নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

এবার চিহ্নিত করা হবে রাজস্ব ফাঁকি দেয়া প্রতিষ্ঠান

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২০


একটি গণমুখী গণতান্ত্রিক সরকারের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করা। বর্তমান সরকার দেশে গণতন্ত্রকে একটি শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার পাশাপাশি সর্বক্ষেত্রে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে আরও একটি মাইল ফলক স্থাপন করতে যাচ্ছে। এরই অংশ হিসেবে এবার রাজস্ব ফাঁকির অভিযোগ রয়েছে এমন প্রতিষ্ঠান ও ব্যক্তির তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেই সঙ্গে এসব প্রতিষ্ঠানকে রাজস্বের আওতায় আনার কৌশলও নির্ধারণ করা হবে। দীর্ঘদিনের রাজস্ব ফাঁকির অভিযোগ অভিযুক্ত বিভিন্ন আমদানি-রপ্তানিকারক, উৎপাদনকারী ও ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবার দেশব্যাপী এনবিআরের সব কমিশনারেট ও গোয়েন্দা বিভাগ এ কার্যক্রম পরিচালনা করবে। দেশের অর্থনীতি দিন দিন বেগবান হওয়ায় রাজস্ব সম্ভাবনা বৃদ্ধি পাওয়াতে চলতি অর্থবছর ৩০ শতাংশের বেশি প্রবৃদ্ধি ধরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ২ লাখ ৩ হাজার কোটি টাকার কিছু বেশি। এ লক্ষ্যমাত্রা অর্জনে দেশব্যাপী অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত সকল প্রতিষ্ঠানকে করের আওতায় আনতেই রাজস্ব ফাঁকি দেয়া প্রতিষ্ঠানের তালিকা প্রণয়নের এই যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.