নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

নিরাপত্তা প্রশ্নে নানা প্রশ্ন

১০ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪২


ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, তুরস্ক, ভারত, পাকিস্তান, আফগানিস্তানে জঙ্গী হামলায় সেসব দেশে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোন প্রশ্ন না তুললেও কেবল বাংলাদেশের ক্ষেত্রেই প্রশ্ন তুলছে কিছু দেশ। এছাড়াও জঙ্গী হামলার শিকার বিভিন্ন দেশে ব্রিটিশ কাউন্সিল সাময়িক বন্ধ করা না হলেও শুধু ব্যতিক্রম ঘটছে বাংলাদেশের ক্ষেত্রে। বিশ্বের বিভিন্ন দেশে একের পর এক জঙ্গী হামলার প্রেক্ষিতে সেখানে বিদেশী চাপ না থাকলেও বাংলাদেশের ক্ষেত্রেই কেবল ব্যতিক্রম ঘটছে। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ক্ষেত্রে কোন কোন দেশ দ্বিমুখী নীতিও গ্রহণ করেছে। বিশেষ করে ফ্রান্সে দফায় দফায় জঙ্গী হামলার ঘটনা ঘটছে। এছাড়া জার্মানিতে নিছিদ্র নিরাপত্তার মধ্যেও বিচ্ছিন্নভাবে জঙ্গী হামলা হয়েছে। এসব দেশে অবস্থানরত বিদেশী কূটনীতিকরা নিরাপত্তা নিয়ে কোন প্রশ্ন তুলছেন না। এমনকি সোমবার পাকিস্তানের কোয়েটায় হামলার পরেও তাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোন প্রশ্নই তোলা হয়নি। বৈশ্বিক প্রেক্ষাপটে বিভিন্ন দেশে জঙ্গী হামলার ঝুঁকি রয়েছে। কোন কোন দেশের দূতাবাসও উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। তবে এসব হুমকি সত্ত্বেও সেখানে বিভিন্ন দূতাবাস কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রতিবেশী দেশ ভারতের পাঞ্জাবের পাঠানকোটেও কিছুদিন আগে জঙ্গী হামলা হয়েছে। সেখানে নিহত হন ৮জন। তবে এই জঙ্গী হামলার পরে দেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোন প্রশ্ন তোলেনি সেখানের বিদেশী কূটনীতিকরা। নিরাপত্তা ইস্যু ঘিরে বাংলাদেশের ব্রিটিশ কাউন্সিল সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। তবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে ব্রিটিশ কাউন্সিল অফিস বন্ধ হয়নি। বিশেষ করে আফগানিস্তানের কাবুলে কয়েকদিন আগে হামলায় নিহত হয়েছে প্রায় ৮০ নাগরিক। তবে কাবুলের ব্রিটিশ কাউন্সিল অফিসের সকল কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া সোমবার পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটা হামলায় প্রায় ৭৯ নাগরিক মারা গেলেও সেখানের ব্রিটিশ কাউন্সিল অফিস বন্ধ হয়নি। পাকিস্তানের করাচী, লাহোর ও ইসলামাবাদে ব্রিটিশ কাউন্সিলের অফিস রয়েছে। সে কারণে বাংলাদেশের ব্রিটিশ কাউন্সিল অফিস বন্ধের যৌক্তিকতা নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠেছে। তাই আমাদের ভাবতে হবে, জানতে হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.