নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

শুরু হয়েছে আন্তর্জাতিক চিরুনি অভিযান অপারেশন “আইরিন”

১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫০

আন্তর্জাতিক পরিমন্ডলে সন্ত্রাসী হামলাসহ নাশকতামূলক কর্মকাণ্ড ও চোরাচালান প্রতিরোধে ‘এনফোর্সমেন্ট কমিটি অব দ্য কাস্টমস অপারেশন কাউন্সিল’-এর সিদ্ধান্ত অনুযায়ী শুরু হয়েছে অপারেশন আইরিন। জঙ্গী, সন্ত্রাসী, গোলাবারুদ, অস্ত্র ও মাদকের সন্ধানে শুরু হয়েছে আন্তর্জাতিক চিরুনি অভিযান অপারেশন আইরিন। বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিকের ৩৩ দেশের বিমানবন্দর, স্থলবন্দর ও সমুদ্রবন্দরে একযোগে চলছে এ অপারেশন। গত ৮ জুলাই থেকে এ অপারেশন শুরু হলেও শুক্রবার থেকে এ অভিযান আরও জোরদার করা হয়েছে। শুল্ক গোয়েন্দার এ অভিযানে সহায়তা দিচ্ছে র্যা ব -বিজিবি ও কোস্টগার্ড। দেশের প্রত্যেকটি বিমানবন্দর, স্থলবন্দর ও সমুদ্রবন্দরেও অপারেশন আইরিন চালানোর বিশেষ প্রস্তুতি নেয়া হয়েছে। ডগ স্কোয়াডের পাশাপাশি থাকছে তথ্য-প্রযুক্তিনির্ভর বিশেষ অভিযান। বাংলাদেশসহ বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলার কারণে জননিরাপত্তা বিঘ্নিত হওয়া ছাড়াও সামাজিক ভারসাম্য নষ্ট হচ্ছে। রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিকারী এসব কর্মকাণ্ডের সঙ্গে অবৈধ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও মাদক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত। অনেক ক্ষেত্রেই মিথ্যা ঘোষণা ও ঘোষণা ছাড়া চোরাকারবারিরা নানা কৌশলে এসব অবৈধ পণ্যের পাচার করছে। মূলত এসব কারণেই এশিয়া প্যাসিফিক দেশগুলোতে একযোগে শুরু হয় এ অভিযান। আগামী ২৩ জুলাই এ অপারেশন শেষ হওয়ার পর রিজিওনাল ইন্টেলিজেন্স লিয়াজোঁ অফিস ফর এশিয়া প্যাসিফিকের কাছে ঢাকা থেকে প্রতিবেদন পাঠানো হবে। কাজেই এ অভিযানকে সফল করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.