নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আল-ওয়ারিস

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪



মহা উত্তরাধিকারী আল-ওয়ারিস
মানুষের ক্ষেত্রে এটা ক্ষণ উপহার
মালিক পরিবর্তন হয়ে বার বার
ওয়ারিসি ধারা চির চলতেই থাকে।
অস্থায়ী মালিকদের থাকেনা হদিস
একে গড়ে অন্যে ভাঙ্গে ছড়িয়ে বিকার
যা ছেড়ে সে চলে যায় ওপারে আবার
ভাঙ্গা গড়া জীবনের চলে বাঁকে বাঁকে।

জগৎ এমন হলে হতো কি উপায়?
ভেঙ্গে ভেঙ্গে রূপাকার হতো কি কেমন?
আল-ওয়ারিসের এ বিদ্যমানতায়
সমগ্রে সকল আছে সুন্দর এমন!
থাকা তাঁর চিরকাল স্থায়ীত্বে অটল
সুচারু রূপেতে সব রয়েছে সচল।


ওয়ারিছু

ওয়ারিছু দেহত্যাগী আত্মাদের হয়ে
উত্তরাধিকারী প্রভু, রাখেন আত্মায়
সযতনে যেন তারা হারিয়ে না যায়
তাদের দেয়ার জন্যে প্রাপ্য প্রতিফল।
মৃতের সম্পদে ভিন্ন উত্তরাধিকারী
উত্তরাধিকারী প্রভু আত্মার বেলায়
মৃতের নিজের বলে থাকেনা কিছুই
আত্মাতার তাকে সদা প্রভুর জিম্মায়।

মৃতআত্মা ভাল থাকে ভাল কর্মফলে
নতুবা কষ্টের মাঝে কাটবে সময়
হাসরের পরে পাবে স্থায়ী আবাসন।
স্থায়ী আবাসনে ভাল আবাসন পেতে
এখন প্রভুর তুষ্টি নিশ্চিত করনে
কাজ করে যেতে হবে ধৈর্য সহকারে।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

বলেছেন: বেশ

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১১

সনেট কবি বলেছেন: ধন্যবাদ

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর প্রকাশ, আল - ওয়ারিশের। ++

শুভেচ্ছা অফুরান শ্রদ্ধেয় কবিভাইকে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৩

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৭

যবড়জং বলেছেন: ++++
ওয়ারিশ তো হয় পার্থিব ধন সম্পদের । সৎকর্ম চিরোকাল সঙ্গে থাকবে কোন ওয়ারিশ ভাগ বসাতে পারবেনা ।।
কখখগকখখগ ঘঙঘঙচচ ...শুভকামনা ।।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৫

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২১

পাঠক০০৭ বলেছেন: ভাই, কেমন আছেন? এই কথাটা সনেটে কিভাবে প্রকাশ করব?

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৬

সনেট কবি বলেছেন: কঠিন প্রশ্ন।

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৪

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালোবাসা রইলো কবি।।। সুন্দর কাব্য

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৬

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৮

মেহেদী হাসান হাসিব বলেছেন: খুব কঠিন লেখা, কি করে এত সহজে লিখেন? আমার ক্ষেত্রে হলে সাধনা করতে হত।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫১

সনেট কবি বলেছেন: আল্লাহর ইচ্ছাটাকেই সবচেয়ে বড় বলে মনে হয়। সাধনা করলে হয়ত আল্লাহ আপনাকেও সাফল্য দিতে পারেন।

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৯

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনার মতোন করে লিখতে পারি।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৩

নজসু বলেছেন: ‌আস সালামু আলাইকুম।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭

মাহমুদুর রহমান বলেছেন: মালিক পরিবর্তন হয় কিন্তু সম্পদ তাহার জায়গায় স্থির।সৃষ্টির শুরু থেকেই এই ধারা অব্যাহত।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০

সনেট কবি বলেছেন: ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.