নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

স্যার, আমি কোথায় যাবো ?

২৪ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

সেদিন একটি অফিসে মাসিক ষোল হাজার টাকা বেতনের সাধারণ হিসাব রক্ষক পদের ইন্টারভিউ নিচ্ছিলাম। মোট ১২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১০০ জন চাকুরীর আবেদনকারীই ঢাকা ও চট্টগ্রাম বিশ¡বিদ্যালয় থেকে একাউন্টিং-এ এমবিএ করা, যাদের বাবা-মা অত্যন্ত গরীব ঘরের সšতান। কারো বাবা ট্রাক চালক, কেহ মুদি দোকানদার, কেহ দরিদ্র পিয়ন, আর বাকীরা দরিদ্র কৃষক পরিবারের সšতান। সবাই মোটামুটি টিউশনি করে ঢাকা শহরে মাসিক চার/পাঁচ হাজার টাকা আয় করে নিজকে আর দরিদ্র পরিবারকে ধুকে ধুকে চালাচ্ছে। সত্যি অবাক হলাম। নিজের ইমোশনকে অনেক কষ্ট করে সংবরন করলাম। মনে মনে ভাবলাম দেশ আজ অনেক এগিয়েছে। সাধারণ দরিদ্র ঘরের সšতানরাও এমবিএ করে সাধারণ হিসাবরক্ষক পদের জন্য হন্য হয়ে চাকুরী খুঁজছে। এর মধ্যে একজন জীর্ণশীর্ণ চেহারার আমাকে বললো স্যার, আমার বাবা নেই। একমাত্র বোন ক্যান্সারে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি। চাকুরী না পেলে কোথায় যাবো স্যার ? সাধারণ ছোট পদের সরকারী চাকুরী পেতেও মামা আর ৫/৬ লক্ষ টাকা লেগে জেনে অবাক হলাম! এদেশে বর্তমান উন্নয়নের ধারাবাহিকতায় সরকারী/বেসরকারী চাকুরীর অনেক সুযোগ থাকা সত্ত্বেও শুধু নিতাšত গরিব বলে একটি অসহায় ছেলের তার বোনের চিকিৎসার জন্য চাকুরীর জন্য এতো আকুতি . .। ইন্টারভিউ বোর্ড থেকে বের হয়ে শুধু ভাবছি ওতো আমিও হতে পারতাম। সৃষ্টিকর্তা যেন দেশের উন্নয়নের সাথে সাথে দেশের সবার মুখে হাসি ফুটাতে পারে সেই প্রার্থনাই করি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

প্রামানিক বলেছেন: কষ্টের কথা।

২| ২৪ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

চাঁদগাজী বলেছেন:



"সৃষ্টিকর্তা যেন দেশের উন্নয়নের সাথে সাথে দেশের সবার মুখে হাসি ফুটাতে পারে সেই প্রার্থনাই করি। "

- আপনারা যখন কিছুই করতে পারছেন না, এখন সৃস্টিকর্তাকেই চাকুরীও সৃস্টি করতে হবে; প্রশ্ন, সৃস্টিকর্তাকেই যদি সবই করতে হয়, আপনারা কি বাল চিঁড়ছেন?

৩| ২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:০০

নির্মাণ শ্রমিক বলেছেন: অপেক্ষার সীমানা দিন দিন বৃদ্ধি পেলেও সুখের দেখা নেই। আমাদের মতো মানুষদের ভাগ্য গুলো এমনি!

৪| ২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সমাধান জানা নেই। বাস্তব সত্য...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.