নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আর-রাব্ব

০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০২



পরম প্রতিপালক আর-রাব্ব সব
সৃষ্টির খেয়াল রেখে ব্যবস্থা করেন
তাদের যা প্রয়োজন।উপরে তোলেন
পতিত বান্দার মান তাদের মঙ্গলে।
তওবাকারীর দুঃখ করে অনুভব
অপরাধ সব তার সহজে ভুলেন
প্রতিপালনে এভাবে অনন্য হলেন
চালনে এ মহাপ্রভু সমগ্র অচলে।

প্রভু প্রিয় সকলের জন্য দয়াময়
তাঁর দানে সৃষ্টিকুলে সুখে দিন কাটে
পরিপূর্ণ নিরাপদ সে প্রভু আশ্রয়।
ঈমানটা বেচে যারা দুনিয়ার হাটে
আখেরে বিপদ এসে মহা দূর্নিবার
করবে তাদের সব স্বপ্ন চারখার।

রাব্বু

রাব্বু পালন করেন কাছে থেকে সবে
সৃষ্টিরা যেথায় আছে তিনিও সেথায়
নিজে থেকে সকলের করেন পালন
লালন পালনে তাঁর নেই কোন ত্রুটি।
তথাপি অনেকে থাকে অনেক কষ্টেতে
সেসবের পিছনেও কারণ আছে
প্রভুর রাজত্বে কিছু হয়না এমনি
পরীক্ষা শাস্তির ক্ষেত্রে ব্যতিক্রম হয়।

এত বড় জগতের এত বড় প্রভু
সকলের সব কিছু খেয়াল রাখেন
ব্যবস্থা করেন সব বিবেচনামতে।
তথাপি জগতে চলে কত হানাহানি
এসব চলবে শুধু সামান্য সময়ে
পরজগতে আবার ফিরবে শৃঙ্খলা।

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪২

নজসু বলেছেন: আস সালামু আলাইকুম।

০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫১

সনেট কবি বলেছেন: ওয়ালাইকুম সালাম।

২| ০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: বরাবরের ন্যায় সুন্দর । ++

শুভেচ্ছা নিয়েন কবিভাই।



২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০০

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.