নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আল-হাকীম

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪২



আল-হাকীম পরম প্রজ্ঞাময়তায়
যাঁর নেই কোন ভুল।বিশেষ জ্ঞানের
অসীম ভান্ডার তিনি।এ জ্ঞানে অন্যের
যা আছে যত্নে সঞ্চিত সব তাঁর দান।
সামান্য বিজ্ঞান নিয়ে যে দাম্ভিকতায়
তাঁকেই অবজ্ঞা করে তার অন্যায়ের
পরিমাণ গুরুতর। সেজন্য এদের
করেন না হেদায়েত সে প্রভু প্রদান।

বিজ্ঞানের সাধনায় থেকে কত লোক
কত কিছু পেয়ে যায় অবলিলাক্রমে।
আল-হাকীমে পায়না দ্যূলোক ভূ-লোক
তালাশে তাদের দৃষ্টি পরিমাণ কমে।
মহাবিজ্ঞান সঞ্চিত যাঁর কাছে সব
করেনা বিজ্ঞানী কত তাঁকে অনুভব।

হাকিমু

হাকিমু সুবিচারক ফরিয়াদে সব
তাঁর আদালতে কোন অবিচার নেই
সবাই সবার পাবে প্রাপ্য পুরোটাই
বিন্দু পরিমাণ তাতে হবেনাতো ভুল।
এখন কাজের বেলা সবে কাজ করে
হাকিম সেজন্য চুপ আছেন এখন
কি ন্যায়-অন্যায় সেটা দেখবেন পরে
হাসরে হাকিম তাঁর করবেন কাজ।

অন্যায়ে হাকিম কেন নিরব থাকেন
অনেকে এমন প্রশ্ন করেন সর্বদা
অথচ এখন সেই হয়নি সময়।
অধিক সমস্যা হলে হাকিম ধরেন
নতুবা এখন তিনি অবকাশ দেন
হাসরে পাবেই ফল সবাই সবার।


আল-হাকাম

আল-হাকাম সুবিজ্ঞ মহাবিচারক,
অতিসয় নীতিবান।বিচারের মান
হয়না অপর কারো সে প্রভু সমান;
তিনিতো আহকামুল হাকেমিন চির।
অপরাধী অপরাধে নিরন্ত পুলক
যদিও এখন পায়; কূ-পথের টান
তাদের আত্মায় থাকে নিত্য অফুরান;
অবশেষে ধরাখাবে সে সকল বীর।

গুনাহগার ভাবছে তারা ছাড়া পাবে
বিস্তর আশায় তারা সময় কাটায়;
কিন্তু তারা দলেবলে মরে ধরা খাবে।
যুক্তি ও বিজ্ঞান তারা বিস্তর খাটায়
মুক্তমনা ভেবে মনে সুখ পায় অতি
চূড়ান্ত ধরায় শেষে থাকবেনা গতি।


মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৯

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর ইসলামি কবিতা। শুভ কামনা কবি।

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫০

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

২| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর সনেট ।

শুভেচ্ছা নিয়েন কবিভাই ।

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫২

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৩| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো লাগলো কবিতাটি

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫২

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৪| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৯

রাজীব নুর বলেছেন: 'অবলিলাক্রমে' মানে কি?
তালাশে হবে তালাসে নয়।

০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৬

সনেট কবি বলেছেন: অবলিলাক্রমে মানে সহজে। আর বানান ঠিক করেছি। আল্লাহ আপনার মঙ্গল করুন।

৫| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৫

সুদীপ কুমার বলেছেন: আপনি এক একটি আরবী শব্দ নিয়ে সুন্দর চতুর্দশপদী কবিতা লেখেন।প্রভুর নাম শেষ হলে বাংলায় আমাদের জন্য কিছু লিখেন।
লেখা ভালো হয়েছে।

২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

সনেট কবি বলেছেন: আপনার মন্তব্যে খুশী হয়ে পোষ্টে আরেকটা কবিতা যোগ করে দিলাম। ধন্যবাদ প্রিয় কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.