ ছিলাম চনমনে। দিলেনতো শেষ পরিনতী মনে করিয়ে।

কাব্য কথায় সুন্দর সনেট। ++

অনিঃশেষ শুভেচ্ছা আপনাকে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৩

সনেট কবি বলেছেন: প্রতিটি কবিতাই আপনি পড়ে রাখছেন। আশাকরি পুস্তক সম্পাদনা কাজে আপনার ভাল সহযোগীতা পাব। আল্লাহ আপনার মঙ্গল করুন।

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: জানার আছে বোঝার আছে অনেক কিছু এই কাব্যে!

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৩

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯

নতুন নকিব বলেছেন:



আপনার এই মহান এবং শুভকাজে আমাকে রাখার ইচ্ছে প্রকাশ করেছেন দেখে আনন্দিত। আপনি বললে, অবশ্যই সাথে থাকবো ইনশা-আল্লাহ।

কবে থেকে লেখা শুরু করবো জানালে বাধিত হবো। অনেক ভাল থাকবেন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭

সনেট কবি বলেছেন: আমি এ পর্যায়ে ৫৬ টি পোষ্ট করেছি। ৯৯ পোষ্ট হলে সম্পদনা শুরু করব। তখন আপনার কাছে গদ্য বর্ণনা ও ফজিলত চাইব। এরপর আপনার লেখা যুক্ত করে পোষ্ট দেব। আপনি আপাতত আপনার লেখা প্রত্যেক পোষ্টে মন্তব্য হিসেবে দিতে পারেন। আসলে অনেক পরিশ্রমের পর ভাল কিছু হয়।

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় কবিভাই,

আমি শুধু আশাকরি একটি বিশ্বরেকর্ডের সাক্ষী হওয়ার আশায়। উপরওয়ালা আপনাকে যে প্রতিভা দিয়েছেন তার বাস্তবায়ন একদিন হবেই হবে। আর আপনার এমন কাব্যিক ছন্দম নৃত্যের সাক্ষী থাকা আমার পরম সৌভাগ্য বলে মনে করি।


অফুরান শুভেচ্ছা ও বিমুগ্ধ ভালোবাসা আপনাকে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০১

সনেট কবি বলেছেন: আপনার মূলকাজ হবে কবিতাগুলোর ক্রমিক সাজানো। আশাকরি এতে আপনার দক্ষতা থাকবে। ৫৬ সনেট পোষ্ট হয়েছে ৯৯ সনেট হলে আমি সবগুলোর লিংক দিয়ে পোষ্ট দেব। তখন আপনি ক্রমিক ঠিক করে দিবেন। আশাকরি সবার প্রচেষ্টায় ভাল বই হবে। বাকী আল্লাহর ইচ্ছা।

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! শুনেই শিহরণ লাগছে। উপরওয়ালা সহায়। বাকিটা সময় বলবে। দোয়া করবেন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৭

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

১৪| ১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

হাবিব বলেছেন:




"আল-মুমিতু" নামের ফজিলত

আল-মুমিতু আল্লাহ মৃত্যুদানকারী
মরনের পরে হবে কবরেই বাড়ি,
সে দিনের পাথেয় নিয়েছো কি কিছু?
মুমিতু মালিকে রও সিজদায় নিচু।
মৃত্যুর স্বাদ পাবে সব জীবিতরা
একদিন তাঁর হাতে পরবেই ধরা,
যেওনা পাপের কাজে শয়তান পিছু
এইতো সে মহাক্ষণ লও পূন্য কিছু।

আল্লাহর বিধানে অপারগ হলে
ব্যক্তি নিয়ন্ত্রণে তুমি সক্ষম না হলে
আল-মুমিতু জিকিরে ঘুম যাও রাতে।
প্রশান্ত আত্মা তোমার অনুগত হবে
নিজের নিয়ন্ত্রণেও সফলতা পাবে
এই গুন আল্লাহর মহিমা মুমিতে।

১০ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

সনেট কবি বলেছেন: দ্রুততম সময়ে আপনার সনেট লিখা এবং তা’ খুব সুন্দর হওয়া আল্লাহর রহমতের ফল। আল্লাহ আপনার মঙ্গল করুন।

১৫| ১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪

হাবিব বলেছেন: মরনের স্বাদ পাবে সব জীবিতরা

১০ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

সনেট কবি বলেছেন: এ লাইন ঠিক করে আপনার কবিতা আপনার নামে পোষ্টে যুক্ত করে দিয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.