নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের ওষুধ এখন বিশ্ববাজারে

০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৩

কিছু আইনি ও নীতিগত প্রতিবন্ধকতা দূর করে বিশ্ববাজারে ওষুধ রফতানির বিশাল সম্ভাবনা সৃষ্টি করতে যাচ্ছে বাংলাদেশ। সরকারি সহায়তায় এ বাজার ২০ গুণ বৃদ্ধি পাবে। এখন থেকে দেশেই ওষুধের কাঁচামাল তৈরীর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখন আর কাঁচামাল আনতে চীন, জাপানসহ বিভিন্ন দেশে যেতে হবে না। কাঁচামাল তৈরিতে সরকার এখন দৃঢ় পদক্ষেপ নিচ্ছে। এখন দেশের টাকা দেশেই থাকবে। বাংলাদেশে উৎপাদিত ওষুধ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে যেটা দেশের অর্থনীতিকে করবে আর চাঙ্গা। এই ওষুধ এখন এশিয়া, আফ্রিকার বাজার ছাড়িয়ে ইউরোপের বাজারে প্রবেশ করেছে। তৈরি পোশাকের পর এখন ওষুধ শিল্পকে রফতানি আয়ের একটি অন্যতম খাত হিসেবে ধরা হচ্ছে। রফতানি আয়েও আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে। গত অর্থবছরে প্রায় সাড়ে ৬শ কোটি টাকা আয় হয়েছে এ শিল্প থেকে। বর্তমানে আফ্রিকা ও এশিয়ার দেশগুলোতে বাংলাদেশের ওষুধের প্রায় ৫ হাজার কোটি টাকার বাজার রয়েছে। এখন বিশ্বের ৮০টি দেশে এ দেশের ওষুধ রফতানি হচ্ছে। আগামীতে ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের অন্যান্য দেশের বাজার ধরতে পারলে তা ৩০-৩৫ হাজার কোটি টাকায় দাঁড়াবে। সব মিলিয়ে দেশের ঔষধশিল্প, বাংলাদেশের উন্নয়নকে আরও তরান্নিত করবে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: দেশে টাকা দেশে থাকুক....

২| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৮:০৪

কোলড বলেছেন: I doubt you know anything about pharmaceutical industry. Bangladesh doesn't have any good synthetic or process chemist to synthesize active ingredients in large scale. Bangladesh has a few good quality pharmaceutical plants but no API plant and this is not going to change for a long time.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.