নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

বিশ্বমানে রূপ নিচ্ছে জাতীয় চিড়িয়াখানা

৩১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫২


বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানাকে বিশ্বমানে রূপ দিতে ঢেলে সাজানো হচ্ছে। ফলে বদলে যাচ্ছে জাতীয় চিড়িয়াখানার স্বরূপ। জাতীয় চিড়িয়াখানাকে বিশ্বমানের রূপ দিতে মহাপরিকল্পনা করা হচ্ছে। সে অনুযায়ী নতুন করে কেনা হচ্ছে তিন শতাধিক বিদেশি প্রাণী ও পাখি। যোগ করা হচ্ছে নানান সুযোগ-সুবিধা। দর্শকের জন্য রাখা হচ্ছে ভাসমান হোটেল, যেখানে বসে বন্যপ্রাণী দেখার সুযোগ থাকবে। আরও থাকবে নাইট সাফারি। এরই মধ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের দুটি ফুড সেন্টার চালু করা হয়েছে। এই সেন্টার থেকে সাশ্রয়ী মূল্যে দর্শনার্থীরা কেনাকাটা করতে পারছেন। এ ছাড়া দর্শক বিনোদনের জন্য নির্মাণ করা হবে পর্যবেক্ষণ টাওয়ার। প্রাণী ও পাখি কেনার অংশ হিসেবে ৯ কোটি ৯৫ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে বিদেশি প্রাণী ও পাখি সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে। মহাপরিকল্পনা অনুমোদন পাওয়ায় আন্তর্জাতিক ও দেশীয় বাজার থেকে ৩১৪টি প্রাণী ও পাখি সংগ্রহ করা হবে। এর মধ্যে আন্তর্জাতিক বাজার থেকে ২৬ প্রজাতির ১১৪টি দুষ্প্রাপ্য প্রাণী ও পাখি সংগ্রহ করা হবে। এর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৮১ লাখ ৪৫ হাজার টাকা। আন্তর্জাতিক বাজার থেকে লাল বানর, গণ্ডার, উটপাখি, আফ্রিকান সিংহ, সাদা সিংহ, চিত্রা হায়েনা, সাদা পেলিকান পাখি, ধূসর পেলিকান পাখি, সারস, কেশোয়ারী পাখি কেনার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। কোন কোন দেশ থেকে এসব প্রাণী ও পাখি আসবে, তা ঠিকাদারি প্রতিষ্ঠান ঠিক করবে। এ ছাড়া অভ্যন্তরীণ বাজার থেকে ১৩ লাখ ৮৫ হাজার টাকায় ১৩ প্রজাতির ২০০ প্রাণী ও পাখি সংগ্রহ করা হবে। ভোঁদড়, গোখরা সাপ, লাউডগা লাপ, দাঁড়াশ সাপ, সোনালি সাপ, লাল মুনিয়া পাখি, হোয়াইট পিঙ্ক কবুতর, আঁচিল মুরগি, ময়না, হলুদ টিয়া, তিতির কেনা হবে। বর্তমানে জাতীয় চিড়িয়াখানায় বিভিন্ন ধরনের ২ হাজারের বেশি প্রাণী ও পাখি রয়েছে। এর মধ্যে আছে ১০ প্রজাতির ৪০টি মাংসাশী প্রাণী। তৃণভোজী প্রাণী আছে ২৩ প্রজাতির ২২১টি। ক্ষুদ্র স্তন্যপায়ী ও সরীসৃপ আছে ২৫ প্রজাতির ২৪৭টি। পাখি আছে ৫৬ প্রজাতির ১০৬টি। ফিশ অ্যাকোরিয়ামে আছে ২৩ প্রজাতির ৮০১টি দেশি-বিদেশি মাছ। নতুন এই মহাপরিকল্পনা অনুমোদন পাওয়ায় আন্তর্জাতিক ও দেশীয় বাজার থেকে প্রাণী ও পাখি সংগ্রহ করা হলে রাজধানীর জাতীয় চিড়িয়াখানা বিশ্বমানে রূপ নিবে।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১২

ছাসা ডোনার বলেছেন: সুসংবাদ, করতে পারলে তো ভাল!

২| ৩১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫২

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ গুরুত্বপুর্ণ তথ্য পরিবেশনার জন্য ।

৩| ৩১ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

ঢাকাবাসী বলেছেন: পৃথিবীর সবচাইতে নিকৃস্টতম চিড়িয়াখানা হল এই মিরপুর চিড়িয়াখানা। দশ টাকার চটপটি খেতে হয় ১০০ টাকাতে, অপমানিত হতে হয়, আর কিউরেটর মহোদয়রা জীবনে কখনো ওখানে যান বলে মনে হয় না! বাঘের বরাদ্দ মাংশ স্টাফরাই খায় বা টাকাটা নেয়, বাঘ না খেয়ে মরে যায়! টাকাটা নামেই খরচ হবে খাবে কিছু ...

৪| ৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ব্লগে আই ডি খুললেই লিখতে হবে? কপি পেস্ট করলে লিংকটাতো দিতে পারেন...

৫| ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ২:৫৪

রক্তিম দিগন্ত বলেছেন:
বেশ ভাল সংবাদ এটা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.