নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

আল-মুকতাদির

০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫



আল-মুকতাদির কি মহাপরাক্রমে
জগৎ শাসন করে শৃঙ্খলে রাখেন
বিদ্যমান সব কিছু ।একলা থাকেন
এ কাজে সে মহিয়ান সর্ব ক্ষমতায়।
যথাযথ সকলের কষ্ট উপশমে
প্রবল প্রতাপশালী সক্রিয় আছেন
তাঁর স্নেহের ছায়ায় সবাই বাঁচেন
মহাসুখে নিরন্তর শান্তিময়তায়।

নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী এক
আল-মুকতাদিরের শাসনে সুন্দর
মায়াময় পরিবেশে সুখেতে অনেক
সৃষ্টির শীতল থাকে মোহিত অন্তর।
নিরাপদ থাকে মন সঞ্চিত সম্পদ
সে প্রভু সহায় হলে, থাকেনা বিপদ।

মুক্বতাদীরু

সিদ্ধান্তগ্রহণকারী মুক্বতাদীরুর
সমকক্ষ আর কেহ এ জগতে নেই
সকলের ভাগ্যদাতা তিনি শুধু একা
তিনি ভিন্ন প্রাপ্তিযোগ নেইতো কোথাও।
কিছু যদি পেতে হয় তাঁর কাছে চাও
অন্য ক্ষেত্রে চাইলেও দেন শুধু তিনি
তবে অন্যে হাত পাতা বড় অপরাধ
তাঁর ওয়াস্তে চাইলে অপরাধ নেই।

দানকর দানচাও মুক্বতাদীরুর
ওয়াস্তে শুধুই সদা অন্য ক্ষেত্রে নয়
একাজ কখনো করা অপরাধ করে।
পাওয়া যায় বলেই অন্যে নাহি দেয়
তিনি দেন সকলের দেখতে বিবেক
হাসরে প্রমাণ হবে কে দাতা আসলে।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর ++

শুভেচ্ছা নিয়েন।

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৫

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

২| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২১

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: পড়লাম, বেশ লাগল, আপনার চেষ্টা সার্থক হোক। আমিন।

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৭

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৩| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৯

ইসমাঈল আযহার বলেছেন: একদম রাইট প্রভু সহায় হলে বিপদ থাকে না।

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৮

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৪| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: হে আল্লাহ ! তুমি শান্তির উৎস । যাবতীয় শান্তি তোমার কাছ থেকেই আসে । হে সম্মান ও মর্যাদার অধিকারী ! তুমি বরকতময় ।

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৮

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৫| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৮

রাকু হাসান বলেছেন:

পারেনও আপনি কবি । কততম নামে আছেন ? প্রভুই ভরসা ।

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫০

সনেট কবি বলেছেন: এটি ৯২ তম। কিন্তু মডু এর আগেরটি প্রথম পাতা থেকে সরিয়ে দিয়েছে। ভয় পেয়েছি। ভাবছি কি করব।

৬| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৯

নজসু বলেছেন: আস সালামু আলাইকুম।
শুভ সকাল।
আশা করি ভালো আছেন।
আজকে (৯ অক্টোবার) আপনাকে ব্লগে সকালবেলা দেখলাম না মনে হয়।

১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫০

সনেট কবি বলেছেন: তখন ব্লগে ছিলাম না। আল্লাহ আপনার মঙ্গল করুন।

৭| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৭

আকতার আর হোসাইন বলেছেন: মন জুড়ানো কবিতা। ধন্যবাদ আপনাকে।

১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫১

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৮| ১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৩

খায়রুল আহসান বলেছেন: "তাঁর স্নেহের ছায়ায় সবাই বাচেন" - আলহামদুলিল্লাহ!

১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫১

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.