নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

জাতির আশা রোদ

০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০০



শান্তির দেশ গড়ায় সব নাগরিক
আইন মেনে চলবে। গুণী সরকার
ব্যবস্থা করবে সব, দেখে দরকার
সর্বক্ষেত্রে।কাজ হবে হাতে ধরে হাত।
অধিক কাজ লাগবে চাইলে অধিক
স্বজাতির উন্নয়ন।না থেকে বেকার
অথবা কর্ম ব্যবস্থা করলে সবার
অবিরাম বইবেই সুখের প্রপাত।

এজাতি হতাশ নয়, গুটি গুটি পায়ে
এগিয়ে অনেক পথ দেখছে সম্মুখে
আশা রোদ ঝরে পড়ে লাগে যেন গায়ে।
সম্ভাবনা সব আছে প্রত্যাশার চোখে
শুধু ছেড়ে দিতে হবে আলস্য শয়ন
দিগন্তে প্রসার করে কর্মের নয়ন।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো লাগলো কবিতা পাঠে।

০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১২

সনেট কবি বলেছেন: পাঠে ও প্রথম মন্তব্যে নিরন্তর শুভেচ্ছা।

২| ০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০২

রাজীব নুর বলেছেন: তিন নম্বর লাইনে ব্যবস্থা হবে।
আর সব শেষে দিগন্ত হবে।

০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭

সনেট কবি বলেছেন: ঠিক করে দিয়েছি, ধন্যবাদ।

৩| ০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫

তারেক ফাহিম বলেছেন: এ জাতি হতাশ নয় :D

বেকারত্ব কিংবা বেকারদের নিয়ে কোন সনেট আশা করতে পারি?

০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১

সনেট কবি বলেছেন: দেখা যাক কখন কি লেখা যায়।

৪| ০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০০

মাহমুদুর রহমান বলেছেন: আলস্যকে আমি হাজার বার ছেড়েছি।

০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২

সনেট কবি বলেছেন: সে জন্য আমিও কষ্ট করে আপনাকে নিয়ে একটা সনেট লিখে পোষ্ট দিয়ে ফেলেছি।

৫| ০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৮

আরোগ্য বলেছেন: সূর্য হাসবে কোন এক অদুর প্রভাতে।

০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

সনেট কবি বলেছেন: আমরা সেই অপেক্ষায় থাকলাম।

৬| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ফরিদ ভাই, অসম্ভব লাগলো সনেট! লাইক দিলাম ;)

০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

সনেট কবি বলেছেন: নিরন্তর শুভেচ্ছা জানবেন তাজুল ভাই।

৭| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

পদাতিক চৌধুরি বলেছেন: সনেট টি সুন্দর হয়েছে, তবে ছবিটি অসাধারণ লাগলো।


শুভেচ্ছা নিয়েন প্রিয় কবি ভাই।

০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

সনেট কবি বলেছেন: ধন্যবাদ চৌধুরি ভাই।

৮| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

সাইন বোর্ড বলেছেন: অাশাবাদি কথা, যদিও এ জাতির ভবিষ্যৎ অন্ধকার ।

০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

সনেট কবি বলেছেন: কিছু কিছু আলোও ফুটছে।

৯| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৩

মাহমুদুর রহমান বলেছেন: লেখক বলেছেন: সে জন্য আমিও কষ্ট করে আপনাকে নিয়ে একটা সনেট লিখে পোষ্ট দিয়ে ফেলেছি।

:||

০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭

সনেট কবি বলেছেন: সম্ভবত খুশী হয়েছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.