নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

অনলাইনে আয়কর

২৮ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১০

বর্তমান গণতান্ত্রিক সরকার তার নাগরিক বান্ধব নানা কর্মসূচির মাধ্যমে জনগণের জীবনযাত্রা সহজ ও জীবনমান উন্নয়নে প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের নব নব উদ্যোগ গ্রহণ করে চলেছে। এরই ধারাবাহিকতায় সারদেশের করদাতাদের সুবিধার্থে এবার প্রচলন করা হলো অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সুযোগ, সম্মানিত করদাতারা এখন ঘরে বসেই রিটার্ন দাখিল করতে পারবেন। ডিজিটাল এই পদ্ধতিতে করও পরিশোধ করা যাবে ই-পেমেন্টের মাধ্যমে। জমা দেয়া বিবরণীর প্রাপ্তি স্বীকারপত্র এবং সার্টিফিকেটও মিলবে অনলাইনে। সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর ডিজিটাল এই কার্যক্রম জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর অনুবিভাগের স্ট্রেনদেনিং গভর্ন্যান্স ম্যানেজমেন্ট প্রকল্পের (এসজিএমপি) আওতায় বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশে ডিজিটালাইজেশনের নব দিগন্ত উন্মোচনকারী এই প্রকল্পটির মাধ্যমে দেশব্যাপী ৩১টি কর অঞ্চলের আওতাধীন মাঠপর্যায়ের ৬৪৯টি আয়কর সার্কেল অফিস মূল সার্ভারের সাথে সংযুক্ত করা হয়েছে। এনবিআরে একটি সিপিসি স্থাপন করা হয়েছে যেখান থেকে নেটওয়ার্ক অপারেশন সেন্টার এবং করদাতাদের জন্য কল সেন্টার পরিচালনা করা হবে। করদাতাদের তথ্যের বিভিন্ন ডাটাবেজ এবং প্রয়োজনীয় রিপোর্ট জেনারেশন ও অটোমেশন পদ্ধতির মাধ্যমে সম্পন্ন করা সম্ভব হবে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় ভিয়েতনামভিত্তিক আইটি প্রতিষ্ঠান এফপিটি ইনফরমেশন সিস্টেম করপোরেশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হচ্ছে ৫১ কোটি টাকা। আগামী ১ নভেম্বর থেকে সবার জন্য এই সুযোগ উন্মুক্ত করা হবে। দেশে দ্রুততম করসেবা নিশ্চিত করতে আয়কর রিটার্ন ফরম আরও সহজীকরণের বিষয়টিও বর্তমানে বিবেচনাধীন আছে। নাগরিক বান্ধব এই উদ্যোগে ব্যক্তি পর্যায়ে আয়কর আদায়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে-এটাই প্রত্যাশা।









মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

সুমন কর বলেছেন: ভালো সংবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.