নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

জনাব আজরাঈল সমীপেষু

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০২




জনাব আজরাঈল আপনি আসেন
আমারে উপরে নিতে, নীচে আর কত?
শতকষ্ট যন্ত্রণায় আমি আশাহত
বেঁচে থাকা মনে হয় হয়ে গেছে দায়।
এখানে অনেক লোক বিপদে আছেন
তাদের হৃদয়ে কত বঞ্চনার ক্ষত
ভোগায় তাদের খুব কষ্টে অবিরত
সে কারণে প্রয়োজন তাদের বিদায়।

এ পৃথিবী ছেড়ে সবে এক দিন যাবে
এটাই বাস্তব সত্য। যাবেনাতো থাকা
এখানে অমর হয়ে, সবে অক্কা পাবে।
জনাব আজরাঈল হতাশায় ঢাকা
জীবনে প্রত্যহ বেড়ে অন্তরের জ্বালা
মৃত্যুর বরণে লোকে দিতে চায় মালা।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩

হাবিব বলেছেন:




আজরাইল আসবে যেদিন।
.......................................

জনাব আজরাইল আসবে যেদিন
হাসিমুখে কেউ কেউ করবে বরন,
মৃত্যুতে পৌছাবে তাঁরা রবের দিদারে
জানি তাঁরা মুসলিম দুনিয়ার 'পরে।
কাঁদবে সেদিন সব জালিমের দল
পীড়িত মানুষে করে নির্যাতন কত,
মুসলিমে দিয়েছিলো বঞ্চনার ক্ষত
জানি তারা মুনাফিক এ ধরণী 'পরে।

জনাব আজরাইল যবে নিবে প্রাণ
বেদ্বীনের মসনদে জোরে দিবে টান
মৃত্যু তাদেরকে ধরে দোযখেই নিবে।
এ পৃথিবী ছেড়ে যবে পরপারে যাবে
খোদাভীরু সব লোক শান্তিতেই রবে
নির্যাতনের যাতনা মুছে যাবে তবে।

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭

সনেট কবি বলেছেন: সোবহানাল্লাহ এমন মন্তব্য কালে ভদ্রে হয়ত পাওয়া যায়। মুগ্ধ হলাম।

২| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০১

হাসান জাকির ৭১৭১ বলেছেন: আজরাইলকে ডাকলে সে আসেনা।

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪

সনেট কবি বলেছেন: অথচ না ডাকলেও এসে পড়ে। সে এরকমই করে।

৩| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৫

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ সনেট কবি- জনাব,এই পৃথিবীতে প্রতিবছর 131.4 মিলিয়ন শিশু জন্ম নিচ্ছে। প্রতিদিন জন্ম নিচ্ছে 3,60,000 শিশু, প্রতি ঘন্টায় 15,000, প্রতি মিনিটে 250 জন ।

তেমনিভাবে প্রতিবছর 53.3 মিলিয়ন মানুষ মারা যাচ্ছে। প্রতিদিন মারা যায় 1,51,600 জন, প্রতি ঘন্টায় 6,316 জন, প্রতি মিনিটে 105 জন।

জন্ম-মৃত্যুর এই চক্র প্রাকৃতিক। আগে মানুষকে ভয় দেখানোর জন্য মৃত্যুভয়,কবরের আযাব, আজরাঈলের ভয় দেখানো হতো। এখনো দেখানো হয়। ধর্মের বড় হাতিয়ার এই মৃত্যু।

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩

সনেট কবি বলেছেন: আপনার ভিন্নমতের কথা আপনি অবশ্যই বলবেন যারা সাথে আমরা একমত নই। আমরা আল্লাহর কথা মানি।

৪| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সনেটে এবার আজরাইল ও এসে গেলো। ভালো লিখেছেন কবি

০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৫| ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২

মাহমুদুর রহমান বলেছেন: মৃত্যুর আগে যেন মহান আল্লাহ আমাদের মুখে জারি করে দেন কালেমা তাইয়াব," লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সঃ)"।

৬| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৭

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু বরণ করার তৌফিক দান করুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.