নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

উন্নয়নের ধারাবাহিকতায় বর্তমান সরকারের সড়ক ও জনপদ অধিদপ্তর (পর্ব- ৪)

২১ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

একপাশে সাগর, আরেক পাশে পাহাড়- এরই নাম মেরিন ড্রাইভ সড়ক। সাগর পাহাড় আর ঝরনাকে সঙ্গী করে ১২০ কিলোমিটার পথ চলার স্বপ্ন আর কিছুদিনের মধ্যে অর্জন করবে বাংলাদেশ। যেখানে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, যা দেশের পর্যটনের অহংকার। এই সৈকতে আঁচড়ে পড়া উত্তাল ঢেউয়ের গর্জন দেখে দেখে পথ চলবেন পর্যটকরা। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে শুরু হয়ে হিমছড়ি ও ইনানী হয়ে টেকনাফ পর্যন্ত ৮২ কিলোমিটার সড়ক নির্মাণ করা হচ্ছে। বর্তমান সরকার ২৩২ কোটি টাকা ব্যয়ে জমি অধিগ্রহণ করে ২৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে। প্রকল্পের মেয়াদ অনুযায়ী, ২০১৭ সালের জুনে এ প্রকল্পের কাজ শেষ হবে। পূর্বে পাহাড়, পশ্চিমে সমুদ্র; কক্সবাজার থেকে টেকনাফ ভ্রমণে এ সড়কটি নতুন মাত্রা যোগ করবে এবং পর্যটনে কক্সবাজারের নতুন দ্বার উন্মোচন হবে। যা বিশ্ব পর্যটনে বাংলাদেশের অন্যতম আকর্ষণও হতে পারে।

এভাবেই চলছে দেশের যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নের কাজ। চলবে………।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৩৬

ডঃ এম এ আলী বলেছেন: অপুর্ব অসাধারণ পোস্ট, বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ডের এরকম ইতিবাচক দিক তুলে ধরা হলে সেটি পাঠে বেশ অানন্দ লাগে । এরকম আরো আনন্দ দায়ক লিখা পাঠের মানসে আপনার ব্লগে বিচরণ করতে গিয়ে আরো একটি আসাধারণ দিক চোখে পড়ল, তাহল আপনার ৪ মাস ৩ সপ্তাহের ব্লগ জীবনে শতাধিক পোস্ট এর উপরে ৯১ টি মন্তব্য প্রাপ্তির বীপরিতে আপনি মাত্র ১ টি মন্তব্য করেছেন । তবে মন্তব্য দান একান্তই আপনার নিজস্ব ব্যপার । আপনার লিখার উপর কস্ট করে মন্তব্য লিখে যদি দেখা যায় যে তা হয়নি গোচর, তাহলে নীজের কাছেই নীজকে কেমন যেন একটু লাগে, মনে হয় পাঠকের করা মন্তব্যটি হয়নি যুতসই , সেই অনুভুতি থেকেই কথাটা বলা , অন্য কোন অর্থে না নিলে হব খুশী । যাহোক, নতুন নতুন তথ্য পর্ণ লিখা পাব সে কামনাই করি ।
শুভেচ্ছা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.