নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

এলোমেলো ভাবনা - ৪ এবং আমার হাজার সনেট

১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০



সত্য কার কথা?

কোথা হতে আগমন যেতে হবে কোথা
মানুষের জীবনেতে কে বড় আপন
এরপর কোথা হবে জীবন যাপন
জেনে নিতে হবে সব ঠিকানা নিজের।
এপার ওপার নিয়ে সত্য কার কথা?
সত্য বোধগম্যতায় দাও কায়মন
অবিবেকে শক্তভাবে করবে দমন
ভাবনা মাথায় রাখ আগামী দিনের।

তোমার নিজের সব মঙ্গলের দায়
তোমাকেই নিতে হবে।অমঙ্গল হলে
অবশ্য ভুগবে তুমি পড়ে যন্ত্রণায়।
কে কোথায় কখন কি কথা বলে চলে
সব কিছু ঠিকঠাক করে অনুভব
সত্যের সন্ধান কর যতটা সম্ভব।


সম্পর্কের গাড়ি

তোমার পাপিয়া ডাকে আমার বিড়াল
যার যেটা ভাল লাগে। কেন অপমান
কর পর পছন্দের না করে সম্মান
খুব বেশী ঝামেলার সে সব না হলে?
অযথা একলা কেন? এ রাঙ্গা বিকাল
ক্রমে যায় শেষ হয়ে, অন্তরের টান
ফুরিয়ে কোথায় গেল? দেব অফুরান
প্রেম কাছাকাছি বসে, এসনা তাহলে!

টুকটাক মনবাদ মেনেনিতে হয়
মনে রেখে দিতে হয় ভালবাসা সব
ঝগড়া সেতো সর্বদা ভুলতেই হয়।
দু’জন দু’জনে করে অনুভব
যেতে হয় জীবনের পথ দিয়ে পাড়ি
সর্বদা সচল রেখে সম্পর্কের গাড়ি।

ওপার চিন্তা

বিপদ এমন আসে খবর না দিয়ে
কখন যে কারে ডাকে নতুন কবর
থাকেনা এমন কারো কোনই খবর
মরন কখন তারে সাথে নিয়ে যাবে।
বেঁচে থাকে মানুষেরা মৃত্যু চিন্তা নিয়ে
দুনিয়ার ভাবনার কে কাটে যাবর
মাথায় কি জমে আছে অনেক গোবর?
ভেবে কি দেখেছ কিছু ওপারে কি পাবে?

দেখনা হিসেব করে কি আছে সম্বল
পরপার জন্যে কিছু সময়তো দাও
নতুবা ওপারে খুব থাকবে দূর্বল।
দুনিয়ার লোভেপড়ে সম্মুখেতে যাও
পরপার জন্য জমা তোমার কি আছে?
পরখ করেই দেখ আছে কি হে কাছে?


ক্ষতির আনন্দ

মূল্যবান সময়ের ছেড়ে অপচয়
আল্লাহর কুদরত ভাব বসে বসে
মন থেকে ভ্রান্তিগুলো পড়ে যাক খসে
হেদায়েত পেয়ে যাবে আল্লাহর দানে।
আল্লাহর কাজে যারা কাটায় সময়
যদি কেউ সে মহানে খুব ভালবেসে
ডাকে তাঁকে খুশীমনে তাঁর পথে এসে
এপথ কেমন লাগে তারা সব জানে।

ভ্রান্তিতেতো শান্তি নেই ভ্রান্তি ছেড়ে দেখ
আল্লাহর পথে পাবে শান্তি অনুপম
যদি সে শান্তির কথা ঠিকঠাক শিখ।
অযথা নাচলে তুলে পাপের পেখম
পরপার জন্য এটা হয়ে যায় মন্দ
পূণ্যবান জানে এটা ক্ষতির আনন্দ।


বিঃদ্রঃ বিজয় দিবস ২০১৮ তে পূর্ণ হলো আমার হাজার সনেট।

মন্তব্য ৩৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

আর্কিওপটেরিক্স বলেছেন: বিজয়ের দিনে এমন সুখবর !!!!!

আপনাকে অভিনন্দন প্রিয় কবি :)

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৪

সনেট কবি বলেছেন: আমিও চেয়েছি এমন কিছু এ দিনেই ঘটুক। যাক অবশেষে তেমন কিছু হওয়ায় ভাল লাগছে।

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

হাবিব বলেছেন: অভিনন্দন প্রিয় সনেট কবিকে..।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৫

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বিজয়ের এইদিনে আপনার হাজার সনেট জেনে অনেক বড় বিজয়ী মনে করছি আপনাকে। শুভকামনা জানবেন সবসময় শ্রদ্ধেয় প্রিয় কবিবর।

এখানে চারটিতেও মুগ্ধতা রেখে গেলাম লেখকের কথামালায়

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৬

সনেট কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:


১০০০ সনেটের কবি হিসেবে অভিনন্দন। দেখেন কোন প্রকাশক নিজের থেকে প্রকাশ করে কিনা!

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৯

সনেট কবি বলেছেন: আপাতত বই নিয়ে ভাবছি না।

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

সাত সাগরের মাঝি ২ বলেছেন: আল্লাহ আপনার মংগল করুন

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৯

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল ও মঞ্জুর করুন।

৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী জাস্ট গ্রেট নিউজ।
আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আপনি যেন সনেট আরও লিখপতে পারেন এই দোয়া করি।

আপনি ভালো থাকুন। সুস্থ থাকুন।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২০

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল ও মঞ্জুর করুন।

৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০২

সাদা মনের মানুষ বলেছেন: সত্য কার কথা পড়ে মনটা কেমন করে উঠলো..........সনেট কবিকে শুভেচ্ছা তার অপরিসীম পরিশ্রমী লেখার জন্য।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৩

সনেট কবি বলেছেন: আপনিও আমাদের অনেক বড় সম্পদ। আপনার ভ্রমন কাহিনীগুলো নিয়ে বই করলে পাঠক অনেক অজানাকে জানতে পারবে। আশাকরি আপনি আমাদেরকে হতাশ করবেন না।

৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

টুনটুনি০৪ বলেছেন: ১০০০ সনেটের জন্য আব্বুকে অভিনন্দন।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৫

সনেট কবি বলেছেন: এ বিষয়ে তোমার চেষ্টা থাকলে আমি আরো খুশী হতাম। কিন্তু তোমার সখ চিত্রাঙ্কন।

৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

সাদা মনের মানুষ বলেছেন:

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৬

সনেট কবি বলেছেন: এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

১০| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

ইসিয়াক বলেছেন: অনেক সুন্দর

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৬

সনেট কবি বলেছেন: সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

১১| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২

পবিত্র হোসাইন বলেছেন: এভাবে লিখে যান আমাদের জন্য , এ কামনা করি।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৮

সনেট কবি বলেছেন: হয়ত মাঝে মাঝে লিখব।

১২| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

অব্যক্ত কাব্য বলেছেন: বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করুন এমন করে!
ভালো লাগা জানবেন

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩০

সনেট কবি বলেছেন: চেষ্টা হয়ত থেমে যাবে না।

১৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৭

সাইন বোর্ড বলেছেন: অভিনন্দন ।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩২

সনেট কবি বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা।

১৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৬

ডার্ক ম্যান বলেছেন: আপনার অপরিসীম মেধা আর ধৈর্যের জন্য শুভকামনা । রেকর্ড কোথায় গিয়ে থামবে বলে আপনার ধারণা ।
আপনি অযথা আমাকে নিয়ে সনেট লিখেছেন।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪১

সনেট কবি বলেছেন: আপনাকে নিয়ে অযথা সনেট লিখেছি বলে আমার মনে হয়নি।

১৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: বিজয় দিবসে শ্রদ্ধা। এমন দিনে আপনার হাজার সনেট পূর্ণ হওয়ার জন্য অন্তরের অন্তস্থল থেকে অভিনন্দন জানাই। আপনার সনেট সম্পর্ক নতুন করে কিছুই বলার নেই। তবে আজ দ্বিতীয় সনেটটি বা ' সম্পর্কের গাড়ি ' আপনার লেভেলের একটু ঘাটতি মনে হল।

বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা প্রিয় কবিভাইকে।

১৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগল

১৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০২

রাকু হাসান বলেছেন:


আপনি পারেনও সনেট কবি । আপনার পরিশ্রম দেখে অবাক না হয়ে পারি না । হাজরো সনেট! বিরাট অর্জন । অভিনন্দন আপনাকে । অনেক শুভকামনা রইলো ।

১৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

নজসু বলেছেন:




অভিনন্দন প্রিয় সনেট কবি।

১৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৭

মীর সাজ্জাদ বলেছেন: এত এত বিচিত্র চিন্তা ভাবনা, সনেটের মাধ্যমে মাতিয়ে রাখেন ব্লগ, যতই দেখি ততই মুগ্ধ হই। স্বাগতম সনেটের নতুন রেকর্ড গড়ার জন্য। আশা করি আরও অনেক অনেক রেকর্ড করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.