নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

কি উদ্দেশ্যে জিয়া কর্নেল ফারুকের সুটকেস বহন করেছিলেন ?

১৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৩




বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি কর্নেল ফারুক রহমানের সঙ্গে জিয়াউর রহমানের যোগসাজস ছিল অনেক আগে থেকেই। তারা উভয়ে ছিলেন পুরনো বন্ধু। এ কারণে ১৯৭৩ সালে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ফেরার পথে লন্ডন থেকে অধঃস্তন অফিসার কর্নেল ফারুকের সু্টকেস ও ব্যাটন পর্যন্ত বহন করে নিয়ে আসেন তদানীন্তন ডেপুটি চিফ অব স্টাফ জিয়াউর রহমান। তাদের উভয়ের সঙ্গে ঘনিষ্ঠ ভারতীয় কূটনীতিক শশাঙ্ক ব্যানার্জি এ দাবি করেছেন। ভারতীয় এই কূটনীতিকের লেখা ‘ইন্ডিয়া, মুজিবুর রহমান, বাংলাদেশ লিবারেশন অ্যান্ড পাকিস্তান’ (অ্যা পলিটিক্যাল ট্রিটিজ) গ্রন্থে এসব তথ্যের উল্লেখ রয়েছে। এই বইয়ের ১৬তম অধ্যায়ে জেনারেল জিয়াউর রহমান প্রসঙ্গে শশাঙ্ক ব্যানার্জী লিখেছেন, ‘১৯৭৩ সালে লন্ডনে যুদ্ধখেলায় যুক্ত হয়েছিলেন জেনারেল জিয়াউর রহমান।’ ১৯৬০ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তানে নিযুক্ত ছিলেন ভারতীয় এই কূটনীতিক। ১৯৭১ সাল থেকে ১৯৭৩ সাল পর্যন্ত তিনি ছিলেন লন্ডনে ভারতীয় দূতাবাসের অ্যাটাশে। তিনি দাবি করেন, কর্নেল ফারুক রহমানের সঙ্গে জিয়াউর রহমানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও মুজিব সরকারকে উৎখাতের রক্তাক্ত অভ্যুত্থান পরিকল্পনা ১৯৭৩ সালেই শুরু হয়। লন্ডন থেকে ৩ ডিসেম্বর ১৯৭১ সালে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে মিলে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের আগে ফারুক রহমান তার একটি স্যুটকেস ও কর্নেল ব্যাটন রেখে যান তার কাছে। ১৯৭৩ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নের অংশ হিসেবে ওয়াশিংটন সফরে আসেন তদানীন্তন ডেপুটি চিফ অব স্টাফ জিয়াউর রহমান। ৬ সপ্তাহের যুক্তরাষ্ট্র সফরের সময় পেন্টাগন, সিআইএ এবং স্টেট ডিপার্টমেন্টের প্রধানদের সঙ্গে সম্পর্ক তৈরি করে ফেরার পথে লন্ডনে এসে তার (শশাঙ্ক) সঙ্গে দেখা করেন জিয়া। তিনি তখন তৎকালীন ভারতীয় হাইকমিশনের অ্যাটাশে। মূলত ফারুক রহমানের স্যুটকেসটি ফেরত নিতেই আসেন তিনি। কিন্তু, তার আগমন ও অধঃস্তন কর্মকর্তার সুটকেস বহনই ইঙ্গিত দেয় অন্য কিছু ঘটতে যাচ্ছে। একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা হয়েও তিনি কেন ফারুক রহমানের মতো অধীনস্ত কর্মচারীর স্যুটকেস নেওয়ার তুচ্ছ কাজ করতে গেলেন? বঙ্গবন্ধুর খুনের ব্যাপারে জিয়াউর রহমান কোন ভাবেই দায় এড়াতে পারেন না।আরো বিস্তারিত জানতে দেখুন
https://www.youtube.com/watch?v=wFWHqqqtU_w

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১২:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: i c

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.