নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান নিয়ামক। লোড শেডিং যা আমাদের দেশের সারা বছরের অনাকাংক্ষিত সঙ্গী। বাংলাদেশের চলমান বিদ্যুতের প্রয়োজনীয়তা এবং ভবিষ্যৎ চাহিদাকে সামনে রেখে সরকার বিদ্যুৎ উৎপাদনের উপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। ফলে দেশে বিদ্যুৎ উপাদনের পরিমাণ বেড়েই চলছে। দেশের পশ্চিমাঞ্চলের গ্রাহকদের জন্য সহজে বিদ্যুৎ চাহিদা নিশ্চিত করতে ৬৩ হাজার কিলোমিটার নতুন বিদ্যুৎ লাইন স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার। এজন্য দেশের ‘পশ্চিমাঞ্চলের (ওয়েস্ট জোন) বিভাগ, জেলা ও উপজেলাতে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সম্প্রসারণ ও হালনাগাদকরণ (আপগ্রেডেশন)’ নামের একটি প্রকরেল্প হাতে নিচ্ছে বিদ্যুৎ বিভাগ। এ প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ২৭৮ কোটি ২০ লাখ টাকা। প্রকল্পটি অনুমোদন পেলে ২০২০ সালের মধ্যে বাস্তবায়ন করবে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। প্রকল্পটির আওতায় এক হাজার ৫৪ দশমিক ২৫ কিলোমিটার ৩৩ কেভি বিতরণ লাইন, ৬২ হাজার কিলোমিটার ১১ কেভি বিতরণ লাইন স্থাপন করা হবে। এছাড়া ৩৩/১১ কেভি ধারণক্ষমতা সম্পন্ন ৬৩টি উপকেন্দ্র এবং এক হাজার ৭২২টি ট্রান্সফরমার স্থাপন করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের পশ্চিমাঞ্চলের গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ সহজ হবে। পাশাপাশি পদ্মা সেতু ও সংশ্লিষ্ট এলাকায় অর্থনৈতিক জোন এলাকায় স্থাপিতব্য শিল্প কারখায় বিদ্যুতের চাহিদা পূরণ সম্ভব হবে
©somewhere in net ltd.