নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আল-ওয়াজিদ

০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:২৮



পরম প্রাপক হয়ে আল-ওয়াজিদ
অফুরন্ত ভান্ডারের অধিকারী এক
করেন অপার দান সময়ে প্রত্যেক
তথাপিও থাকে তাঁর সম্পদ অশেষ।
অকাজের চেতনার কিছু চিন্তাবিদ
কত কত ভাবনায় ভোগে অহেতুক
প্রকাশে তাদের সব কল্পনা বাতিক
অযথা প্রভুর প্রতি ছড়ায় বিদ্বেষ।

যে অসীম কারো ক্ষেত্রে মুখাপেক্ষিনন
সকলেই পায় সব তাঁর করুনায়
অটল সর্বদা তাঁর সুদৃঢ় আসন।
তাঁর বিরোধিতা করে কাঁচকলা পায়
বোধহীন বিরোধিরা, তাদের বিনাশ
ঘটায় তাদের সব মিথ্যার প্রকাশ।


ওয়াজিদ

মহাপ্রভু ওয়াজিদ একান্ত প্রাপক
সুনামের, সম্মানের, আন্তরিক মনে
সবার ইবাদতের। তাঁর কৃতজ্ঞতা
থাকা চাই পরিপূর্ণ সঠিক মাত্রায়।
তাঁর প্রাপ্য অপরকে করলে প্রদান
এ অন্যায় অত্যাচার ক্ষমার অযোগ্য
অকাজের কাজ খুব।ভাবা দরকার
কার খাই কার গাই কি করি কখন?

অহেতুক ভুল পথে চলা ভাল নয়
কারো ক্ষেত্রে। ওয়াজিদ দানে চলে
জীবন জগৎ সব সুচারু সুন্দর।
ভুল সবি ভুল অন্যে ডাকা আবেগেতে
যারা প্রাপ্য তাঁকে দিয়ে সুখে থাকা ভাল
নতুবা ভুলের ফলে সমূহ বিপদ!


"আল-ওয়াজিদ " নামের ফজিলত

-হাবিবুর রহমান (হাবিব স্যার)

ওয়াজিদ নামে রব মুখাপেক্ষী নন
এমন সঁত্তায় রাখো সতত ঈমান,
সর্বদা অভাবী থাকো কিনারা পাচ্ছো না?
চাকরির দেখা নাই, কর্মও মিলছেনা?
ওয়াজিদ নাম স্মরো সকাল সন্ধ্যাতে
করো যদি শুকরিয়া দোয়া ও সালাতে,
একান্ততায় মনে মনে, মুছে যাবে গুণা
অঢেল সম্পদ পাবে অভাবী রবেনা।

অসচ্ছল সঙ্গী সদা হাত পাতো অন্যে?
সুখ তুমি খুঁজে ফিরো আকুলতায় হন্যে?
লাভ নাই লাভ নাই তোমাকে শোধাই।
সচ্ছলতা ওয়াজিদে মানো বা না মানো
কমতি কি হবে কোন শোন বা না শোন
সদা অমুখাপেক্ষী সে পরম সঁত্তায়।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩৫

নজসু বলেছেন: আস সালামু আলাইকুম।
শুভ সকাল।

০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩৮

সনেট কবি বলেছেন: ওয়ালাইকুম সালাম। আল্লাহ আপনার মঙ্গল করুন।

২| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার আল - ওয়াজিদ ।

শুভকামনা শ্রদ্ধেয় কবিভাইকে।

০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪৮

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৩| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তাঁর বিরোধীতা করে কাঁচকলা পায়
বোধহীন বিরোধীরা, তাদের বিনাশ
ঘটায় তাদের সব মিথ্যার প্রকাশ।

..............................................................................
শুভ বার্তা

০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৬

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৪| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:১০

নতুন নকিব বলেছেন:



শব্দ দু'টি চিন্তাবিদ এবং বিরোধিতা হবে। +++

০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৭

সনেট কবি বলেছেন: ঠিক করেছি প্রিয় কবি। আল্লাহ আপনার মঙ্গল করুন।

৫| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৯

আই নাজ বলছি বলেছেন: চমৎকার।

০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৭

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৬| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
কেমন আছেন চাচাজ্বী?
সত্য কথা বলি- আপনাকে চাচা ডাকতে ডাকতে, এখন আমার মনে হয় আসলেই আপনি আমার চাচা।

সনেট ভালো হয়েছে।

০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৮

সনেট কবি বলেছেন: জেনে খুশী হলাম। আল্লাহ আপনার মঙ্গল করুন।

৭| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর হয়েছে কবিতাটি

০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৯

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৮| ১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯

হাবিব বলেছেন:




"আল-ওয়াজিদ " নামের ফজিলত


ওয়াজিদ নামে রব মুখাপেক্ষী নন
এমন সঁত্তায় রাখো সতত ঈমান,
সর্বদা অভাবী থাকো কিনারা পাচ্ছো না?
চাকরির দেখা নাই, কর্মও মিলছেনা?
ওয়াজিদ নাম স্মরো সকাল সন্ধ্যাতে
করো যদি শুকরিয়া দোয়া ও সালাতে,
একান্ততায় মনে মনে, মুছে যাবে গুণা
অঢেল স¤পদ পাবে অভাবী রবেনা।

অসচ্ছল সঙ্গী সদা হাত পাতো অন্যে?
সুখ তুমি খুঁজে ফিরো আকুলতায় হন্যে?
লাভ লাই লাভ নাই তোমাকে শোধাই।
সচ্ছলতা ওয়াজিদে মানো বা না মানো
কমতি কি হবে কোন শোন বা না শোন
সদা অমুখাপেক্ষী সে পরম সঁত্তায়

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২১

সনেট কবি বলেছেন: স্বল্প সময়ে এমন অধীক সনেট সত্যি বিস্ময়কর। আল্লাহ আপনার মঙ্গল করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.