নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

পরের মঙ্গল

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৩




সব ছেড়ে এক দিন চলে যেতে হবে
এখানে কারুর নেই চিরস্থায়ী ঘাটি
যদিও অস্থায়ী ভাবে আছে পরিপাটি
স্বল্প সময়ে হেথায় সবার নিবাস।
নিরলে সবাই ভাবে ডাক এলে কবে
যেতে হবে তাকে তার ছেড়ে প্রিয় মাটি
এস্থানের অবারিত রেখে প্রেম খাঁটি
পান করে মরনের গরল নির্যাস?

ক্ষণিকের এ আলয়ে পরের মঙ্গল
বেশী লাভ বেশী স্বাদ উদার দৃষ্টিতে
পরের খুশিতে আসে আনন্দ নির্মল।
কি পেয়েছি তা’ নয়, কি পারলাম দিতে
হিসেব করেন সব সভ্য পূণ্যবান
পরস্ব হরনে থাকে পাপী মনে টান।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৫

আরোগ্য বলেছেন: কবিতায় চিরন্তন বাস্তব। সুন্দর!

১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৮

সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

২| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৮

বলেছেন: অনন্য

১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৯

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৯

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: আমি বলতে গেলে একজন নতুন ব্লগার। ব্লগে আসাও হয় না তেমন একটা। সবার কমেন্টে আপনার অনেক নাম শুনেছি। এই প্রথম পড়লাম আপনার কোন কবিতা। নিঃসন্দেহে খাঁটি সত্য কথা বলেছেন।
আর কেউ যে এত এত সনেট লিখতে পারেন, সেটা আপনার ব্লগটি না দেখলে হয়তো বিশ্বাস করতাম না। আমার শুভকামনা জানবেন। সময় পেলে আপনার অন্য সনেটগুলো পড়ে দেখার চেষ্টা করবো।

১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১০

সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।

৪| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৭

রাজীব নুর বলেছেন: অনবদ্য।

১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১১

সনেট কবি বলেছেন: ধন্যবাদ জনাব।

৫| ১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৮

সাত সাগরের মাঝি ২ বলেছেন: খাঁটি সত্য কথা

১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১২

সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৬| ১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫

হাবিব বলেছেন:




পরের কল্যানে যদি দিন করো ব্যয়
উদার দৃষ্টিতে সদা যদি করো ন্যায়
পরের খুশিতে পাবে শত মহানন্দ।
কি পেয়েছো হিসাবে থেকোনা কখনো
পরের কল্যানে সুখ হৃদয়েতে বুনো
তাতেই ফিরবে সুখ জীবনের ছন্দ।

১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৩

সনেট কবি বলেছেন: ছন্দময় মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় কবি।

৭| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৩

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: অসাধারণ।

১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৩

সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৮| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৩

অপু দ্যা গ্রেট বলেছেন:


কবি পরের মঙ্গল করে আজ আমি যে শুন্য হাতে ।

তবুও ছুটে যাই মঙ্গল করতে ।

ভাল থাকবেন ।

১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৪

সনেট কবি বলেছেন: আপনার জন্য শুভ কামনা।

৯| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৬

নজসু বলেছেন:

কি নিয়ে গেলাম বড় কথা নয়;
কি রেখে গেলাম সেটাই আসল।

শ্রদ্ধা জানবেন আমার প্রিয় সনেট কবি।

১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৫

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

১০| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর ! মনমুগ্ধকর ।

বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা প্রিয় কবিভাইকে।

১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২২

সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ চৌধুরি ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.