নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

সৌন্দর্যের ভিন্ন জগৎ কালীঘাট লেক

০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:১১

চায়ের রাজধানী শ্রীমঙ্গলের সৌন্দর্যের অন্ত নেই। দেশ বিদেশে সুনাম ছড়িয়ে আছে এই শ্রীমঙ্গলের। উপজেলার আনাচে-কানাচে ছড়িয়ে আছে প্রকৃতির অনাবিল সৌন্দর্য। উঁচু-নিচু টিলা আর চা বাগান ঘেরা সবুজের হাতছানি প্রকৃতিপ্রেমীদের নজর কাড়ে। রয়েছে লাওয়াছড়া জাতীয় উদ্যান, বাইক্কা বিল, চা কন্যা, বিটিআরআই, বদ্ধভূমি ৭১। এসব দেখে বিমোহিত হন পর্যটকরা। এজন্য দিন দিন বাড়ছে এখানে পর্যটকদের আনাগোনা। চা বাগানঘেরা প্রকৃতি কন্যা শ্রীমঙ্গলের প্রতিটি চা বাগানেই রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। তার একটি কালীঘাট চা বাগানের সীমান্তবর্তী লেক। শহর থেকে মাত্র ১৫ মিনিটের পথ কালীঘাট চা বাগান। কালীঘাট বিজিবি সীমান্ত ফাঁড়ির কাছাকাছি সীমান্তঘেষা এ লেকটি। যাওয়ার পথে চোখে পড়বে চা বাগানের অবারিত সবুজের হাতছানি। তারপর রাবার বাগানের ভিতরে হাঁটতে হাঁটতে পৌছে যাবেন বালিশিরা লেকে। লেকের স্বচ্ছ জল, ফুটে থাকা শাপলা ফুল ও সড়ালির ভেসে বেড়ানো আপনাকে মুগ্ধ করবেই। এখানে রাবার বাগান, আগর বাগান ও সবুজের সিঁড়ি বিছানো চা বাগান ও আনারস বাগানের সৌন্দর্য আপনার ভ্রমণে এনে দেবে অনাবিল সজীবতা। টিলার ওপরে উঠে যখন চোখ মেলে তাকাবেন, তখন আপনি এক ভিন্ন জগতে। ভারতের ত্রিপুরা রাজ্যের সারি সারি পাহাড় আপনাকে চোখ ফিরাতেই দেবে না। কালীঘাট চা বাগানের এ লেকটি মনে হয় স্বপ্ন দিয়ে কেউ তৈরি করেছেন।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.