নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগার রানার ব্লগ

১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৯



রানার ব্লগ দেখেছি, এখানে অনেক
চঞ্চল কবিতা কন্যা নিত্য খেলা করে
মন বালিকার সনে, তাদের আদরে
থাকে অফুরান জ্যেতি হৃদি বশ্যতায়।
কি ঝর ঝরে রূপের দেখি এক এক
কবিতা কন্যার মুখ। তারা মন হরে
মুগ্ধতা ছড়িয়ে দিয়ে সকল প্রহরে
সমগ্র পাঠক দলে কি অনন্যতায়।

কবিতার জোছনায় খেলা করে সুখ
সারি এসে বলে বন্ধু দেখিনি এমন
আনন্দ, মন ভরেই জুড়ায়েছে চোখ।
দেখ দেখ প্রিয়তম কবিতার বন
কবির হস্তে সাজানো পদ্মদল দোলে
অবাক তাকিয়ে থেকে দেখি কৌতুহলে।

ব্লগার রানার ব্লগ

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬

মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর।

১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৪

সনেট কবি বলেছেন: প্রথম মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

২| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪

কিরমানী লিটন বলেছেন: ভালো লিখেছেন- সুন্দর...।

১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৫

সনেট কবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৩| ১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন: সনেট অনেক ভালো হয়েছে ভাই।

১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৬

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

৪| ১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

Sujon Mahmud বলেছেন: সুন্দর হয়েছে

১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৭

সনেট কবি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৫| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৩

রাজীব নুর বলেছেন: প্রতিটা ব্লগারকে নিয়ে লিখছেন। ব্লগাররা খুব উৎসাহ পাচ্চে।
আপনাকে স্যলুট।

১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১০

সনেট কবি বলেছেন: বাস্তবিক, আমাকে নিয়ে কেউ লিখলে আমি খুব উৎসাহিত হই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.