নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সনেট কবি

রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।

সনেট কবি › বিস্তারিত পোস্টঃ

পরী

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৭



আনন্দে কেমন করে দোলায় দু’হাত
পরীর দেখায় দেখ।ফুল মাঝে ফুল
ফুটে আছে স্নিগ্ধতায় অনন্যা অতুল
শৈশবের সারল্যের ছড়িয়ে উপমা।
রাজীব ও সুরভীর স্নেহের প্রপাত
সিক্ততায় ছোট্ট পরী উড়ন্ত চঞ্চল
তাদের ভাবের রাজ্যে।মমতার জল
পরী জন্যে দু’জনের মনে থাকে জমা।

সর্ষে ক্ষেতে ফুল রাজ্যে পরীর নয়ন
অমলিন খুশি মাঝে তার পরিচয়
জানায়,সে হলো কোন দূর্লভ রতন।
পড়ে উঠা দাঁতে হাসি সুচারু সঞ্চয়
চাই থাক চিরকাল, ভাল হোক তার
ইহকাল পরকাল জীবন যাত্রার।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪০

সমালোচক মন্তব্যকারী বলেছেন: নবিজি বলেছেন, যার কন্যা সন্তান আছে, সে তাকে জীবিত কবর দেয়নি, তাকে দীনহীন ও লাঞ্ছিত করেও রাখেনি, আল্লাহ তাকে জান্নাতে স্থান দিবেন।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লিখেছেন মামা।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৮

হাবিব বলেছেন: পরীর মতোই সুন্দর

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫১

নজসু বলেছেন:




সুন্দর।

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো এবারও, সুন্দর কথামালা

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৯

চাঁদগাজী বলেছেন:


পরী এখন থেকে ক্রমেই সামু ব্লগের কন্যা হয়ে যাচ্ছে!

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৬

রাজীব নুর বলেছেন: দূর্দান্ত।
খুব সুন্দর।
মেয়েটা বড় হয়ে যখন আপনার পোষ্ট পড়বে- কতই না আনন্দ পাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.