নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

এ মাসেই খুলনা-কলকাতা ‘মৈত্রী এক্সপ্রেস-২’ ট্রেন সার্ভিস চালু

২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩১



এ মাসেই খুলনা-কলকাতা সরাসরি ট্রেন সার্ভিস চালু হচ্ছে। খুলনার সঙ্গে কলকাতার সরাসরি রেল যোগাযোগে শুরুতেই যুক্ত হচ্ছে যশোর। খুলনা থেকে যশোর হয়ে কলকাতায় যাতায়াত করবে ‘মৈত্রী এক্সপ্রেস-২’। এই রেল যোগাযোগ চালুর জন্য তোড়জোড় চলছে পুরোদমে। এই রুটে নিরবচ্ছিন্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে যশোর জোনের আওতায় ইমিগ্রেশন, কাস্টমস ও পুলিশ ব্যারাক নির্মাণসহ বেনাপোল পর্যন্ত ৮ দশমিক ৮ কিলোমিটার রেলপাতি ও স্লিপার বসানোর কাজ চলছে। অল্প সময়ের মধ্যেই রেল যোগাযোগের জন্য খুলনা-যশোর-বেনাপোল-কলকাতা রুট সংস্কারকাজ সম্পন্ন হবে। চলতি মাসের শেষ দিকে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকে রেল যোগাযোগ চালু হবে বলে আশা করা যাচ্ছে। এই রেল চালু হলে যশোর-বেনাপোল চেকপোস্ট থেকে কলকাতা পর্যন্ত ৮০ কিলোমিটার পথে কষ্ট, সময় ও খরচ কমে যাবে। ইমিগ্রেশন, কাস্টমস ও পুলিশ ব্যারাক নির্মানের কাজ চলছে দ্রুত গতিতে। বেনাপোল বন্দরে ইমিগ্রেশন ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৯৩ লাখ টাকা। তার পাশে ৭৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন রয়েছে কাস্টমস ভবন ও ৪৪ লাখ টাকা ব্যয়ে যাত্রী নিরাপত্তার জন্য রেলওয়ে পুলিশের একটি ব্যারাক। বর্তমানে সেখানে রঙ ও টাইলস বসানোর কাজ চলছে। শুধু এই তিনটি অবকাঠামোয় সরকার ব্যয় করছে দুই কোটি ১০ লাখ টাকা। এ ছাড়া রেললাইন সংস্কার ও স্লিপার বসানো হচ্ছে। যশোর থেকে বেনাপোল পর্যন্ত ৩৭ কিলোমিটার পথের মধ্যে ৮ দশমিক ৮ কিলোমিটার রেলপাতি ও স্লিপার বসানোর কাজ দ্রুত এগিয়ে চলেছে।


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৩

উত্তরের উপাখ্যান বলেছেন: এতে করে দুদেশের মধ্যে যোগাযোগ এর ক্ষেত্রে নতুন মাত্রা পাবে।

২| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৯

পদ্মপুকুর বলেছেন: আর খুলনা যশোরের মানুষেরা আরো সহজে গন্ডা গন্ডা টাকা ঢেলে আসবে কলকাতায় শপিং, চিকিৎসা ও বেড়ানোর নাম করে @ উত্তরের উপাখ্যান...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.