নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ-সৌদিআরব দ্বিপাক্ষিক সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায়

১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪১



সাম্প্রতিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফরের মাধ্যমে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অতীতের যে কোনো সময়েরে চেয়ে দৃঢ় হয়েছে। দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এই প্রথমবারের মতো সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশে সৌদি ব্যবসায়ীদের বড় বিনিয়োগ আসছে। বাংলাদেশে সৌদি আরবের জন্য বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল গঠনেরও প্রস্তাব এসেছে সে দেশের পক্ষ থেকে। একই সঙ্গে সৌদি আরবে জনশক্তি রফতানিতেও আসছে নতুন মাত্রা। সাম্প্রতিক বছরগুলোতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সৌদি সরকারের সম্পর্কে অনেক উন্নতির আভাস পাওয়া যাচ্ছে। সৌদি আরবের নেতৃত্বে সামরিক জোটে বাংলাদেশ সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা করছে সে দেশ। এ বিবেচনায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিচ্ছে সৌদি আরব। সন্ত্রাসের ব্যাপারে কোনোরকম ছাড় দেবে না সরকার। মক্কায় হারাম শরিফ (কাবা শরিফ) ও মদিনার মসজিদ হুমকির মুখে পড়লে প্রয়োজনে সামরিক অভিযানে বাংলাদেশ অংশ নেবে। তবে ওই জোটের কর্মপরিধি এখনও চূড়ান্ত হয়নি। জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় দেশটির অভ্যন্তরীণ উন্নয়ন ও সেবা খাতে বরাদ্দ সংকুচিত করা হয়েছে। কাজেই শুধু তেলের ওপর নির্ভর না করে বিকল্প বিনিয়োগ ও আর্থিক সংস্থানের দিকে মনোযোগ দিচ্ছে দেশটি। ফলে এই মুহূর্তে বাংলাদেশে সৌদি বিনিয়োগের নিরাপত্তা ও জোটে বাংলাদেশের সমর্থন খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.