নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

একজন হুমায়ুন আহমেদ

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫২



একজন হুমায়ুন আহমেদ এক
অমর সম্রাট তাঁর রাজ্যে সুখময়,
পাঠক প্রজার দলে যাদের সময়
কাটে তাঁর লেখা পড়ে আনন্দে অনন্য।
নেশায় আক্রান্ত সেথা পাঠক অনেক
প্রাণবন্ত চিত্রে যেন কারা কথা কয়
মনে বাসা বাঁধা কথা নড়বার নয়
যা আবেগে ঢেউ তোলে পাঠকের জন্য।

একে একে পড়ে তাঁর সে অমর গাঁথা
মনে হতো প্রানবন্ত চরিত্ররা সব
তারা যেন কত ভাবে বলে কত কথা।
গল্পের ভিতরে থেকে করে অনুভব
নিজেরে সকল স্থানে অমৃতে অপার
এক লেখা পাঠকেরা পড়ে বার বার।

বিঃদ্রঃ কবিতাটি তার আগামী কালের জন্ম দিনের আগাম শুভেচ্ছায় লেখা।

উৎসর্গঃ সকল হুমায়ুন ভক্ত।

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০২

সাইন বোর্ড বলেছেন: অনবদ্য ।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৮

সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: লেখক এর জন্মদিনে আগাম শুভেচ্ছা । খুব সুন্দর হয়েছে। অশেষ ধন্যবাদ শ্রদ্ধেয় কবি ভাইকে। সনেটে মুগ্ধতা রেখে গেলাম++


বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা শ্রদ্ধেয় কবি ভাইকে।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১১

সনেট কবি বলেছেন: নিরন্তর শুভেচ্ছা জানবেন চৌধুরি ভাই। দয়াকরে আমার দশটা সেরা কবিতা বেছে দিবেন গুরুত্বপূর্ণ লোকদের দেখানোর জন্য। অনুরোধ রইল।

৩| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৪

সজিব আহমেদ আরিয়ান বলেছেন: সত্যি অসাধারণ।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১১

সনেট কবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৪| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রিয় লেখকের জন্মদিনে সনেট ভাল হয়েছে...

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১২

সনেট কবি বলেছেন: অবশ্য তিনি প্রায় সব পাঠকের প্রিয়।

৫| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৮

আরমান শুভ বলেছেন: লোকটা প্রচুর লেখতে পারতেন দারুণ লেখতেন। অনেক বড় লেখকরা তার মতো লিখতে না পেরে তাকে হিংসা করতেন।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৩

সনেট কবি বলেছেন: হিংসে করে কি আর অটলের আসন টলানো যায়? তিনি সবাইকে ছাফিয়ে গেছেন।

৬| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৮

হাবিব বলেছেন:
অসাধারণ হয়েছে সনেট। খুব খুব ভালো লাগলো।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৯

সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ জনাব।

৭| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০৭

চাঁদগাজী বলেছেন:


তিনি আমাদের সমাজকে অনুধাবন করতে সক্ষম হয়েছিলেন।

১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১১

সনেট কবি বলেছেন: ঠিক বলেছেন।

৮| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২২

বলেছেন: সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন

১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১১

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

৯| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১:০০

মাহমুদুর রহমান বলেছেন: পড়ে মুগ্ধ হলাম।

১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১২

সনেট কবি বলেছেন: নিরন্তর শুভেচ্ছা জানবেন।

১০| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৪

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী আপনাকে অনেক ধন্যবাদ।
আপনি আমার বসকে নিয়ে লিখেছেন।

আমি বই পড়া শুরু করেছিলাম- হুমায়ূন সাহিত্য থেকে অনুপ্রাণিত হয়েই। আসুন আমরা হুমায়ূন সাহিত্য থেকে অনুপ্রাণিত হই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.