নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আজ-জাহির

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩



আজ-জাহির পরম প্রকাশিত স্থিত
জগৎ সমূহ জুড়ে সৃষ্টি প্রকৌশলে
বলে তারা হয়না এ নির্মাতা না হলে
তাঁরে খুঁজে পাবে সব সৃষ্টির পাতায়।
পরখ করবে সব জ্ঞানের অমৃত
মনোযোগ দিয়ে খুব দৃষ্টি কৌতুহলে
দেখনা সৃষ্টিরা সব কার কথা বলে?
বিপথে যাবেনা ভুলে পরের কথায়।

উপরে তাকিয়ে দেখ সুনীল আকাশ
জমিনে সাজানো সব দেখ একে একে
তারাই আজ-জাহিরে করবে প্রকাশ।
আলস্য করলে পথ উল্টা যায় বেঁকে
বাস্তবতা ভিন্ন দিকে ঘুরে থাকে আর
মিলেনা সন্ধান প্রিয় সৃষ্টি বিধাতার।


জাহিরু

জাহিরু প্রকাশ্য তাঁর সৃষ্টির বিচারে
সৃষ্টি তাঁর বলে দেয় তিনি বিদ্যমান
নিজে নিজে একমাত্র তিনি হয়েছেন
আর সব তাঁর সৃষ্টি স্পষ্ট বুঝা যায়।
নিজে নিজে হতে পারে শুধু একজন
কারণ যে নিজে হবে সে হবে অসীম
সসীম হবেন তিনি নেইতো কারণ
পারলে অসীম হতে কে হয় সসীম?

সীমাদাতা না থাকায় হয়না সসীম
যে হয় একান্ত নিজে সৃষ্টিকর্তা ছাড়া
এ নিয়ম সাধারণ অস্তিত্ব জগতে।
অসীমদের আলাদা করা অসম্ভব
বলে সব অসীমেরা হয় একজন
তাহলে অপর সব শুধু সৃষ্টি তাঁর।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৪

আরোগ্য বলেছেন: বরাবরের মত ভালো।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০২

টুটুল বলেছেন: ভালো লিখেছেন।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৫

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২১

প্যালাগোলাছ বলেছেন: আল্লাহর নিরানব্বই টি নাম নিয়ে আপনার সনেট গুলো সত্যিই প্রশংসনীয় ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৮

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪

রাজীব নুর বলেছেন: যে কবি বাস্তববাদী নয় সে মৃত৷ কিন্তু যে কবি শুধুই বাস্তববাদী সেও মৃত ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৭

সনেট কবি বলেছেন: কঠিন মন্তব্য ।

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৬

মাহমুদুর রহমান বলেছেন: আপনার লেখায় আমি মুগ্ধ হই বারংবার।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৭

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: এটা কখন চোখের বাইরে গেল??

সুন্দর ++


শুভেচ্ছা নিয়েন কবিভাই।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫২

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.