নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

সত্যের পথ

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১



সুন্দরের প্রতিচ্ছবি সত্যের ভিতর
দেখে সব সজ্জনেরা সত্যপানে ছুটে
মিথ্যায় আঁধার কালো থাকে ঘুট ঘুটে
যা হয় ভিতর থেকে ভয়াল দর্শন।
অগ্নিগর্ভ হয়ে থাকে মিথ্যার উদর
সেথায় অগ্নি স্ফুলিঙ্গ উঠে ফুটে ফুটে
সত্যরূপে সজ্জনের মন ভরে উঠে
তারা হয় দিব্যকান্তি শীতল নয়ন।

যে থাকে মিথ্যার সাথে সে বুঝে অধম
নিজেকে একান্ত ভাবে।সত্যতে এমন
থাকেনা মনের জ্বালা, দুঃখ সেথা কম।
মিথ্যায় থাকেনা কারো শান্তিপূর্ণ মন
অপ্রিয় দর্শন হয় মিথ্যা অলিগলি
সেজন্য সত্যের পথে এস সবে চলি।

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালোবাসা করে গেলাম বিলি । সুন্দর

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:৪১

সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব।

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

নাহিদ০৯ বলেছেন: সুন্দরের প্রতিচ্ছবি সত্যের ভিতর - আপনার কবিতা এবং আপনার চিন্তা করার ওয়ে। সবই ভালো লাগে।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:৪২

সনেট কবি বলেছেন: দোয়া করবেন যেন সত্য ও সুন্দরের পথে থাকতে পারি।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বরাবরের মতোই চমৎকার
শুভেচ্ছা আপনার জন্য ফরিদ ভাই।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৩

সনেট কবি বলেছেন: গণমাধ্যমে কিভাবে স্থান পাওয়া যায় যদি বলতেন তবে ভাল হতো।

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

হাবিব বলেছেন:




সত্য পথের ঠিকানা
..........................................

মহা সত্য সেতো জানি নাম কুরআন
আরো আছে ভেবে দেখ সুন্নত প্রমান,
সাহাবারা যেই পথে গিয়েছেন চলে
সেই পথ সত্য জানি কুরানেও বলে।
ফাতিহাতে তাই খোদা দিলেন বর্ণনা
কিভাবে চাইতে হবে কোন সে ঠিকানা,
সরল সঠিক পথ পাবে তুমি সেথা
প্রভুতে ঈমান এনে যাও যদি চলে।

সঠিক পথের দিশা সদা যেন পাই
ঈমানেতে সদা যেন আল্লাহ রাখেন
এর চেয়ে বেশি কিছু আমি নাহি চাই।
সতত সবাই যেন থাকে সত্য পথে
বিশ্বাস ভরসা সদা রাখে আল্লাহতে
দরবারে আল্লাহর প্রার্থনা এটাই।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৫

সনেট কবি বলেছেন: আপনার লেখা পড়ে মনে হচ্ছে সনেট পাঠক হয়েও শান্তি পাব।

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

রাজীব নুর বলেছেন: কোন এক অনিদ্রার মধ্য রাতে

চাঁদের আলোতে,প্রবাহমান নদীর পাড়ে

একাকী হাঁটছি আমি ।

হৃদয়ের শুন্যতা উদভ্রান্তের মতো...

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৬

সনেট কবি বলেছেন: এভাবেই আপনার কথাগুলো প্রাণবন্ত হয়ে উঠে।

৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:


সময়ের সাথে চিন্তাশীল মানুষেরা ক্রমেই মানুষ জন্য সঠিক পথ বের করতে সক্ষম হবেন।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৮

সনেট কবি বলেছেন: হয়তবা তেমন কিছু হবে। আমরা আশায় থাকলাম।

৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:২২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: খুব খুব সুন্দর হয়েছে স্যার। কেমন আছেন? আশা করি ভালো আছেন।

৮| ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

মাহমুদুর রহমান বলেছেন: সত্য কথাগুলো সব সময় বক্তৃতার মতো শোনায়, মিথ্যাগুলো শোনায় কবিতার মত.

৯| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৮

নজসু বলেছেন:



সত্যের পথ সহজ সুন্দর সরল।

১০| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৯

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: এসেছে সত্য। দূর হয়েছে মিথ্যা। মিথ্যা তাঁর প্রকৃতগত কারণেই দূর হবে।

১১| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: শান্তিপূর্ণ সুন্দর সত্য হোক আমাদের আদর্শ। সত্যের পথ বড় পূণ্যের পথ হোক মোদের অনুকরণীয়। সনেটে ভালো লাগা।


শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.